ঢাকা ০৫:৩৭ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ১৫ মে ২০২৫

রাষ্ট্রপতির কাছে নির্বাচন কমিশন আইন প্রণয়নের দাবি জাতীয় পার্টির

  • আপডেট সময় : ০৩:১১:০৩ অপরাহ্ন, সোমবার, ২০ ডিসেম্বর ২০২১
  • ৮৮ বার পড়া হয়েছে

নিজস্ব প্রতিবেদক : নির্বাচন কমিশন গঠনের আগে এ–সংক্রান্ত আইন প্রণয়নের বিষয়ে রাষ্ট্রপতির কাছে প্রস্তাব দিয়েছে সংসদের প্রধান বিরোধী দল জাতীয় পার্টি। গতকাল সোমবার বিকেল চারটার দিকে রাষ্ট্রপতি মো. আবদুল হামিদের আমন্ত্রণে বঙ্গভবনে নির্বাচন কমিশন গঠন নিয়ে সংলাপে অংশ নেন দলটির নেতারা। সন্ধ্যা ছয়টার দিকে সংলাপ থেকে বের হয়ে জাতীয় পার্টির চেয়ারম্যান জি এম কাদের এ তথ্য জানিয়েছেন।
জি এম কাদের সাংবাদিকদের বলেন, সংবিধানে নির্বাচন কমিশন গঠনে আইন প্রণয়নের কথা বলা হয়েছে। কিন্তু আজও সে আইন প্রণয়ন করা হয়নি। এ জন্য কমিশন গঠনের আগে আইন প্রণয়নের প্রস্তাব জানিয়েছে জাতীয় পার্টি। তিনি আরও বলেন, আইন প্রণয়নের ক্ষেত্রে সংসদে তাঁরা সর্বাত্মক সহযোগিতা করতে রাজি আছেন।
রাষ্ট্রপতির কাছে আরও দুটি প্রস্তাব করা হয়েছে বলে জানান জাতীয় পার্টির চেয়ারম্যান। সেগুলো হলো সংসদে আইন প্রণয়ন করা না গেলে রাষ্ট্রপতির অধ্যাদেশের মাধ্যমে যেন আইনটি করা হয়। একান্ত যদি আইন প্রণয়ন না হয়, তাহলে সার্চ কমিটি গঠনের মাধ্যমে নির্বাচন কমিশন গঠন করা যেতে পারে। এ ক্ষেত্রে সুষ্ঠু নির্বাচন পরিচালনায় যোগ্য চার–পাঁচজনের নাম প্রস্তাব করা হয়েছে। রাষ্ট্রপতি কী বলছেন, সে বিষয়ে জানতে চাইলে জি এম কাদের বলেন, রাষ্ট্রপতি তাঁদের প্রস্তাব শুনে বিবেচনার আশ্বাস দিয়েছেন। সাক্ষাৎকালে জি এম কাদেরের সঙ্গে আরও উপস্থিত ছিলেন জাতীয় পার্টির মহাসচিব মুজিবুল হক, দলের নেতা আনিসুল ইসলাম মাহমুদ, রুহুল আমিন হাওলাদার, কাজী ফিরোজ রশীদ, মসিউর রহমান ও সৈয়দ আবু হোসেন।
আরও আট দলের সংলাপের দিনক্ষণ নির্ধারণ : একটি স্বাধীন, নিরপেক্ষ ও কার্যকর নির্বাচন কমিশন গঠনের লক্ষ্যে রাজনৈতিক দলগুলোর সঙ্গে সংলাপ শুরু করেছেন রাষ্ট্রপতি আবদুল হামিদ। প্রথম দল হিসেবে জাতীয় পার্টির সঙ্গে সোমবার সংলাপ অনুষ্ঠিত হয়েছে। ইতিমধ্যে আরও আটটি রাজনৈতিক দলের সঙ্গে সংলাপের দিনক্ষণ নির্ধারণ করেছে বঙ্গভবন।
গতকাল সোমবার নির্বাচন কমিশন থেকে পাওয়া তথ্য অনুযায়ী, ২২ ডিসেম্বর (বুধবার) বিকাল ৪টায় জাতীয় সমাজতান্ত্রিক দল (জাসদ), ২৬ ডিসেম্বর (রোববার) বিকাল ৪টায় বাংলাদেশ ন্যাশনাল আওয়ামী পার্টি, সন্ধ্যা ৬টায় বাংলাদেশ সমাজতান্ত্রিক দল (বাসদ) রাষ্ট্রপতির সঙ্গে বৈঠকে অংশ নেবে। ২৭ ডিসেম্বর (সোমবার) বিকাল ৪টায় বাংলাদেশ তরিকত ফেডারেশন, সন্ধ্যা ৬টায় খেলাফত মজলিস, ২৮ ডিসেম্বর (মঙ্গলবার) বিকাল ৪টায় বাংলাদেশের ওয়ার্কার্স পার্টি, ২৯ ডিসেম্বর (বুধবার) বিকাল ৪টায় বাংলাদেশ ন্যাশনালিস্ট ফ্রন্ট (বিএনএফ) ও সন্ধ্যা ৬টায় ইসলামী ঐক্যজোটের সঙ্গে বৈঠক অনুষ্ঠিত হবে।

ট্যাগস :

