ঢাকা ১১:৫২ পূর্বাহ্ন, মঙ্গলবার, ১৩ মে ২০২৫

রাশিয়া থেকে গ্যাস আমদানি বন্ধের প্রস্তুতি নিচ্ছে ইইউ

  • আপডেট সময় : ০২:২৫:৪২ অপরাহ্ন, বুধবার, ২০ জুলাই ২০২২
  • ৬৯ বার পড়া হয়েছে

বিদেশের খবর ডেস্ক : রাশিয়া থেকে গ্যাস আমদানি পুরোপুরি বন্ধের প্রস্তুতি নিচ্ছে ইউরোপীয় ইউনিয়ন (ইইউ)। আগামী শীতে রাশিয়া গ্যাস সরবরাহ বন্ধ করে দিতে পারে বলে আশঙ্কা প্রকাশ করে সংস্থাটি জানিয়েছে, এর জন্য এখনই জরুরি পরিকল্পনা প্রণয়ন প্রয়োজন। মঙ্গলবার ইউরোপীয় কমিশনের প্রেসিডেন্ট উরসুলা ভন ডের লিয়েন এ তথ্য জানিয়েছেন। ইউরোপীয় ইউনিয়ন জানিয়েছে, রাশিয়া গ্যাস রপ্তানিকে ইউরোপের বিরুদ্ধে অস্ত্র হিসেবে ব্যবহারের চেষ্টা করছে। তাই আগস্ট থেকে মার্চ পর্যন্ত জোটের দেশগুলোকে রাশিয়ার গ্যাসের ব্যবহার ১৫ শতাংশে নামিয়ে আনার ব্যাপারে বাধ্যকতা আরোপের পরিকল্পনা করা হচ্ছে। সংবাদ সম্মেলনে উরসুলা ভন বলেছেন, ‘রাশিয়া আমাদের জিম্মি করছে। জ্বালানি শক্তিকে রাশিয়া একটি অস্ত্র হিসাবে ব্যবহার করছে। এবং এর জন্য যে কোনও পরিস্থিতিই ঘটুক রাশিয়ার গ্যাসের আংশিক, বড় ধরনের কিংবা সম্পূর্ণ বন্ধের ব্যাপারে ইউরোপকে প্রস্তুত থাকতে হবে।’ তিনি সতর্ক করে দিয়ে বলেছেন, প্রায় অর্ধেক সদস্য রাষ্ট্র ইতোমধ্যে রাশিয়া থেকে সরবরাহ কমে যাওয়া গ্যাসের প্রবাহের কারণে ক্ষতিগ্রস্ত হয়েছে। বর্তমানে রুশ গ্যাস প্রবাহ ২০১৬-২১ এর গড়ের ৩০ শতাংশের নিচে নেমে গেছে।

ট্যাগস :

যোগাযোগ

সম্পাদক : ডা. মোঃ আহসানুল কবির, প্রকাশক : শেখ তানভীর আহমেদ কর্তৃক ন্যাশনাল প্রিন্টিং প্রেস, ১৬৭ ইনার সার্কুলার রোড, মতিঝিল থেকে মুদ্রিত ও ৫৬ এ এইচ টাওয়ার (৯ম তলা), রোড নং-২, সেক্টর নং-৩, উত্তরা মডেল টাউন, ঢাকা-১২৩০ থেকে প্রকাশিত। ফোন-৪৮৯৫৬৯৩০, ৪৮৯৫৬৯৩১, ফ্যাক্স : ৮৮-০২-৭৯১৪৩০৮, ই-মেইল : [email protected]
আপলোডকারীর তথ্য

রাশিয়া থেকে গ্যাস আমদানি বন্ধের প্রস্তুতি নিচ্ছে ইইউ

আপডেট সময় : ০২:২৫:৪২ অপরাহ্ন, বুধবার, ২০ জুলাই ২০২২

বিদেশের খবর ডেস্ক : রাশিয়া থেকে গ্যাস আমদানি পুরোপুরি বন্ধের প্রস্তুতি নিচ্ছে ইউরোপীয় ইউনিয়ন (ইইউ)। আগামী শীতে রাশিয়া গ্যাস সরবরাহ বন্ধ করে দিতে পারে বলে আশঙ্কা প্রকাশ করে সংস্থাটি জানিয়েছে, এর জন্য এখনই জরুরি পরিকল্পনা প্রণয়ন প্রয়োজন। মঙ্গলবার ইউরোপীয় কমিশনের প্রেসিডেন্ট উরসুলা ভন ডের লিয়েন এ তথ্য জানিয়েছেন। ইউরোপীয় ইউনিয়ন জানিয়েছে, রাশিয়া গ্যাস রপ্তানিকে ইউরোপের বিরুদ্ধে অস্ত্র হিসেবে ব্যবহারের চেষ্টা করছে। তাই আগস্ট থেকে মার্চ পর্যন্ত জোটের দেশগুলোকে রাশিয়ার গ্যাসের ব্যবহার ১৫ শতাংশে নামিয়ে আনার ব্যাপারে বাধ্যকতা আরোপের পরিকল্পনা করা হচ্ছে। সংবাদ সম্মেলনে উরসুলা ভন বলেছেন, ‘রাশিয়া আমাদের জিম্মি করছে। জ্বালানি শক্তিকে রাশিয়া একটি অস্ত্র হিসাবে ব্যবহার করছে। এবং এর জন্য যে কোনও পরিস্থিতিই ঘটুক রাশিয়ার গ্যাসের আংশিক, বড় ধরনের কিংবা সম্পূর্ণ বন্ধের ব্যাপারে ইউরোপকে প্রস্তুত থাকতে হবে।’ তিনি সতর্ক করে দিয়ে বলেছেন, প্রায় অর্ধেক সদস্য রাষ্ট্র ইতোমধ্যে রাশিয়া থেকে সরবরাহ কমে যাওয়া গ্যাসের প্রবাহের কারণে ক্ষতিগ্রস্ত হয়েছে। বর্তমানে রুশ গ্যাস প্রবাহ ২০১৬-২১ এর গড়ের ৩০ শতাংশের নিচে নেমে গেছে।