ঢাকা ০৯:৫১ পূর্বাহ্ন, বুধবার, ৩০ জুলাই ২০২৫

রাস্তায় মশারি টাঙিয়ে ডেঙ্গু পরিস্থিতির প্রতিবাদ

  • আপডেট সময় : ০৯:৫২:৪৯ পূর্বাহ্ন, শনিবার, ৫ নভেম্বর ২০২২
  • ৮৫ বার পড়া হয়েছে

নিজস্ব প্রতিবেদক : দেশে প্রতিদিন ডেঙ্গু রোগীর সংখ্যা বাড়ছে। এ রোগে চলতি বছরে (শুক্রবার পর্যন্ত) সারাদেশে ১৬২ জনের মৃত্যু হয়েছে। আক্রান্তের সংখ্যা ৪১ হাজার ৪৮১। ডেঙ্গু নিয়ন্ত্রণে সংশ্লিষ্ট কর্তৃপক্ষের উদাসীনতার বিরুদ্ধে রাজধানীর রাস্তায় মশারি টানিয়ে প্রতীকী প্রতিবাদ জানিয়েছেন সচেতন নাগরিকদের একাংশ।
গতকাল শুক্রবার দুপুরে জাতীয় প্রেসক্লাবের সামনের ফুটপাতে ‘নতুনধারা বাংলাদেশ’ নামে একটি সংগঠনের ব্যানারে এই ‘মশারি প্রতিবাদ’ কর্মসূচি পালন করা হয়।
সমাবেশে সংগঠনটির চেয়ারম্যান মোমিন মেহেদী বলেন, ড্রেনেজ ব্যবস্থা, পয়ঃনিষ্কাশন, ডাস্টবিনসহ যেসব জায়গায় এডিসের লার্ভা সৃষ্টি হয়, সেসব জায়গায় পরিষ্কার-পরিচ্ছন্নতা নিশ্চিত করতে হবে। এসব স্থানে নিয়মিত মশক নিধন স্প্রে বা ফগিং করতে হবে। মোমিন মেহেদী বলেন, এমন অনেক এলাকা আছে, যেখানে ডেঙ্গু আক্রান্ত রোগীর চিকিৎসা পাওয়ার কোনো সুবিধাই নেই। বিশেষ করে উপজেলাগুলোতে একজন চিকিৎসকের বিপরীতে ৫০ থেকে ৬০ হাজার রোগী থাকে। এই সামাজিক সংগঠক বলেন, ডেঙ্গু নিয়ে স্বাস্থ্য মন্ত্রণালয়সহ সংশ্লিষ্টদের উচিত সমস্যা সমাধানের মাধ্যমে সাধারণ মানুষের চিকিৎসাধিকার রক্ষা করা। তা না হলে, আমরা স্বাস্থ্য মন্ত্রণালয়সহ সংশ্লিষ্ট সব দপ্তর ও উপদপ্তর ক্রমানুসারে ঘেরাও কর্মসূচি গ্রহণ করব।
এ ছাড়া ‘মশারি প্রতিবাদ’ সমাবেশে চিকিৎসা নিশ্চিতে স্বাস্থ্য মন্ত্রণালয়ে বিশেষ সেবা চালু করা, ডেঙ্গু রোগীদের জন্য হাসপাতাল স্থাপন, বাংলাদেশ টেলিভিশন-বেতারসহ সামাজিক যোগাযোগমাধ্যমে জনগণকে সচেতন করতে ব্যবস্থা নেওয়ার জন্য সিটি করপোরেশন মেয়র, সচিব ও মন্ত্রীদের প্রতি আহ্বান জানানো হয়।

ট্যাগস :

