পুঁজিবাজার ডেস্ক : ঢাকা স্টক এক্সচেঞ্জে (ডিএসই) সার্বিক পুঁজিবাজারে বড় উত্থান হয়েছে। এর ফলে সাপ্তাহিক রিটার্নে দর বেড়েছে সব খাতেই। অর্থাৎ ২০ খাতেই দর বেড়েছে। সূত্র জানায়, আলোচ্য সপ্তাহে সবচেয়ে বেশি দর কমেছে বিবিধ খাতে। এই খাতে ৯ শতাংশ দর বেড়েছে। সেবা খাতে ৮.৯ শতাংশ দর বেড়ে তালিকার দ্বিতীয় স্থানে রয়েছে। বস্ত্র খাতে ৮.৬ শতাংশ দর বেড়ে তালিকার তৃতীয় স্থানে রয়েছে। তালিকায় থাকা অন্য খাতগুলোর মধ্যে সিমেন্ট খাতে ৮.৩ শতাংশ, কাগজ খাতে ৭.৯ শতাংশ, ভ্রমণ খাতে ৬.৯ শতাংশ, আর্থিক খাতে ৬.৫ শতাংশ, সাধারণ বিমা খাতে ৬ শতাংশ, সিরামিক খাতে ৫.৮ শতাংশ, জীবন বীমা খাতে ৫.৩ শতাংশ, আইটি খাতে ৫.১ শতাংশ, প্রকৌশল খাতে ৪.৮ শতাংশ, ফার্মা খাতে ৪.৬ শতাংশ, ব্যাংক খাতে ৪.৩ শতাংশ, টেলিকমিউনিকেশন খাতে ৪.২ শতাংশ, পাট খাতে ৩.৯ শতাংশ, জ্বালানি-বিদ্যুৎ খাতে ৩.৫ শতাংশ, খাদ্য খাতে ৩.৪ শতাংশ, ট্যানারি খাতে ৩.১ শতাংশ, মিউচ্যুয়াল ফান্ড খাতে ২.৬ শতাংশ দর বেড়েছে
গেইনারের শীর্ষে মালেক স্পিনিং
ঢাকা স্টক এক্সচেঞ্জে (ডিএসই) টপটেন গেইনার বা দর বাড়ার শীর্ষে রয়েছে মালেক স্পিনিং মিলস লিমিটেড। সপ্তাহজুড়ে শেয়ারটির দর ৩২.৮৪ শতাংশ বেড়েছে। আলোচ্য সপ্তাহে শেয়ারটি সর্বমোট ১৪৭ কোটি ৯০ লাখ ৫৮ হাজার টাকা লেনদেন করে। যা গড়ে প্রতিদিন ২৯ কোটি ৫৮ লাখ ১১ হাজার টাকা। গেইনারের দ্বিতীয় স্থানে রয়েছে সোনারগাঁও টেক্সটাইল লিমিটেড। গত সপ্তাহে শেয়ারটির সর্বচ্চো দর বেড়েছে ২৭ দশমিক ৩৯ শতাংশ। সপ্তাহজুড়ে শেয়ারটি সর্বমোট ২৫ কোটি ৪২ লাখ ৮ হাজার টাকা লেনদেন করে। যা গড়ে প্রতিদিন ৫ কোটি ৮ লাখ ৪১ হাজার টাকা। ওরিয়ন ইনফিউশন লিমিটেড গেইনারের তৃতীয় স্থানে রয়েছে। সপ্তাহে শেয়ারটির সর্বচ্চো দর বেড়েছে ২৬ দশমিক ৩৬ শতাংশ। সপ্তাহজুড়ে শেয়ারটি সর্বমোট ২ হাজার ৮৬ কোটি ৩৪ লাখ ২২ হাজার টাকা লেনদেন করে। যা গড়ে প্রতিদিন ১৭ কোটি ২৬ লাখ ৮৪ হাজার টাকা। তালিকায় থাকা অন্য কোম্পানিগুলো হচ্ছে- মোজাফফর হোসেন স্পিনিং মিলস, সিমটেক্স ইন্ডাস্ট্রিজ, ইউনিয়ন ক্যাপিটাল, গ্লোবাল হেভি কেমিক্যল, অলিম্পিক ইন্ডাস্ট্রিজ, ফ্যাস ফিন্যান্স ও হাওয়া ওয়েল টেক্সটাইল লিমিটেড।
লেনদেনের শীর্ষে বেক্সিমকো
