ঢাকা ০৪:৪৫ পূর্বাহ্ন, রবিবার, ১১ মে ২০২৫

রিটে সিপিবি-বাসদ ও কর্নেল অলির দলের নাম থাকায় ‘বিব্রত’ জাতীয় নাগরিক কমিটি

  • আপডেট সময় : ০৯:০৫:২১ অপরাহ্ন, মঙ্গলবার, ২৯ অক্টোবর ২০২৪
  • ৪৪ বার পড়া হয়েছে

নিজস্ব প্রতিবেদক : আওয়ামী লীগসহ ১১টি দলকে কোনো রাজনৈতিক কর্মকাণ্ড চালিয়ে যেতে অনুমতি না দিতে অন্তর্বর্তীকালীন নির্দেশনা চেয়ে গত সোমবার (২৮ অক্টোবর) উচ্চ আদালতে যে রিট হয়েছিল, সেখানে দলের তালিকায় কর্নেল (অব.) অলি আহমদের লিবারেল ডেমোক্রেটিক পার্টি এবং সিপিবি ও বাসদের নাম দেখে ‘বিব্রত’ হয়েছে জাতীয় নাগরিক কমিটি। এখন একটি সুন্দর প্রক্রিয়ায় ‘গুছিয়ে’ রিট করার কথা ভাবা হচ্ছে বলে জানিয়েছেন কমিটির আহ্বায়ক নাসীরুদ্দীন পাটওয়ারী।
মঙ্গলবার দুপুরে রাজধানীর পুরানা পল্টনের মুক্তি ভবনে বাম গণতান্ত্রিক জোটের নেতাদের সঙ্গে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন ও জাতীয় নাগরিক কমিটির নেতাদের বৈঠক হয়। বৈঠক শেষে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে নাসীরুদ্দীন এ কথা বলেন। এর আগে অবশ্য রিট আবেদনকারীদের (বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের তিন নেতা) আইনজীবী আহসানুল করিম গতকালের ওই দুটি রিট না চালানোর কথা জানিয়েছেন। সাংবাদিকদের এক প্রশ্নের জবাবে জাতীয় নাগরিক কমিটির আহ্বায়ক নাসীরুদ্দীন পাটওয়ারী বলেন, ‘যে রিট করা হয়েছে, তার বেসিক প্রশ্নটা ছিল বিগত তিনটি নির্বাচন অবৈধ হবে কি হবে না। কিন্তু এখানে আরও অনেকগুলো বিষয় এসেছে। যাঁরা রিটটা করেছেন, তাঁদের কনসেনট্রেশনের (মনোযোগ) ঘাটতি ছিল। তাই আমরা তাঁদের রিটটা বাতিল করতে বলেছি।’
এই রিটের বিষয়ে তাঁদের কোনো ফোরামে কোনো আলোচনাই হয়নি বলে জানান নাসীরুদ্দীন। তিনি বলেন, ‘যাঁরা রিট করেছেন, তাঁরাও আশ্চর্য হয়েছেন, কীভাবে সেখানে দুটি দলের নাম এসেছে। আইনজীবীর কাছে তাঁরা এর ব্যাখ্যা চেয়েছেন। আইনজীবীকে এর ব্যাখ্যা দিতে হবে। দলের লিস্টে কর্নেল অলি আহমদ, সিপিবি-বাসদের নামগুলো আমাদের বিব্রত করেছে। সেই জায়গা থেকে তাঁদের সঙ্গে কথাবার্তা ও আলোচনা করে সবকিছু হওয়া উচিত ছিল বলে আমরা মনে করি। যেহেতু এটা হয়নি, আমরা দায়িত্ব নিয়েছি, রিট হোক, যা-ই হোক, সবকিছু যাতে একটা সুন্দর প্রক্রিয়ার মধ্য দিয়ে আগায়।’ বিগত তিনটি নির্বাচন রিটের কেন্দ্রীয় বিষয় ছিল জানিয়ে নাসীরুদ্দীন বলেন, ‘কিন্তু এখানে আইনজীবী বা যাঁরা রিট করেছেন, তাঁদের কোনো ভুল–বোঝাবুঝি হয়ে থাকতে পারে। দ্বিতীয়ত, এ বিষয়ে আরও ভাবা উচিত ছিল।’
রিটের বিষয়টি নিয়ে গত সোমবার রাতে বৈঠকে বসেছিলেন বলে জানান নাসীরুদ্দীন পাটওয়ারী। তিনি বলেন, ‘আমরা আরও বৈঠক করব যে কীভাবে একটি সুন্দর প্রক্রিয়ায় গুছিয়ে রিটটা করা যায়। যাতে এ ধরনের রিটকে খারিজ বা বাদ দেওয়ার যে পরিস্থিতির মধ্য দিয়ে যাচ্ছে, এই পরিস্থিতিতে আমাদের না পড়তে হয়।’

 