যোগাযোগ

সম্পাদক : ডা. মোঃ আহসানুল কবির, প্রকাশক : শেখ তানভীর আহমেদ কর্তৃক ন্যাশনাল প্রিন্টিং প্রেস, ১৬৭ ইনার সার্কুলার রোড, মতিঝিল থেকে মুদ্রিত ও ৫৬ এ এইচ টাওয়ার (৯ম তলা), রোড নং-২, সেক্টর নং-৩, উত্তরা মডেল টাউন, ঢাকা-১২৩০ থেকে প্রকাশিত। ফোন-৪৮৯৫৬৯৩০, ৪৮৯৫৬৯৩১, ফ্যাক্স : ৮৮-০২-৭৯১৪৩০৮, ই-মেইল : [email protected]
আপলোডকারীর তথ্য

রাষ্ট্রপতির কাছে নির্বাচন কমিশন আইন প্রণয়নের দাবি জাতীয় পার্টির

আপডেট সময় : ০৩:১১:০৩ অপরাহ্ন, সোমবার, ২০ ডিসেম্বর ২০২১

নিজস্ব প্রতিবেদক : নির্বাচন কমিশন গঠনের আগে এ–সংক্রান্ত আইন প্রণয়নের বিষয়ে রাষ্ট্রপতির কাছে প্রস্তাব দিয়েছে সংসদের প্রধান বিরোধী দল জাতীয় পার্টি। গতকাল সোমবার বিকেল চারটার দিকে রাষ্ট্রপতি মো. আবদুল হামিদের আমন্ত্রণে বঙ্গভবনে নির্বাচন কমিশন গঠন নিয়ে সংলাপে অংশ নেন দলটির নেতারা। সন্ধ্যা ছয়টার দিকে সংলাপ থেকে বের হয়ে জাতীয় পার্টির চেয়ারম্যান জি এম কাদের এ তথ্য জানিয়েছেন।
জি এম কাদের সাংবাদিকদের বলেন, সংবিধানে নির্বাচন কমিশন গঠনে আইন প্রণয়নের কথা বলা হয়েছে। কিন্তু আজও সে আইন প্রণয়ন করা হয়নি। এ জন্য কমিশন গঠনের আগে আইন প্রণয়নের প্রস্তাব জানিয়েছে জাতীয় পার্টি। তিনি আরও বলেন, আইন প্রণয়নের ক্ষেত্রে সংসদে তাঁরা সর্বাত্মক সহযোগিতা করতে রাজি আছেন।
রাষ্ট্রপতির কাছে আরও দুটি প্রস্তাব করা হয়েছে বলে জানান জাতীয় পার্টির চেয়ারম্যান। সেগুলো হলো সংসদে আইন প্রণয়ন করা না গেলে রাষ্ট্রপতির অধ্যাদেশের মাধ্যমে যেন আইনটি করা হয়। একান্ত যদি আইন প্রণয়ন না হয়, তাহলে সার্চ কমিটি গঠনের মাধ্যমে নির্বাচন কমিশন গঠন করা যেতে পারে। এ ক্ষেত্রে সুষ্ঠু নির্বাচন পরিচালনায় যোগ্য চার–পাঁচজনের নাম প্রস্তাব করা হয়েছে। রাষ্ট্রপতি কী বলছেন, সে বিষয়ে জানতে চাইলে জি এম কাদের বলেন, রাষ্ট্রপতি তাঁদের প্রস্তাব শুনে বিবেচনার আশ্বাস দিয়েছেন। সাক্ষাৎকালে জি এম কাদেরের সঙ্গে আরও উপস্থিত ছিলেন জাতীয় পার্টির মহাসচিব মুজিবুল হক, দলের নেতা আনিসুল ইসলাম মাহমুদ, রুহুল আমিন হাওলাদার, কাজী ফিরোজ রশীদ, মসিউর রহমান ও সৈয়দ আবু হোসেন।
আরও আট দলের সংলাপের দিনক্ষণ নির্ধারণ : একটি স্বাধীন, নিরপেক্ষ ও কার্যকর নির্বাচন কমিশন গঠনের লক্ষ্যে রাজনৈতিক দলগুলোর সঙ্গে সংলাপ শুরু করেছেন রাষ্ট্রপতি আবদুল হামিদ। প্রথম দল হিসেবে জাতীয় পার্টির সঙ্গে সোমবার সংলাপ অনুষ্ঠিত হয়েছে। ইতিমধ্যে আরও আটটি রাজনৈতিক দলের সঙ্গে সংলাপের দিনক্ষণ নির্ধারণ করেছে বঙ্গভবন।
গতকাল সোমবার নির্বাচন কমিশন থেকে পাওয়া তথ্য অনুযায়ী, ২২ ডিসেম্বর (বুধবার) বিকাল ৪টায় জাতীয় সমাজতান্ত্রিক দল (জাসদ), ২৬ ডিসেম্বর (রোববার) বিকাল ৪টায় বাংলাদেশ ন্যাশনাল আওয়ামী পার্টি, সন্ধ্যা ৬টায় বাংলাদেশ সমাজতান্ত্রিক দল (বাসদ) রাষ্ট্রপতির সঙ্গে বৈঠকে অংশ নেবে। ২৭ ডিসেম্বর (সোমবার) বিকাল ৪টায় বাংলাদেশ তরিকত ফেডারেশন, সন্ধ্যা ৬টায় খেলাফত মজলিস, ২৮ ডিসেম্বর (মঙ্গলবার) বিকাল ৪টায় বাংলাদেশের ওয়ার্কার্স পার্টি, ২৯ ডিসেম্বর (বুধবার) বিকাল ৪টায় বাংলাদেশ ন্যাশনালিস্ট ফ্রন্ট (বিএনএফ) ও সন্ধ্যা ৬টায় ইসলামী ঐক্যজোটের সঙ্গে বৈঠক অনুষ্ঠিত হবে।