যোগাযোগ

সম্পাদক : ডা. মোঃ আহসানুল কবির, প্রকাশক : শেখ তানভীর আহমেদ কর্তৃক ন্যাশনাল প্রিন্টিং প্রেস, ১৬৭ ইনার সার্কুলার রোড, মতিঝিল থেকে মুদ্রিত ও ৫৬ এ এইচ টাওয়ার (৯ম তলা), রোড নং-২, সেক্টর নং-৩, উত্তরা মডেল টাউন, ঢাকা-১২৩০ থেকে প্রকাশিত। ফোন-৪৮৯৫৬৯৩০, ৪৮৯৫৬৯৩১, ফ্যাক্স : ৮৮-০২-৭৯১৪৩০৮, ই-মেইল : [email protected]
আপলোডকারীর তথ্য

গভীর সংস্কার না করলে স্বৈরাচার ফিরে আসবে

রাস্তায় মশারি টাঙিয়ে ডেঙ্গু পরিস্থিতির প্রতিবাদ

আপডেট সময় : ০৯:৫২:৪৯ পূর্বাহ্ন, শনিবার, ৫ নভেম্বর ২০২২

নিজস্ব প্রতিবেদক : দেশে প্রতিদিন ডেঙ্গু রোগীর সংখ্যা বাড়ছে। এ রোগে চলতি বছরে (শুক্রবার পর্যন্ত) সারাদেশে ১৬২ জনের মৃত্যু হয়েছে। আক্রান্তের সংখ্যা ৪১ হাজার ৪৮১। ডেঙ্গু নিয়ন্ত্রণে সংশ্লিষ্ট কর্তৃপক্ষের উদাসীনতার বিরুদ্ধে রাজধানীর রাস্তায় মশারি টানিয়ে প্রতীকী প্রতিবাদ জানিয়েছেন সচেতন নাগরিকদের একাংশ।
গতকাল শুক্রবার দুপুরে জাতীয় প্রেসক্লাবের সামনের ফুটপাতে ‘নতুনধারা বাংলাদেশ’ নামে একটি সংগঠনের ব্যানারে এই ‘মশারি প্রতিবাদ’ কর্মসূচি পালন করা হয়।
সমাবেশে সংগঠনটির চেয়ারম্যান মোমিন মেহেদী বলেন, ড্রেনেজ ব্যবস্থা, পয়ঃনিষ্কাশন, ডাস্টবিনসহ যেসব জায়গায় এডিসের লার্ভা সৃষ্টি হয়, সেসব জায়গায় পরিষ্কার-পরিচ্ছন্নতা নিশ্চিত করতে হবে। এসব স্থানে নিয়মিত মশক নিধন স্প্রে বা ফগিং করতে হবে। মোমিন মেহেদী বলেন, এমন অনেক এলাকা আছে, যেখানে ডেঙ্গু আক্রান্ত রোগীর চিকিৎসা পাওয়ার কোনো সুবিধাই নেই। বিশেষ করে উপজেলাগুলোতে একজন চিকিৎসকের বিপরীতে ৫০ থেকে ৬০ হাজার রোগী থাকে। এই সামাজিক সংগঠক বলেন, ডেঙ্গু নিয়ে স্বাস্থ্য মন্ত্রণালয়সহ সংশ্লিষ্টদের উচিত সমস্যা সমাধানের মাধ্যমে সাধারণ মানুষের চিকিৎসাধিকার রক্ষা করা। তা না হলে, আমরা স্বাস্থ্য মন্ত্রণালয়সহ সংশ্লিষ্ট সব দপ্তর ও উপদপ্তর ক্রমানুসারে ঘেরাও কর্মসূচি গ্রহণ করব।
এ ছাড়া ‘মশারি প্রতিবাদ’ সমাবেশে চিকিৎসা নিশ্চিতে স্বাস্থ্য মন্ত্রণালয়ে বিশেষ সেবা চালু করা, ডেঙ্গু রোগীদের জন্য হাসপাতাল স্থাপন, বাংলাদেশ টেলিভিশন-বেতারসহ সামাজিক যোগাযোগমাধ্যমে জনগণকে সচেতন করতে ব্যবস্থা নেওয়ার জন্য সিটি করপোরেশন মেয়র, সচিব ও মন্ত্রীদের প্রতি আহ্বান জানানো হয়।