সৈয়দ আমিনুল ইসলাম : আমার এক আত্মীয়ের বাসায় যাওয়ার পথে চোখে পড়ে একটি শিশু রিকশা চালাচ্ছে। এগিয়ে গিয়ে তার সঙ্গে কথা বলি। নাম জানতে চাইলে সে একটা একটা হাসি দিয়ে বলে ‘আমার নাম হৃদয়’। তার বয়স ১১ কিংবা ১২। পাঁচ ভাই-বোনের মধ্যে সে চতুর্থ। হৃদয় তার পরিবারের সঙ্গে থাকে ব্রাহ্মণবাড়িয়া সদর উপজেলার খৈয়াসার এলাকায়। তার বাবা ঝালমুড়ি বিক্রি করেন আর মা গৃহকর্মী হিসেবে অন্যের বাসায় কাজ করেন। বড় একটি পরিবারে মা ও বাবার উপার্জনে সংসার চালানো কষ্ট তাই কাজে নেমেছে সে। এই অল্প বয়সেই রিকশা চালানোর মতো কঠিন একটি কাজ বেছে নিয়েছে। রোজ তার উপার্জন হয় ৪০০ থেকে ৫০০ টাকা। হৃদয় জানায় সে স্কুলে যায় না, শুধু কাজই করে। ঠিক কোন কারণে সে স্কুলে যায় না সেটা জিজ্ঞেস করলে নিরব ছিল সে। প্রতিবেদকের বয়স: ১৬। জেলা: ব্রাহ্মণবাড়িয়া।
সৌজন্যে : বিডিনিউজের শিশু সাংবাদিকতা বিষয়ক বিভাগ ‘হ্যালো’।
রিকশা চালক শিশু!
ট্যাগস :
জনপ্রিয় সংবাদ