ঢাকা ১১:৫৬ পূর্বাহ্ন, শনিবার, ২৬ জুলাই ২০২৫

রাশিয়া ও ইউক্রেনে ড্রোন বিক্রি বন্ধ করল চীনা কোম্পানি

  • আপডেট সময় : ০১:৪৭:৫০ অপরাহ্ন, বুধবার, ২৭ এপ্রিল ২০২২
  • ৭৯ বার পড়া হয়েছে

আন্তর্জাতিক ডেস্ক : মনুষ্যবিহীন আকাশযান (ড্রোন) উৎপাদনে বিশ্বের সর্ববৃহৎ প্রতিষ্ঠান চীনের ডিজেআই টেকনোলজি কোম্পানি সাময়িকভাবে রাশিয়া ও ইউক্রেনে তাদের ব্যবসা বন্ধ রাখার ঘোষণা দিয়েছে। গত ২৪ ফেব্রুয়ারি রাশিয়া ইউক্রেনে হামলা শুরু করার পর এই প্রথমবার চীনের কোনো বড় কোম্পানি রাশিয়ায় ব্যবসা বন্ধ করল।
বার্তা সংস্থা রয়টার্সের প্রতিবেদন অনুযায়ী, গত মঙ্গলবার বেসরকারি মালিকানাধীন কোম্পানিটি এক বিবৃতি দিয়ে বলেছে, ডিজেআই অভ্যন্তরীণভাবে বিভিন্ন বিচারব্যবস্থায় সম্মতির প্রয়োজনীয়তাগুলো পুনর্মূল্যায়ন করছে। এ জন্য রাশিয়া ও ইউক্রেনে সব ব্যবসায়িক কার্যক্রম সাময়িকভাবে স্থগিত করবে ডিজেআই।
ইউক্রেনে হামলা করার প্রতিবাদ ও রুশ বাহিনীর বিরুদ্ধে অবস্থান নিতে যুক্তরাষ্ট্রসহ পশ্চিমা দেশগুলোর অসংখ্য কোম্পানি রাশিয়া থেকে তাদের ব্যবসা গুটিয়ে নিয়েছে। কিন্তু চীনের বহু কোম্পানি এখনো রাশিয়ায় কার্যক্রম চালিয়ে যাচ্ছে। রুশ বাহিনীর হামলার সমালোচনা থেকে বিরত থাকায় সমালোচিত হচ্ছে বেইজিং। ইউক্রেনের কর্মকর্তা ও নাগরিকদের অভিযোগ, ইউক্রেনের সামরিক বাহিনীর তথ্য রাশিয়ার কাছে পাচার করছে ডিজেআই। তবে ইউক্রেনের এ অভিযোগ সম্পূর্ণ মিথ্যা দাবি করে তা প্রত্যাখ্যান করে উল্টো ডিজেআই দাবি করেছে, জার্মানির একটি খুচরা পণ্য বিক্রেতা প্রতিষ্ঠান উদ্দেশ্যপ্রণোদিতভাবে এসব তথ্য ছড়িয়েছে। ডিজেআই বিবৃতিতে বলেছে, ‘আমরা ক্ষতিগ্রস্ত অঞ্চলে ব্যবসায়িক কার্যক্রম সাময়িকভাবে স্থগিত করার বিষয়ে গ্রাহক ও অংশীদারদের সঙ্গে যোগাযোগ রাখছি।’

ট্যাগস :

যোগাযোগ

সম্পাদক : ডা. মোঃ আহসানুল কবির, প্রকাশক : শেখ তানভীর আহমেদ কর্তৃক ন্যাশনাল প্রিন্টিং প্রেস, ১৬৭ ইনার সার্কুলার রোড, মতিঝিল থেকে মুদ্রিত ও ৫৬ এ এইচ টাওয়ার (৯ম তলা), রোড নং-২, সেক্টর নং-৩, উত্তরা মডেল টাউন, ঢাকা-১২৩০ থেকে প্রকাশিত। ফোন-৪৮৯৫৬৯৩০, ৪৮৯৫৬৯৩১, ফ্যাক্স : ৮৮-০২-৭৯১৪৩০৮, ই-মেইল : [email protected]
আপলোডকারীর তথ্য

নিয়ম না মেনে সাবেক প্রধানমন্ত্রীর দফতরের ১৫ গাড়িচালকের নামে ঝিলমিলে প্লট বরাদ্দ

রাশিয়া ও ইউক্রেনে ড্রোন বিক্রি বন্ধ করল চীনা কোম্পানি

আপডেট সময় : ০১:৪৭:৫০ অপরাহ্ন, বুধবার, ২৭ এপ্রিল ২০২২

আন্তর্জাতিক ডেস্ক : মনুষ্যবিহীন আকাশযান (ড্রোন) উৎপাদনে বিশ্বের সর্ববৃহৎ প্রতিষ্ঠান চীনের ডিজেআই টেকনোলজি কোম্পানি সাময়িকভাবে রাশিয়া ও ইউক্রেনে তাদের ব্যবসা বন্ধ রাখার ঘোষণা দিয়েছে। গত ২৪ ফেব্রুয়ারি রাশিয়া ইউক্রেনে হামলা শুরু করার পর এই প্রথমবার চীনের কোনো বড় কোম্পানি রাশিয়ায় ব্যবসা বন্ধ করল।
বার্তা সংস্থা রয়টার্সের প্রতিবেদন অনুযায়ী, গত মঙ্গলবার বেসরকারি মালিকানাধীন কোম্পানিটি এক বিবৃতি দিয়ে বলেছে, ডিজেআই অভ্যন্তরীণভাবে বিভিন্ন বিচারব্যবস্থায় সম্মতির প্রয়োজনীয়তাগুলো পুনর্মূল্যায়ন করছে। এ জন্য রাশিয়া ও ইউক্রেনে সব ব্যবসায়িক কার্যক্রম সাময়িকভাবে স্থগিত করবে ডিজেআই।
ইউক্রেনে হামলা করার প্রতিবাদ ও রুশ বাহিনীর বিরুদ্ধে অবস্থান নিতে যুক্তরাষ্ট্রসহ পশ্চিমা দেশগুলোর অসংখ্য কোম্পানি রাশিয়া থেকে তাদের ব্যবসা গুটিয়ে নিয়েছে। কিন্তু চীনের বহু কোম্পানি এখনো রাশিয়ায় কার্যক্রম চালিয়ে যাচ্ছে। রুশ বাহিনীর হামলার সমালোচনা থেকে বিরত থাকায় সমালোচিত হচ্ছে বেইজিং। ইউক্রেনের কর্মকর্তা ও নাগরিকদের অভিযোগ, ইউক্রেনের সামরিক বাহিনীর তথ্য রাশিয়ার কাছে পাচার করছে ডিজেআই। তবে ইউক্রেনের এ অভিযোগ সম্পূর্ণ মিথ্যা দাবি করে তা প্রত্যাখ্যান করে উল্টো ডিজেআই দাবি করেছে, জার্মানির একটি খুচরা পণ্য বিক্রেতা প্রতিষ্ঠান উদ্দেশ্যপ্রণোদিতভাবে এসব তথ্য ছড়িয়েছে। ডিজেআই বিবৃতিতে বলেছে, ‘আমরা ক্ষতিগ্রস্ত অঞ্চলে ব্যবসায়িক কার্যক্রম সাময়িকভাবে স্থগিত করার বিষয়ে গ্রাহক ও অংশীদারদের সঙ্গে যোগাযোগ রাখছি।’