বিনোদন প্রতিবেদক: প্রেক্ষাগৃহে গেল মাসে মুক্তি পাওয়া পরিচালক অমিতাভ রেজা চৌধুরীর ‘রিকশা গার্ল’ সিনেমাটির বিশেষ প্রদর্শনীর আয়োজন করা হয়েছে। যেখানে বিশেষ অতিথি হিসেবে থাকবেন শতাধিক রিকশাচালক, আরো থাকছেন সিনেমার অভিনয়শিল্পী ও কলাকুশলীরা মঙ্গলবার কেরানীগঞ্জের জয় সিনেমাসের ‘লায়ন শপার্স ওয়ার্ল্ডে’ বিকেল ৪টায় এই বিশেষ প্রদর্শনীর আয়োজন করা হয়েছে বলে নির্মাতা অমিতাভ রেজা চৌধুরী জানিয়েছেন। এক ভিডিও বার্তায় তিনি বলেন, “আমি খুব আনন্দিত, রিকশাগার্ল সিনেমাটি বাংলাদেশের মানুষ দেখেছেন, যারা দেখেছেন সবাই জানিয়েছেন সিনেমাটি তাদের ভালো লেগেছে। আমাদের পরিকল্পনা ছিল বাংলাদেশের রিকশা শ্রমিকদের সিনেমাটি দেখানো যায় কী না। তাদের জন্য আমরা একটা বিশেষ প্রদর্শনীর আয়োজন করছি।“ সিনেমায় রিকশা গার্লের কেন্দ্রীয় চরিত্রে অভিনয় করেছেন নভেরা রহমান। গুরুত্বপূর্ণ একটি চরিত্রে অভিনয় করেছেন অভিনেত্রী গুলশান আরা আক্তার চম্পা।
নাঈমা নামের এক তরুণীর জীবনযুদ্ধ ঘিরে আবর্তিত হয়েছে সিনেমার গল্প। যেখানে দেখা যাবে শিল্পীমনা নাঈমা ছবি আঁকতে পছন্দ করেন। হঠাৎ করে তাদের সংসারের একমাত্র উপার্জনক্ষম মানুষ তার বাবা অসুস্থ হয়ে পড়লে স্রোতের প্রতিকূলে লড়াই শুরু হয় নাঈমার। ছবি এঁকে যথেষ্ঠ উপার্জন হয় না বলে উপায়ন্তর না দেখে রিকশা নিয়ে রাস্তায় বের হন নাঈমা। পুরুষের ছদ্মবেশে অসুস্থ বাবার রিকশা চালাতে শুরু করে নানা ধরনের সমস্যার মধ্যে পড়তে হয় তাকে। নাইমার এই সংগ্রামের আশ্রয়স্থল হয়ে ওঠে অভিনেত্রী চম্পার গ্যারেজ। এভাবেই এগিয়ে যায় সিনেমার গল্প। ‘রিকশা গার্ল’ সিনেমার অভিনেত্রী নভেরা গ্লিটজকে বলেছিলেন, “সিনেমার শুটিং চলাকালে আমি অনেক রিকশা চালকের সহায়তা পেয়েছি। তারা অজান্তেই আমাকে সাহায্য করেছেন। সিনেমা মুক্তির পরই একটা পরিকল্পনা বা আমার ইচ্ছে ছিল সিনেমাটি রিকশা চালকরা দেখুক। “এটি বাস্তবে রূপ লাভ করতে যাচ্ছে সেটা খুব ভালো লাগছে। তাদের সঙ্গে আনন্দ ভাগাভাগি করব, শো শেষে কথা বলব, তাদের মতামত শুনব। সব কিছু মিলিয়ে আমি দারুণ এক্সসাইটেড।”
এদিকে, আর দুদিন পরেই ওটিটিতে মুক্তি পাচ্ছে সিনেমাটি। বঙ্গতে বুধবার থেকে দেখা যাবে রিকশাগার্ল। নভেরা রহমান ছাড়াও সিনেমায় আরো রয়েছেন মোমেনা চৌধুরী, নরেশ ভূঁইয়া, অ্যালেন শুভ্রসহ অনেকে। সিনেমার ডিজিটাল পার্টনার ওটিটি প্লাটফর্ম বঙ্গ। বিশ্বের ৩০টিরও বেশি দেশের আন্তর্জাতিক চলচ্চিত্র উৎসব ঘুরেছে সিনেমা ‘রিকশা গার্ল’। যুক্তরাষ্ট্রের লেখক মিতালি পারকিন্সের উপন্যাস থেকে নির্মিত হয়েছে এই সিনেমা।