ঢাকা ১২:৪০ পূর্বাহ্ন, বুধবার, ০২ জুলাই ২০২৫

রাশিয়া-ইউক্রেন যুদ্ধ নিয়ে সরব বলিউড

  • আপডেট সময় : ১২:২১:৫১ অপরাহ্ন, রবিবার, ২৭ ফেব্রুয়ারী ২০২২
  • ৮২ বার পড়া হয়েছে

বিনোদন ডেস্ক : যুদ্ধক্ষেত্রে পরিণত হয়েছে ইউক্রেন। রাশিয়ার ক্ষেপণাস্ত্র, গোলা আছড়ে পড়ছে ইউক্রেনের বিভিন্ন অঞ্চলে। কিছুক্ষণ আগেই যা ছিল সাজানো গোছানো বাড়ি, মুহূর্তে গোলার আঘাতের পর মনে হচ্ছে তা যেন কোন ধ্বংসস্তূপ! বিধ্বংসী এই অবস্থা নিয়ে উদ্বিগ্ন বিশ্ব। উদ্বেগ প্রকাশ করছেন বিভিন্ন দেশের তারকারাও। প্রতিবাদ জানাচ্ছেন ইউক্রেনের সাধারণ মানুষের উপর এমন অন্যায় হামলার। এতে শরিক হয়েছে বলিউডের বহু তারকাও। অভিনেতা সোনু সুদ টুইট করেছেন, “ইউক্রেনে ১৮ হাজার ভারতীয় পড়ুয়া ও বহু পরিবার আটকে। আমি নিশ্চিত, সরকার তাদের ফিরিয়ে আনার জন্য যথার্থ চেষ্টা করছে। ভারতীয়দের ইউক্রেন থেকে বের করে আনার জন্য অন্য কোন পথ নেওয়ার আর্জি জানাচ্ছি ভারতীয় দূতাবাসের কাছে। সকলের নিরাপত্তার জন্য প্রার্থনা করছি।” অভিনেতা আদিল হুসেইন লিখছেন, ‘সব জায়গায় যুদ্ধ বন্ধ করুন।’ অভিনেত্রী প্রিয়াঙ্কা চোপড়া লিখেছেন,“ইউক্রেনের পরিস্থিতি খুবই ভয়ঙ্কর। নিরীহ মানুষরা নিজেদের ও প্রিয়জনদের জীবনের ভয় নিয়ে বাঁচছেন। এর পরেই তাদের সঙ্গে কী হবে সে ব্যাপারেও শুধুই অনিশ্চয়তা। এই আধুনিক দুনিয়ায় কীভাবে এমন ভয়াবহ পরিস্থিতি তৈরি হয়ে যেতে পারে সেটা বুঝে ওঠাই বেশ কঠিন। এই যুদ্ধ ক্ষেত্রে বহু নিরীহ মানুষ বাস করছে। তারা আমার আপনার মতোই।”
রুশ-ইউক্রেন যুদ্ধের কথা উল্লেখ করে ইয়েমেনের মতো ছোট্ট দেশে পশ্চিমা শক্তির নৃশংসতা নিয়ে উদ্বেগ প্রকাশ করে টুইট করেছেন জাভেদ আখতার। এছাড়াও রিচা চাড্ডা বলেছেন, “সৈন্য প্রত্যাহার কিংবা সেনা অভিযান একটি দেশকে অন্ধকার যুগে ঠেলে দেয়। এবার থেকে যা ঘটবে তা ‘আরও গণতান্ত্রিক’ এবং ‘জাতীয় স্বার্থে’ ঘটবে।” এখানেই অবশ্য থামেননি অভিনেত্রী। পাশাপাশি এও উল্লেখ করলেন যে, “মানুষ যদি স্বাধীনতার জন্য লড়াই না করে, আমরা আবার গৌরবান্বিত দাস হব।” ইউক্রেনে রুশ হামলা নিয়ে উদ্বিগ্ন তিলোত্তমা সোম টুইট করেছেন, এই অতিমারীর মাঝেই ক্যানসারে আক্রান্ত মা-কে নিয়ে আমি ভীষণ চিন্তিত। কিন্তু এমন যুদ্ধকালীন পরিস্থিতিতে ক্যানসার আক্রান্ত কোন রোগী কিংবা তার পরিবারের কী অবস্থা হবে, সেটা চিন্তা করেই মাথা কাজ করা বন্ধ করে দেয়।

ট্যাগস :

