ঢাকা ১০:৫১ পূর্বাহ্ন, শুক্রবার, ২৩ মে ২০২৫

রাষ্ট্রপতির সংলাপে যাবে ন্যাপ, প্রস্তাব করবে না কারও নাম

  • আপডেট সময় : ১০:০১:০৭ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ৬ জানুয়ারী ২০২২
  • ৬৭ বার পড়া হয়েছে

নিজস্ব প্রতিবেদক : সার্চ কমিটির জন্য কারও নাম প্রস্তাব না করলেও নতুন নির্বাচন কমিশন গঠনের লক্ষে রাষ্ট্রপতি মো. আবদুল হামিদের সঙ্গে সংলাপে যাবে বাংলাদেশ ন্যাশনাল আওয়ামী পার্টি-বাংলাদেশ ন্যাপ।

বাংলাদেশ ন্যাপ চেয়ারম্যান জেবেল রহমান গানি’র নেতৃত্বে সংলাপে অংশ নেবেন দলটির শীর্ষ নেতারা। বৃহস্পতিবার গুলশানের দলীয় চেয়ারম্যানের কার্যালয়ে অনুষ্ঠিত সভায় এ সিদ্ধান্ত নেওয়া হয় বলে জানিয়েছেন ন্যাপের মহাসচিব গোলাম মোস্তফা ভুঁইয়া।

নতুন নির্বাচন কমিশন গঠনের লক্ষে রাষ্ট্রপতি মো. আবদুল হামিদের সঙ্গে বাংলাদেশ ন্যাশনাল আওয়ামী পার্টি-বাংলাদেশ ন্যাপ’র সংলাপ ১১ জানুয়ারি (মঙ্গলবার) সন্ধ্যা ৭টায় অনুষ্ঠিত হবে। সভায় সিদ্ধান্ত হয় যে, সংলাপে অংশগ্রহণ করলেও সার্চ কমিটির জন্য কোনও নাম প্রস্তাব করবে না দলটি।

সভায় অভিমত প্রকাশ করা হয়-সম্পূর্ণ নির্বাচনী ব্যবস্থা ভেঙে গেছে। নির্বাচনের বিষয়ে জনমনে অনাস্থা সৃষ্টি হয়েছে। সার্চ কমিটি গঠন করে নির্বাচন কমিশন করলেও আদতে এতে জনআস্থা ফিরবে না। সেই প্রেক্ষিতে নির্বাচনী ব্যবস্থার ওপর আস্থা ফিরিয়ে আনার জন্য দলের পক্ষ থেকে বিভিন্ন প্রস্তাবনা তুলে ধরার সিদ্ধান্ত গ্রহণ করা হয়।

সভায় উপস্থিত ছিলেন দলের মহাসচিব এম. গোলাম মোস্তফা ভুইয়া, প্রেসিডিয়াম সদস্য সাদ্দাম হোসেন, ব্যারিস্টার মশিউর রহমান গানি, ভাইস চেয়ারম্যান স্বপন কুমার সাহা, যুগ্ম মহাসচিব মো. নুরুল আমান চৌধুরী, আতিকুর রহমান, কৃষক মো. মহসীন ভুইয়া, সাংগঠনিক সম্পাদক মো. কামাল ভুইয়া এবং মিতা রহমান প্রমুখ।

যোগাযোগ

সম্পাদক : ডা. মোঃ আহসানুল কবির, প্রকাশক : শেখ তানভীর আহমেদ কর্তৃক ন্যাশনাল প্রিন্টিং প্রেস, ১৬৭ ইনার সার্কুলার রোড, মতিঝিল থেকে মুদ্রিত ও ৫৬ এ এইচ টাওয়ার (৯ম তলা), রোড নং-২, সেক্টর নং-৩, উত্তরা মডেল টাউন, ঢাকা-১২৩০ থেকে প্রকাশিত। ফোন-৪৮৯৫৬৯৩০, ৪৮৯৫৬৯৩১, ফ্যাক্স : ৮৮-০২-৭৯১৪৩০৮, ই-মেইল : [email protected]
আপলোডকারীর তথ্য

রাষ্ট্রপতির সংলাপে যাবে ন্যাপ, প্রস্তাব করবে না কারও নাম

আপডেট সময় : ১০:০১:০৭ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ৬ জানুয়ারী ২০২২

নিজস্ব প্রতিবেদক : সার্চ কমিটির জন্য কারও নাম প্রস্তাব না করলেও নতুন নির্বাচন কমিশন গঠনের লক্ষে রাষ্ট্রপতি মো. আবদুল হামিদের সঙ্গে সংলাপে যাবে বাংলাদেশ ন্যাশনাল আওয়ামী পার্টি-বাংলাদেশ ন্যাপ।

বাংলাদেশ ন্যাপ চেয়ারম্যান জেবেল রহমান গানি’র নেতৃত্বে সংলাপে অংশ নেবেন দলটির শীর্ষ নেতারা। বৃহস্পতিবার গুলশানের দলীয় চেয়ারম্যানের কার্যালয়ে অনুষ্ঠিত সভায় এ সিদ্ধান্ত নেওয়া হয় বলে জানিয়েছেন ন্যাপের মহাসচিব গোলাম মোস্তফা ভুঁইয়া।

নতুন নির্বাচন কমিশন গঠনের লক্ষে রাষ্ট্রপতি মো. আবদুল হামিদের সঙ্গে বাংলাদেশ ন্যাশনাল আওয়ামী পার্টি-বাংলাদেশ ন্যাপ’র সংলাপ ১১ জানুয়ারি (মঙ্গলবার) সন্ধ্যা ৭টায় অনুষ্ঠিত হবে। সভায় সিদ্ধান্ত হয় যে, সংলাপে অংশগ্রহণ করলেও সার্চ কমিটির জন্য কোনও নাম প্রস্তাব করবে না দলটি।

সভায় অভিমত প্রকাশ করা হয়-সম্পূর্ণ নির্বাচনী ব্যবস্থা ভেঙে গেছে। নির্বাচনের বিষয়ে জনমনে অনাস্থা সৃষ্টি হয়েছে। সার্চ কমিটি গঠন করে নির্বাচন কমিশন করলেও আদতে এতে জনআস্থা ফিরবে না। সেই প্রেক্ষিতে নির্বাচনী ব্যবস্থার ওপর আস্থা ফিরিয়ে আনার জন্য দলের পক্ষ থেকে বিভিন্ন প্রস্তাবনা তুলে ধরার সিদ্ধান্ত গ্রহণ করা হয়।

সভায় উপস্থিত ছিলেন দলের মহাসচিব এম. গোলাম মোস্তফা ভুইয়া, প্রেসিডিয়াম সদস্য সাদ্দাম হোসেন, ব্যারিস্টার মশিউর রহমান গানি, ভাইস চেয়ারম্যান স্বপন কুমার সাহা, যুগ্ম মহাসচিব মো. নুরুল আমান চৌধুরী, আতিকুর রহমান, কৃষক মো. মহসীন ভুইয়া, সাংগঠনিক সম্পাদক মো. কামাল ভুইয়া এবং মিতা রহমান প্রমুখ।