নিজস্ব প্রতিবেদক: রাষ্ট্রপতি মো. সাহাবুদ্দিনের ব্যক্তিগত ভেরিফায়েড ফেইসবুক অ্যাকাউন্টটি হ্যাকিংয়ের শিকার হয়েছে।
মঙ্গলবার (২ ডিসেম্বর) সন্ধ্যায় রাষ্ট্রপতির ব্যক্তিগত ওই অ্যাকাউন্ট থেকে এক পোস্টে হ্যাকিংশের শিকার হওয়ার বিষয়টি জানানো হয়।
বিষয়টি নিশ্চিত করা হয় বঙ্গভবন থেকেও। পরে অ্যাকাউন্টটি উদ্ধার করার কথা জানানো হয়।
রাষ্ট্রপতির একান্ত সহকারী সচিব মো. সাগর হোসেন গণমাধ্যমকে বলেন, “রাষ্ট্রপতি মহোদয়ের ভেরিফায়েড ফেইসবুক পেইজটি হ্যাকড হয়েছে । বিভ্রান্ত না হওয়ার অনুরোধ।”
সাগর হোসেন বলেন, “হ্যাকড হয়ে অ্যাকাউন্টটি কয়েক মিনিট নিয়ন্ত্রণের বাইরে ছিল। পরে বিটিআরসি এবং তথ্য ও যোগাযোগ প্রযুক্তি মন্ত্রণালয়ের সঙ্গে যোগাযোগ করে সেটি উদ্ধার করা হয়।”
ওআ/আপ্র/০২/১২/২০২৫




















