প্রযুক্তি ডেস্ক : “নিরাপত্তা ঝুঁকি” বাড়তে থাকায় রাশিয়ায় নিজস্ব সেবা বন্ধ করার ঘোষণা দিয়েছে ‘লুমেন টেকনোলজিস ইনকর্পোরেটেড’। বৈশ্বিক ইন্টারনেট ব্যবস্থার ‘মেরুদ-’ হিসেবে পরিচিতি হাতে গোনা প্রতিষ্ঠানগুলোর একটি এটি।
মার্চের প্রথম শুক্রবারেই রাশিয়ার সেবাগ্রাহকদের সঙ্গে চুক্তি বাতিলের ঘোষণা দিয়েছিল আন্তর্জাতিক ‘ইন্টারনেট সার্ভিস প্রোভাইডার’ বা আইএসপি প্রতিষ্ঠান ‘কোজেন্ট কমিউনিকেশন্স’। সাত দিন পার হওয়ার আগেই কোজেন্টের দেখানো পথে হাঁটার ঘোষণা দিল লুমেন। আন্তঃমহাদেশীয় ডেটা সংযোগ সেবা দেয় উভয় প্রতিষ্ঠান।
সংক্ষিপ্ত বিবৃতিতে লুমনে বলেছে, রাশিয়ায় “খুবই ছোট পরিসরে সীমিত” বাণিজিক সেবা দিত তারা। “রাশিয়ার অভ্যন্তরে নিরাপত্তা ঝুঁকি ক্রমশ বাড়তে থাকায় আমরা নেটওয়ার্ক বিচ্ছিন্ন করার সিদ্ধান্ত নিয়েছি,” বিবৃতি বলেছে প্রতিষ্ঠানটি।
“এখনো নেটওয়ার্ক সংযোগে কোনো ব্যাঘাতের মুখে এখনো পড়িনি আমরা। কিন্তু পারিপার্শিক অনিশ্চয়তা এবং রাষ্ট্রসমর্থিত পদক্ষেপের ঝুঁকি বাড়ছে। ফলে, “বৈশ্বিক ইন্টারনেটের অখ-তা ধরে রাখতে এবং আমাদের নিজস্ব ও ক্রেতাদের নেটওয়ার্কের নিরাপত্তা নিশ্চিত করতে” এই পদক্ষেপ নেওয়ার কথা বলেছে প্রতিষ্ঠানটি। লুমেন ও কোজেন্ট, উভয়ই আন্তার্জাতিক অঙ্গনের ইন্টারনেট সংযোগ ব্যবস্থার গুরুত্বপূর্ণ অংশ বলে প্রতিবেদনে উল্লেখ করেছে রয়টার্স।
রাশিয়া থেকে মুখ ফেরাচ্ছে আরেক শীর্ষ আইএসপি
ট্যাগস :
জনপ্রিয় সংবাদ