ঢাকা ০২:১৫ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ১৮ সেপ্টেম্বর ২০২৫

রাষ্ট্রের চরিত্র ধ্বংস করে দিয়েছে ফ্যাসিবাদী সরকার: নিতাই রায়

  • আপডেট সময় : ০৭:৫০:০০ অপরাহ্ন, মঙ্গলবার, ২৪ ডিসেম্বর ২০২৪
  • ৮৩ বার পড়া হয়েছে

নিজস্ব প্রতিবেদক : দেশের জনসংখ্যাকে জনসম্পদে রূপান্তর করতে মানবসম্পদ উন্নয়ন মন্ত্রণালয় প্রয়োজন বলে মন্তব্য করে বিএনপির ভাইস চেয়ারম্যান এবং সাবেক শিক্ষামন্ত্রী অ্যাডভোকেট নিতাই রায় চৌধুরী বলেছেন, আমরা শিক্ষা ব্যবস্থার পরিবর্তন নয়, রূপান্তর চাই। গত ১৬ বছর বিগত সরকার দেশের সবকিছুকে ধ্বংস করেছে। গোটা রাষ্ট্রের চরিত্র ধ্বংস করে দিয়েছে। সব রাষ্ট্রীয় এবং সাংবিধানিক প্রতিষ্ঠানকে দূষিত করেছে। সবচেয়ে বড় যে ক্ষতি করেছে তা হচ্ছে দেশের শিক্ষা ব্যবস্থাকে। গতকাল মঙ্গলবার (২৪ ডিসেম্বর) জাতীয় প্রেসক্লাবের আবদুস সালাম হলে বাংলাদেশ শিক্ষা পর্যবেক্ষক ফোরাম আয়োজিত ‘শিক্ষার টেকসই উন্নয়ন, প্রসার ও কর্মমুখীকরণে বিএনপির ভূমিকা’ শীর্ষক আলোচনা সভায় তিনি এসব কথা বলেন। অ্যাডভোকেট নিতাই রায় চৌধুরী বলেন, আগামী সরকার বিএনপিই গঠন করবে এবং সব সমস্যার সমাধান করবে।

বিএনপির ভারপ্রাপ্ত মহাসচিব তারেক রহমান নতুন বাংলাদেশের স্বপ্ন দেখেন। তার হাত ধরে সব ক্ষেত্রে পরিবর্তন আসবে। তিনি আরও বলেন, বাংলাদেশকে সোনার বাংলা বলা হতো। কিন্তু ব্যর্থ ফ্যাসিবাদী সরকারের ব্যর্থতার কারণে আজ আমাদের এ হাল। বাংলাদেশ শিক্ষা পর্যবেক্ষক ফোরামের চেয়ারম্যান অধ্যক্ষ আবু সাঈদ পলাশের সভাপতিত্বে এবং ভারপ্রাপ্ত মহাসচিব অধ্যাপিকা শামীমা ইয়াসমিনের সঞ্চালনায় আলোচনা সভায় আরো উপস্থিত ছিলেন সাবেক শিক্ষা প্রতিমন্ত্রী এবং ইআরআই চেয়ারম্যান ড. আ ন ম এহসানুল হক মিলন, বিএনপির জাতীয় নির্বাহী কমিটির সহ-সাংগাঠনিক সম্পাদক অ্যাড. শাহ্ মো. ওয়ারেছ আলী মামুন, বিএনপি জাতীয় নির্বাহী কমিটির সহ-সভাপতি নাজমুন নাহার বেবী ও জাতীয় বিশ্ববিদ্যালয় আইনজীবী সমিতির সাধারণ সম্পাদক অ্যাডভোকেট আসাদুজ্জামান খান।

ট্যাগস :

