ঢাকা ১২:১৫ অপরাহ্ন, বুধবার, ১৯ নভেম্বর ২০২৫

রিমান্ড শেষে কারাগারে পল্লবীর এএসআই মাহবুবুলসহ তিনজন

  • আপডেট সময় : ০২:৪০:৪৬ অপরাহ্ন, রবিবার, ১১ সেপ্টেম্বর ২০২২
  • ১২৬ বার পড়া হয়েছে

নিজস্ব প্রতিবেদক : পথচারীর পকেটে ইয়াবা দিয়ে ফাঁসানো পল্লবী থানার সাময়িক বরখাস্তকৃত সহকারী উপ-পরিদর্শক (এএসআই) মাহবুবুল আলমসহ তিনজনকে রিমান্ড শেষে কারাগারে পাঠিয়েছেন আদালত।
গতকাল রোববার ঢাকার মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট আতাউল্লাহ তাদের জামিন নামঞ্জুর করে কারাগারে পাঠানোর আদেশ দেন। কারাগারে যাওয়া অপর দুই আসামি হলেন-মো. রুবেল ও মো. সোহেল রানা। এরআগে দুই দিনের রিমান্ড শেষে তিন আসামিকে আদালতে হাজির করে কারাগারে আটক রাখার আবেদন করেন তদন্তকারী কর্মকর্তা ক্যান্টনমেন্ট থানার উপ-পরিদর্শক মো. আনোয়ার হোসেন।
আসামিদের পক্ষে অ্যাডভোকেট শফিকুর রহমান এবং মোহাম্মদ আনিসুজ্জামান জামিন আবেদন করেন। গত ৮ সেপ্টেম্বর এ তিন আসামির দুদিন করে রিমান্ড মঞ্জুর করেন আদালত। মামলার এজাহার সূত্রে জানা যায়, আসামি এএসআই মাহবুবুল আলম একজন সোর্সের কাছ থেকে ইয়াবার প্যাকেট নিয়ে খলিলুর রহমান নামের এক পথচারীর পকেটে ঢুকিয়ে দেন। এ ঘটনায় পথচারীর বিরুদ্ধে পল্লবী থানায় মাদক মামলা দেয় পুলিশ। পথচারীর পকেটে মাদক ঢুকিয়ে দেওয়ার ঘটনাটি একটি ভিডিও বেসরকারি টেলিভিশন চ্যানেলে প্রচারিত হয়। পরে এ ঘটনায় এএসআই মাহবুবুল আলমসহ তিনজনের বিরুদ্ধে রাজধানীর ক্যান্টনমেন্ট থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা দায়ের করেন পল্লবী থানার উপ-পরিদর্শক খালিদ হাসান তন্ময়। এছাড়া পকেটে ইয়াবা ঢুকিয়ে মিথ্যা মাদক মামলায় ফাঁসানোর অভিযোগে সহকারী উপ-পরিদর্শক (এএসআই) মাহবুবুল আলমকে সাময়িক বরখাস্তও করা হয়েছে।

ট্যাগস :

যোগাযোগ

সম্পাদক : ডা. মোঃ আহসানুল কবির, প্রকাশক : শেখ তানভীর আহমেদ কর্তৃক ন্যাশনাল প্রিন্টিং প্রেস, ১৬৭ ইনার সার্কুলার রোড, মতিঝিল থেকে মুদ্রিত ও ৫৬ এ এইচ টাওয়ার (৯ম তলা), রোড নং-২, সেক্টর নং-৩, উত্তরা মডেল টাউন, ঢাকা-১২৩০ থেকে প্রকাশিত। ফোন-৪৮৯৫৬৯৩০, ৪৮৯৫৬৯৩১, ফ্যাক্স : ৮৮-০২-৭৯১৪৩০৮, ই-মেইল : prottashasmf@yahoo.com
আপলোডকারীর তথ্য

রিমান্ড শেষে কারাগারে পল্লবীর এএসআই মাহবুবুলসহ তিনজন

আপডেট সময় : ০২:৪০:৪৬ অপরাহ্ন, রবিবার, ১১ সেপ্টেম্বর ২০২২

নিজস্ব প্রতিবেদক : পথচারীর পকেটে ইয়াবা দিয়ে ফাঁসানো পল্লবী থানার সাময়িক বরখাস্তকৃত সহকারী উপ-পরিদর্শক (এএসআই) মাহবুবুল আলমসহ তিনজনকে রিমান্ড শেষে কারাগারে পাঠিয়েছেন আদালত।
গতকাল রোববার ঢাকার মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট আতাউল্লাহ তাদের জামিন নামঞ্জুর করে কারাগারে পাঠানোর আদেশ দেন। কারাগারে যাওয়া অপর দুই আসামি হলেন-মো. রুবেল ও মো. সোহেল রানা। এরআগে দুই দিনের রিমান্ড শেষে তিন আসামিকে আদালতে হাজির করে কারাগারে আটক রাখার আবেদন করেন তদন্তকারী কর্মকর্তা ক্যান্টনমেন্ট থানার উপ-পরিদর্শক মো. আনোয়ার হোসেন।
আসামিদের পক্ষে অ্যাডভোকেট শফিকুর রহমান এবং মোহাম্মদ আনিসুজ্জামান জামিন আবেদন করেন। গত ৮ সেপ্টেম্বর এ তিন আসামির দুদিন করে রিমান্ড মঞ্জুর করেন আদালত। মামলার এজাহার সূত্রে জানা যায়, আসামি এএসআই মাহবুবুল আলম একজন সোর্সের কাছ থেকে ইয়াবার প্যাকেট নিয়ে খলিলুর রহমান নামের এক পথচারীর পকেটে ঢুকিয়ে দেন। এ ঘটনায় পথচারীর বিরুদ্ধে পল্লবী থানায় মাদক মামলা দেয় পুলিশ। পথচারীর পকেটে মাদক ঢুকিয়ে দেওয়ার ঘটনাটি একটি ভিডিও বেসরকারি টেলিভিশন চ্যানেলে প্রচারিত হয়। পরে এ ঘটনায় এএসআই মাহবুবুল আলমসহ তিনজনের বিরুদ্ধে রাজধানীর ক্যান্টনমেন্ট থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা দায়ের করেন পল্লবী থানার উপ-পরিদর্শক খালিদ হাসান তন্ময়। এছাড়া পকেটে ইয়াবা ঢুকিয়ে মিথ্যা মাদক মামলায় ফাঁসানোর অভিযোগে সহকারী উপ-পরিদর্শক (এএসআই) মাহবুবুল আলমকে সাময়িক বরখাস্তও করা হয়েছে।