ঢাকা ০২:১৫ পূর্বাহ্ন, রবিবার, ২৭ এপ্রিল ২০২৫

রাশিয়া-ইউক্রেন ‘চুক্তি খুব কাছাকাছি’, জানালেন ট্রাম্প

  • আপডেট সময় : ০৮:০৫:৪৮ অপরাহ্ন, শনিবার, ২৬ এপ্রিল ২০২৫
  • ৭ বার পড়া হয়েছে

বিদেশের খবর ডেস্ক : মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প জানিয়েছেন, রাশিয়া ও ইউক্রেন ‘একটি চুক্তির খুব কাছাকাছি’ চলে এসেছে। এর আগে তার দূত স্টিভ উইটকফ এবং রুশ প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন মস্কোতে উচ্চপর্যায়ের বৈঠক করেন। ট্রাম্প সাংবাদিকদের বলেন, এটি ছিল একটি ‘সফল দিন’ এবং আলোচনাগুলো ভালো হয়েছে। অন্যদিকে, ক্রেমলিনের পক্ষ থেকে বৈঠকটিকে ‘গঠনমূলক’ বলে উল্লেখ করা হয়েছে, যদিও বৈঠকে ইউক্রেনের কোনো প্রতিনিধি উপস্থিত ছিলেন না। তিন ঘণ্টাব্যাপী এই বৈঠককে পুতিনের উপদেষ্টা ইউরি উশাকভ ‘খুবই ফলপ্রসূ’ বলে বর্ণনা করেছেন। তিনি বলেন, শুধু ইউক্রেন নয়, অন্যান্য আন্তর্জাতিক ইস্যুতেও রাশিয়া ও যুক্তরাষ্ট্রের অবস্থান কাছাকাছি। বিশেষ করে ইউক্রেন সংকট সমাধানে রুশ ও ইউক্রেনীয় প্রতিনিধিদের সরাসরি আলোচনার সম্ভাবনা নিয়েও কথা হয়েছে।

এর আগে সামাজিক যোগাযোগমাধ্যমে ট্রাম্প লিখেছিলেন, প্রধান প্রধান বিষয়ে আমরা একমত হয়েছি এবং রাশিয়া ও ইউক্রেনের প্রতিনিধিদের উচ্চপর্যায়ের বৈঠকে বসে চুক্তির কাজ দ্রুত সম্পন্ন করার আহ্বান জানান। এদিকে, ইউক্রেনের প্রেসিডেন্ট ভলোদিমির জেলেনস্কি শুক্রবার রাতে নিজের ভিডিও ভাষণে বলেন, রাশিয়ার ওপর প্রকৃত চাপ প্রয়োগ করা জরুরি যাতে তারা নিঃশর্তভাবে যুদ্ধবিরতিতে সম্মত হয়। বিবিসিকে দেয়া এক সাক্ষাৎকারে জেলেনস্কি জানান, যদি রাশিয়া একটি ‘সম্পূর্ণ ও নিঃশর্ত যুদ্ধবিরতি’ মেনে নেয়, তাহলে ইউক্রেন কিয়েভ ও মস্কোর মধ্যকার আঞ্চলিক বিষয়গুলো আলোচনায় আনতে পারে। প্রতিবেদন অনুযায়ী, যুক্তরাষ্ট্রের প্রস্তাবিত শান্তি পরিকল্পনার আওতায় ইউক্রেনকে হয়তো রাশিয়া দখলকৃত কিছু বড় অংশ ছেড়ে দিতে হতে পারে। রোমে পোপ ফ্রান্সিসের শেষকৃত্যানুষ্ঠানে যোগ দিতে গিয়ে ট্রাম্প আরও জানান, তিনি রাশিয়ার ২০১৪ সালে অবৈধভাবে দখল করা ক্রিমিয়া উপদ্বীপ রাশিয়ার অধীনে রাখার পক্ষে। তবে ইউক্রেনের প্রেসিডেন্ট জেলেনস্কি এই প্রস্তাব সরাসরি প্রত্যাখ্যান করেছেন। উল্লেখ্য, ২০২২ সালে রাশিয়া ইউক্রেনের বিরুদ্ধে পূর্ণ মাত্রার সামরিক অভিযান শুরু করে এবং বর্তমানে মস্কো ইউক্রেনের প্রায় ২০ শতাংশ ভূখণ্ড নিয়ন্ত্রণ করছে।

ভ্যাটিকানে ট্রাম্প-জেলেনস্কির একান্তে বৈঠক
এদিকে পোপ ফ্রান্সিসের শেষকৃত্যানুষ্ঠানের আগে ভ্যাটিকানের সেন্ট পিটার্স বাসিলিকায় ইউক্রেনের প্রেসিডেন্ট ভলোদিমির জেলেনস্কির সঙ্গে একান্তে বৈঠক করেছেন যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। হোয়াইট হাউস জানিয়েছে, দুই নেতা ব্যক্তিগতভাবে সাক্ষাৎ করেছেন এবং এই বৈঠকে ‘খুবই ফলপ্রসূ’ আলোচনা হয়েছে। প্রায় ১৫ মিনিটের এই বৈঠকের আরও বিস্তারিত তথ্য পরে জানানো হবে বলেও হোয়াইট হাউস জানিয়েছে। ইতালির রাই টিভি জানিয়েছে, বৈঠকটি প্রত্যাশিতভাবে মার্কিন দূতাবাসে নয়, বরং সেন্ট পিটার্স বাসিলিকার ভেতরে অনুষ্ঠিত হয় যেখানে তারা পোপের প্রতি শ্রদ্ধা নিবেদন করতে এসেছিলেন। গত ফেব্রুয়ারির শেষে ওভাল অফিসে হওয়া ‘উত্তপ্ত’ বৈঠকের পর এটাই তাদের প্রথম মুখোমুখি সাক্ষাৎ।