যোগাযোগ

সম্পাদক : ডা. মোঃ আহসানুল কবির, প্রকাশক : শেখ তানভীর আহমেদ কর্তৃক ন্যাশনাল প্রিন্টিং প্রেস, ১৬৭ ইনার সার্কুলার রোড, মতিঝিল থেকে মুদ্রিত ও ৫৬ এ এইচ টাওয়ার (৯ম তলা), রোড নং-২, সেক্টর নং-৩, উত্তরা মডেল টাউন, ঢাকা-১২৩০ থেকে প্রকাশিত। ফোন-৪৮৯৫৬৯৩০, ৪৮৯৫৬৯৩১, ফ্যাক্স : ৮৮-০২-৭৯১৪৩০৮, ই-মেইল : [email protected]
আপলোডকারীর তথ্য

এবার ‘কাকতাড়ুয়া দহন’ কর্মসূচি ঘোষণা করলেন কারিগরির শিক্ষার্থীরা

রাষ্ট্রের চরিত্র ধ্বংস করে দিয়েছে ফ্যাসিবাদী সরকার: নিতাই রায়

আপডেট সময় : ০৭:৫০:০০ অপরাহ্ন, মঙ্গলবার, ২৪ ডিসেম্বর ২০২৪

নিজস্ব প্রতিবেদক : দেশের জনসংখ্যাকে জনসম্পদে রূপান্তর করতে মানবসম্পদ উন্নয়ন মন্ত্রণালয় প্রয়োজন বলে মন্তব্য করে বিএনপির ভাইস চেয়ারম্যান এবং সাবেক শিক্ষামন্ত্রী অ্যাডভোকেট নিতাই রায় চৌধুরী বলেছেন, আমরা শিক্ষা ব্যবস্থার পরিবর্তন নয়, রূপান্তর চাই। গত ১৬ বছর বিগত সরকার দেশের সবকিছুকে ধ্বংস করেছে। গোটা রাষ্ট্রের চরিত্র ধ্বংস করে দিয়েছে। সব রাষ্ট্রীয় এবং সাংবিধানিক প্রতিষ্ঠানকে দূষিত করেছে। সবচেয়ে বড় যে ক্ষতি করেছে তা হচ্ছে দেশের শিক্ষা ব্যবস্থাকে। গতকাল মঙ্গলবার (২৪ ডিসেম্বর) জাতীয় প্রেসক্লাবের আবদুস সালাম হলে বাংলাদেশ শিক্ষা পর্যবেক্ষক ফোরাম আয়োজিত ‘শিক্ষার টেকসই উন্নয়ন, প্রসার ও কর্মমুখীকরণে বিএনপির ভূমিকা’ শীর্ষক আলোচনা সভায় তিনি এসব কথা বলেন। অ্যাডভোকেট নিতাই রায় চৌধুরী বলেন, আগামী সরকার বিএনপিই গঠন করবে এবং সব সমস্যার সমাধান করবে।

বিএনপির ভারপ্রাপ্ত মহাসচিব তারেক রহমান নতুন বাংলাদেশের স্বপ্ন দেখেন। তার হাত ধরে সব ক্ষেত্রে পরিবর্তন আসবে। তিনি আরও বলেন, বাংলাদেশকে সোনার বাংলা বলা হতো। কিন্তু ব্যর্থ ফ্যাসিবাদী সরকারের ব্যর্থতার কারণে আজ আমাদের এ হাল। বাংলাদেশ শিক্ষা পর্যবেক্ষক ফোরামের চেয়ারম্যান অধ্যক্ষ আবু সাঈদ পলাশের সভাপতিত্বে এবং ভারপ্রাপ্ত মহাসচিব অধ্যাপিকা শামীমা ইয়াসমিনের সঞ্চালনায় আলোচনা সভায় আরো উপস্থিত ছিলেন সাবেক শিক্ষা প্রতিমন্ত্রী এবং ইআরআই চেয়ারম্যান ড. আ ন ম এহসানুল হক মিলন, বিএনপির জাতীয় নির্বাহী কমিটির সহ-সাংগাঠনিক সম্পাদক অ্যাড. শাহ্ মো. ওয়ারেছ আলী মামুন, বিএনপি জাতীয় নির্বাহী কমিটির সহ-সভাপতি নাজমুন নাহার বেবী ও জাতীয় বিশ্ববিদ্যালয় আইনজীবী সমিতির সাধারণ সম্পাদক অ্যাডভোকেট আসাদুজ্জামান খান।