যোগাযোগ

সম্পাদক : ডা. মোঃ আহসানুল কবির, প্রকাশক : শেখ তানভীর আহমেদ কর্তৃক ন্যাশনাল প্রিন্টিং প্রেস, ১৬৭ ইনার সার্কুলার রোড, মতিঝিল থেকে মুদ্রিত ও ৫৬ এ এইচ টাওয়ার (৯ম তলা), রোড নং-২, সেক্টর নং-৩, উত্তরা মডেল টাউন, ঢাকা-১২৩০ থেকে প্রকাশিত। ফোন-৪৮৯৫৬৯৩০, ৪৮৯৫৬৯৩১, ফ্যাক্স : ৮৮-০২-৭৯১৪৩০৮, ই-মেইল : [email protected]
আপলোডকারীর তথ্য

রিটে সিপিবি-বাসদ ও কর্নেল অলির দলের নাম থাকায় ‘বিব্রত’ জাতীয় নাগরিক কমিটি

আপডেট সময় : ০৯:০৫:২১ অপরাহ্ন, মঙ্গলবার, ২৯ অক্টোবর ২০২৪

নিজস্ব প্রতিবেদক : আওয়ামী লীগসহ ১১টি দলকে কোনো রাজনৈতিক কর্মকাণ্ড চালিয়ে যেতে অনুমতি না দিতে অন্তর্বর্তীকালীন নির্দেশনা চেয়ে গত সোমবার (২৮ অক্টোবর) উচ্চ আদালতে যে রিট হয়েছিল, সেখানে দলের তালিকায় কর্নেল (অব.) অলি আহমদের লিবারেল ডেমোক্রেটিক পার্টি এবং সিপিবি ও বাসদের নাম দেখে ‘বিব্রত’ হয়েছে জাতীয় নাগরিক কমিটি। এখন একটি সুন্দর প্রক্রিয়ায় ‘গুছিয়ে’ রিট করার কথা ভাবা হচ্ছে বলে জানিয়েছেন কমিটির আহ্বায়ক নাসীরুদ্দীন পাটওয়ারী।
মঙ্গলবার দুপুরে রাজধানীর পুরানা পল্টনের মুক্তি ভবনে বাম গণতান্ত্রিক জোটের নেতাদের সঙ্গে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন ও জাতীয় নাগরিক কমিটির নেতাদের বৈঠক হয়। বৈঠক শেষে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে নাসীরুদ্দীন এ কথা বলেন। এর আগে অবশ্য রিট আবেদনকারীদের (বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের তিন নেতা) আইনজীবী আহসানুল করিম গতকালের ওই দুটি রিট না চালানোর কথা জানিয়েছেন। সাংবাদিকদের এক প্রশ্নের জবাবে জাতীয় নাগরিক কমিটির আহ্বায়ক নাসীরুদ্দীন পাটওয়ারী বলেন, ‘যে রিট করা হয়েছে, তার বেসিক প্রশ্নটা ছিল বিগত তিনটি নির্বাচন অবৈধ হবে কি হবে না। কিন্তু এখানে আরও অনেকগুলো বিষয় এসেছে। যাঁরা রিটটা করেছেন, তাঁদের কনসেনট্রেশনের (মনোযোগ) ঘাটতি ছিল। তাই আমরা তাঁদের রিটটা বাতিল করতে বলেছি।’
এই রিটের বিষয়ে তাঁদের কোনো ফোরামে কোনো আলোচনাই হয়নি বলে জানান নাসীরুদ্দীন। তিনি বলেন, ‘যাঁরা রিট করেছেন, তাঁরাও আশ্চর্য হয়েছেন, কীভাবে সেখানে দুটি দলের নাম এসেছে। আইনজীবীর কাছে তাঁরা এর ব্যাখ্যা চেয়েছেন। আইনজীবীকে এর ব্যাখ্যা দিতে হবে। দলের লিস্টে কর্নেল অলি আহমদ, সিপিবি-বাসদের নামগুলো আমাদের বিব্রত করেছে। সেই জায়গা থেকে তাঁদের সঙ্গে কথাবার্তা ও আলোচনা করে সবকিছু হওয়া উচিত ছিল বলে আমরা মনে করি। যেহেতু এটা হয়নি, আমরা দায়িত্ব নিয়েছি, রিট হোক, যা-ই হোক, সবকিছু যাতে একটা সুন্দর প্রক্রিয়ার মধ্য দিয়ে আগায়।’ বিগত তিনটি নির্বাচন রিটের কেন্দ্রীয় বিষয় ছিল জানিয়ে নাসীরুদ্দীন বলেন, ‘কিন্তু এখানে আইনজীবী বা যাঁরা রিট করেছেন, তাঁদের কোনো ভুল–বোঝাবুঝি হয়ে থাকতে পারে। দ্বিতীয়ত, এ বিষয়ে আরও ভাবা উচিত ছিল।’
রিটের বিষয়টি নিয়ে গত সোমবার রাতে বৈঠকে বসেছিলেন বলে জানান নাসীরুদ্দীন পাটওয়ারী। তিনি বলেন, ‘আমরা আরও বৈঠক করব যে কীভাবে একটি সুন্দর প্রক্রিয়ায় গুছিয়ে রিটটা করা যায়। যাতে এ ধরনের রিটকে খারিজ বা বাদ দেওয়ার যে পরিস্থিতির মধ্য দিয়ে যাচ্ছে, এই পরিস্থিতিতে আমাদের না পড়তে হয়।’