যোগাযোগ

সম্পাদক : ডা. মোঃ আহসানুল কবির, প্রকাশক : শেখ তানভীর আহমেদ কর্তৃক ন্যাশনাল প্রিন্টিং প্রেস, ১৬৭ ইনার সার্কুলার রোড, মতিঝিল থেকে মুদ্রিত ও ৫৬ এ এইচ টাওয়ার (৯ম তলা), রোড নং-২, সেক্টর নং-৩, উত্তরা মডেল টাউন, ঢাকা-১২৩০ থেকে প্রকাশিত। ফোন-৪৮৯৫৬৯৩০, ৪৮৯৫৬৯৩১, ফ্যাক্স : ৮৮-০২-৭৯১৪৩০৮, ই-মেইল : [email protected]
আপলোডকারীর তথ্য

এই রক্তস্রোত যেন বৃথা না যায়, ঐক্য বজায় রাখতে হবে: খালেদা জিয়া

রাশিয়া-ইউক্রেন যুদ্ধ নিয়ে সরব বলিউড

আপডেট সময় : ১২:২১:৫১ অপরাহ্ন, রবিবার, ২৭ ফেব্রুয়ারী ২০২২

বিনোদন ডেস্ক : যুদ্ধক্ষেত্রে পরিণত হয়েছে ইউক্রেন। রাশিয়ার ক্ষেপণাস্ত্র, গোলা আছড়ে পড়ছে ইউক্রেনের বিভিন্ন অঞ্চলে। কিছুক্ষণ আগেই যা ছিল সাজানো গোছানো বাড়ি, মুহূর্তে গোলার আঘাতের পর মনে হচ্ছে তা যেন কোন ধ্বংসস্তূপ! বিধ্বংসী এই অবস্থা নিয়ে উদ্বিগ্ন বিশ্ব। উদ্বেগ প্রকাশ করছেন বিভিন্ন দেশের তারকারাও। প্রতিবাদ জানাচ্ছেন ইউক্রেনের সাধারণ মানুষের উপর এমন অন্যায় হামলার। এতে শরিক হয়েছে বলিউডের বহু তারকাও। অভিনেতা সোনু সুদ টুইট করেছেন, “ইউক্রেনে ১৮ হাজার ভারতীয় পড়ুয়া ও বহু পরিবার আটকে। আমি নিশ্চিত, সরকার তাদের ফিরিয়ে আনার জন্য যথার্থ চেষ্টা করছে। ভারতীয়দের ইউক্রেন থেকে বের করে আনার জন্য অন্য কোন পথ নেওয়ার আর্জি জানাচ্ছি ভারতীয় দূতাবাসের কাছে। সকলের নিরাপত্তার জন্য প্রার্থনা করছি।” অভিনেতা আদিল হুসেইন লিখছেন, ‘সব জায়গায় যুদ্ধ বন্ধ করুন।’ অভিনেত্রী প্রিয়াঙ্কা চোপড়া লিখেছেন,“ইউক্রেনের পরিস্থিতি খুবই ভয়ঙ্কর। নিরীহ মানুষরা নিজেদের ও প্রিয়জনদের জীবনের ভয় নিয়ে বাঁচছেন। এর পরেই তাদের সঙ্গে কী হবে সে ব্যাপারেও শুধুই অনিশ্চয়তা। এই আধুনিক দুনিয়ায় কীভাবে এমন ভয়াবহ পরিস্থিতি তৈরি হয়ে যেতে পারে সেটা বুঝে ওঠাই বেশ কঠিন। এই যুদ্ধ ক্ষেত্রে বহু নিরীহ মানুষ বাস করছে। তারা আমার আপনার মতোই।”
রুশ-ইউক্রেন যুদ্ধের কথা উল্লেখ করে ইয়েমেনের মতো ছোট্ট দেশে পশ্চিমা শক্তির নৃশংসতা নিয়ে উদ্বেগ প্রকাশ করে টুইট করেছেন জাভেদ আখতার। এছাড়াও রিচা চাড্ডা বলেছেন, “সৈন্য প্রত্যাহার কিংবা সেনা অভিযান একটি দেশকে অন্ধকার যুগে ঠেলে দেয়। এবার থেকে যা ঘটবে তা ‘আরও গণতান্ত্রিক’ এবং ‘জাতীয় স্বার্থে’ ঘটবে।” এখানেই অবশ্য থামেননি অভিনেত্রী। পাশাপাশি এও উল্লেখ করলেন যে, “মানুষ যদি স্বাধীনতার জন্য লড়াই না করে, আমরা আবার গৌরবান্বিত দাস হব।” ইউক্রেনে রুশ হামলা নিয়ে উদ্বিগ্ন তিলোত্তমা সোম টুইট করেছেন, এই অতিমারীর মাঝেই ক্যানসারে আক্রান্ত মা-কে নিয়ে আমি ভীষণ চিন্তিত। কিন্তু এমন যুদ্ধকালীন পরিস্থিতিতে ক্যানসার আক্রান্ত কোন রোগী কিংবা তার পরিবারের কী অবস্থা হবে, সেটা চিন্তা করেই মাথা কাজ করা বন্ধ করে দেয়।