নিজস্ব প্রতিবেদক : সরকারের পরাজিত করতে সব শ্রেণি-পেশার মানুষকে ঐক্যবদ্ধ হয়ে রাস্তায় নামা ছাড়া কোনো উপায় দেখছেন না বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। গতকাল রোববার দুপুরে জাতীয় প্রেসক্লাবে সদ্য প্রয়াত জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের সাবেক ভাইস চ্যান্সেলর ও শত নাগরিক জাতীয় কমিটির যুগ্ম আহ্বায়ক প্রফেসর ড. মুস্তাহিদুর রহমানের স্মরণসভায় তিনি এই কথা বলেন।
মির্জা ফখরুল অনুষ্ঠানে আগত অতিথিদের উদ্দেশে বলেন, ‘আমাদের আর বসে থাকার সুযোগ নেই। রাস্তায় নামতে হবে। এছাড়া উপায় নেই। আমরা যারা বিভিন্ন রাজনৈতিক দলের কর্মীরা আছি আমাদের পাশাপাশি আপনারা যারা বিভিন্ন পেশার আছেন সবাই কিন্তু আক্রান্ত হচ্ছি। কেউ কিন্তু বাদ পড়ছেন না। তাই সবাইকে কিন্তু নেমে আসতে হবে।’
সরকারকে দেশবিরোধী আখ্যা দিয়ে ফখরুল বলেন, ‘এরা এখন দেশবিরোধী শক্তিতে পরিণত হয়েছে। তাই এদের পরাজিত করতে হলে সবাইকে ঐক্যবদ্ধ হতে হবে। ঐক্যবদ্ধভাবে রাস্তায় নেমে এদের পরাজিত করতে হবে।’
এসময় তিনি অভিযোগ করেন, ‘ঢাকা বিশ্ববিদ্যালয়ে কোনো কারণ ছাড়াই ছাত্রদলের মিছিলে আওয়ামী লীগ হামলা চালিয়েছে।’ ছাত্রদল কেন্দ্রীয় সংসদের সাংগঠনিক সম্পাদক সাইফ মাহমুদ জুয়েল ও সহ-সাংগঠনিক সম্পাদক মশিউর রহমান রনিকে গ্রেপ্তারের প্রতিবাদে ও তাদের মুক্তির দাবিতে পূর্বঘোষিত কর্মসূচি পালনকালে ঢাকা বিশ্ববিদ্যালয়ে ছাত্রদলের মিছিলে ছাত্রলীগের নেতাকর্মীরা হামলা করেছেন বলে অভিযোগ করেছেন ঢাকা বিশ্ববিদ্যালয় শাখার ছাত্রদল সভাপতি রাকিবুল ইসলাম রাকিব। এতে ছাত্রদলের ১০ জন নেতাকর্মী গুরুতর আহত হয়েছেন বলেও দাবি করেন তিনি। যদিও হামলার অভিযোগ অস্বীকার করেছে ছাত্রলীগ।
রাস্তায় নামা ছাড়া উপায় দেখছেন না ফখরুল
ট্যাগস :
জনপ্রিয় সংবাদ