ঢাকা স্টক এক্সচেঞ্জে (ডিএসই) লেনদেনের শীর্ষস্থান দখল করেছে বেক্সিমকো লিমিটেড। সপ্তাহজুড়ে কোম্পানিটির ৩৬৩ কোটি ৬০ লাখ ৫ হাজার টাকার শেয়ার লেনদেন হয়েছে। ঢাকা স্টক এক্সচেঞ্জের (ডিএসই) সপ্তাহিক বাজার পর্যালোচনা করে এ তথ্য জানা গেছে। আলোচ্য সপ্তাহে কোম্পানিটি ২ কোটি ৯৪ লাখ ৬৬ হাজার ৪০৩টি শেয়ার হাতবদল করেছে। তালিকার দ্বিতীয় স্থানে রয়েছে ফরচুন সুজ লিমিটেড। কোম্পানিটির ২ কোটি ৪৫ লাখ ১৩ হাজার ১৮১টি শেয়ার লেনদেন হয়েছে। যার বাজার মূল্য ১৯৫ কোটি ৭৫ লাখ টাকা। লেনদেন তালিকার তৃতীয় স্থানে রয়েছে সোনালী পেপার অ্যান্ড বোর্ড মিলস লিমিটেড। কোম্পানিটির ২৩ লাখ ৫৪ হাজার ৮৫১টি শেয়ার লেনদেন হয়েছে। যার বাজার মূল্য ১৫১ কোটি ৭৯ লাখ ৫১ হাজার টাকা। বিদায়ী সপ্তাহে লেনদেনের তালিকায় থাকা অন্য কোম্পানিগুলো হচ্ছে- মালেক স্পিনিং মিলস, ডেল্টা লাইফ ইন্স্যুরেন্স, ইন্ট্রাকো রিফুয়েলিং স্টেশন, আইপিডিসি ফিন্যান্স, ওরিয়ন ইনফিউশন, মতিন স্পিনিং মিলস, কেডিএস অ্যাক্সেসরিজ লিমিটেড।
খাতভিত্তিক লেনদেনের শীর্ষে বস্ত্র খাত
ঢাকা স্টক এক্সচেঞ্জে (ডিএসই) খাতভিত্তিক লেনদেনের শীর্ষে রয়েছে বস্ত্র খাত। গত সপ্তাহে ডিএসইতে মোট লেনদেনের ২৪.৫ শতাংশ অবদান রয়েছে এই খাতে। সূত্র জানায়, আলোচ্য সপ্তাহে বিবিধ খাতে ১১.৪ শতাংশ লেনদেন করে তালিকার দ্বিতীয় স্থানে রয়েছে। ফার্মা খাতে ১০.১ শতাংশ লেনদেন করে তালিকার তৃতীয় স্থানে রয়েছে। তালিকায় থাকা অন্য খাতগুলোর মধ্যে প্রকৌশল খাতে ৬.৭ শতাংশ, জ্বালানি-বিদ্যুৎ খাতে ৫.৫ শতাংশ, খাদ্য খাতে ৫.৩ শতাংশ, ব্যাংক ও আর্থিক খাতে ৪.৫ শতাংশ, ট্যানারি খাতে ৪.৪ শতাংশ, সাধারণ বিমা খাতে ৪ শতাংশ, কাগজ ও জীবন বীমা খাতে ৩.৯ শতাংশ, আইটি খাতে ২.৬ শতাংশ, সিরামিক খাতে ২.৫ শতাংশ, সিমেন্ট ও টেলিকম খাতে ১.৪ শতাংশ, সেবা-আবাসন খাতে ১.৩ শতাংশ, মিউচ্যুয়াল ফান্ড ও ভ্রমণ খাতে ১ শতাংশ লেনদেন হয়েছে।
লেনদেনের শীর্ষে বেক্সিমকো
ঢাকা স্টক এক্সচেঞ্জে (ডিএসই) লেনদেনের শীর্ষস্থান দখল করেছে বেক্সিমকো লিমিটেড। সপ্তাহজুড়ে কোম্পানিটির ৩৬৩ কোটি ৬০ লাখ ৫ হাজার টাকার শেয়ার লেনদেন হয়েছে। আলোচ্য সপ্তাহে কোম্পানিটি ২ কোটি ৯৪ লাখ ৬৬ হাজার ৪০৩টি শেয়ার হাতবদল করেছে। তালিকার দ্বিতীয় স্থানে রয়েছে ফরচুন সুজ লিমিটেড। কোম্পানিটির ২ কোটি ৪৫ লাখ ১৩ হাজার ১৮১টি শেয়ার লেনদেন হয়েছে। যার বাজার মূল্য ১৯৫ কোটি ৭৫ লাখ টাকা। সোনালী পেপার অ্যান্ড বোর্ড মিলস লিমিটেড তালিকার তৃতীয় স্থানে রয়েছে। কোম্পানিটির ২৩ লাখ ৫৪ হাজার ৮৫১টি শেয়ার লেনদেন হয়েছে। যার বাজার মূল্য ১৫১ কোটি ৭৯ লাখ ৫১ হাজার টাকা। লেনদেনের তালিকায় থাকা অন্য কোম্পানিগুলো হচ্ছে- মালেক স্পিনিং মিলস, ডেল্টা লাইফ ইন্স্যুরেন্স, ইন্ট্রাকো রিফুয়েলিং স্টেশন, আইপিডিসি ফিন্যান্স, ওরিয়ন ইনফিউশন, মতিন স্পিনিং মিলস, কেডিএস অ্যাক্সেসরিজ লিমিটেড। –
রিটার্নে দর বেড়েছে সব খাতে
ট্যাগস :
জনপ্রিয় সংবাদ