সেই সময় জেলেনস্কির বিরুদ্ধে অভিযোগ উঠেছিল যে তিনি ইউক্রেনে মার্কিন সহায়তার জন্য যথেষ্ট কৃতজ্ঞতা প্রকাশ করেননি। চলতি সপ্তাহেই ট্রাম্প বলেছিলেন, রাশিয়ার সঙ্গে শান্তি চুক্তিতে জেলেনস্কির “খেলার মতো কোনো কার্ড নেই”। ইউক্রেনের একজন মুখপাত্র বলেছেন, ডোনাল্ড ট্রাম্প এবং ভলোদিমির জেলেনস্কি দ্বিতীয়বারের মতো বৈঠক করবেন। এই বৈঠকের তথ্য সামনে আসার পর আরেকটিছবি পাওয়া গেছে যা শেষকৃত্যের আগে ধারণ করা হয়েছে, যেখানে দেখা যাচ্ছে ব্রিটিশ প্রধানমন্ত্রী স্যার কিয়ের স্টারমার, মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প, ইউক্রেনের প্রেসিডেন্ট ভলোদিমির জেলেনস্কি এবং ফরাসি প্রেসিডেন্ট ইমানুয়েল ম্যাক্রঁ একে অপরকে আলিঙ্গন করছেন। সূত্র: বিবিসি

ট্যাগস :

যোগাযোগ

সম্পাদক : ডা. মোঃ আহসানুল কবির, প্রকাশক : শেখ তানভীর আহমেদ কর্তৃক ন্যাশনাল প্রিন্টিং প্রেস, ১৬৭ ইনার সার্কুলার রোড, মতিঝিল থেকে মুদ্রিত ও ৫৬ এ এইচ টাওয়ার (৯ম তলা), রোড নং-২, সেক্টর নং-৩, উত্তরা মডেল টাউন, ঢাকা-১২৩০ থেকে প্রকাশিত। ফোন-৪৮৯৫৬৯৩০, ৪৮৯৫৬৯৩১, ফ্যাক্স : ৮৮-০২-৭৯১৪৩০৮, ই-মেইল : [email protected]
আপলোডকারীর তথ্য

রাশিয়া-ইউক্রেন ‘চুক্তি খুব কাছাকাছি’, জানালেন ট্রাম্প

আপডেট সময় : ০৮:০৫:৪৮ অপরাহ্ন, শনিবার, ২৬ এপ্রিল ২০২৫

বিদেশের খবর ডেস্ক : মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প জানিয়েছেন, রাশিয়া ও ইউক্রেন ‘একটি চুক্তির খুব কাছাকাছি’ চলে এসেছে। এর আগে তার দূত স্টিভ উইটকফ এবং রুশ প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন মস্কোতে উচ্চপর্যায়ের বৈঠক করেন। ট্রাম্প সাংবাদিকদের বলেন, এটি ছিল একটি ‘সফল দিন’ এবং আলোচনাগুলো ভালো হয়েছে। অন্যদিকে, ক্রেমলিনের পক্ষ থেকে বৈঠকটিকে ‘গঠনমূলক’ বলে উল্লেখ করা হয়েছে, যদিও বৈঠকে ইউক্রেনের কোনো প্রতিনিধি উপস্থিত ছিলেন না। তিন ঘণ্টাব্যাপী এই বৈঠককে পুতিনের উপদেষ্টা ইউরি উশাকভ ‘খুবই ফলপ্রসূ’ বলে বর্ণনা করেছেন। তিনি বলেন, শুধু ইউক্রেন নয়, অন্যান্য আন্তর্জাতিক ইস্যুতেও রাশিয়া ও যুক্তরাষ্ট্রের অবস্থান কাছাকাছি। বিশেষ করে ইউক্রেন সংকট সমাধানে রুশ ও ইউক্রেনীয় প্রতিনিধিদের সরাসরি আলোচনার সম্ভাবনা নিয়েও কথা হয়েছে।

এর আগে সামাজিক যোগাযোগমাধ্যমে ট্রাম্প লিখেছিলেন, প্রধান প্রধান বিষয়ে আমরা একমত হয়েছি এবং রাশিয়া ও ইউক্রেনের প্রতিনিধিদের উচ্চপর্যায়ের বৈঠকে বসে চুক্তির কাজ দ্রুত সম্পন্ন করার আহ্বান জানান। এদিকে, ইউক্রেনের প্রেসিডেন্ট ভলোদিমির জেলেনস্কি শুক্রবার রাতে নিজের ভিডিও ভাষণে বলেন, রাশিয়ার ওপর প্রকৃত চাপ প্রয়োগ করা জরুরি যাতে তারা নিঃশর্তভাবে যুদ্ধবিরতিতে সম্মত হয়। বিবিসিকে দেয়া এক সাক্ষাৎকারে জেলেনস্কি জানান, যদি রাশিয়া একটি ‘সম্পূর্ণ ও নিঃশর্ত যুদ্ধবিরতি’ মেনে নেয়, তাহলে ইউক্রেন কিয়েভ ও মস্কোর মধ্যকার আঞ্চলিক বিষয়গুলো আলোচনায় আনতে পারে। প্রতিবেদন অনুযায়ী, যুক্তরাষ্ট্রের প্রস্তাবিত শান্তি পরিকল্পনার আওতায় ইউক্রেনকে হয়তো রাশিয়া দখলকৃত কিছু বড় অংশ ছেড়ে দিতে হতে পারে। রোমে পোপ ফ্রান্সিসের শেষকৃত্যানুষ্ঠানে যোগ দিতে গিয়ে ট্রাম্প আরও জানান, তিনি রাশিয়ার ২০১৪ সালে অবৈধভাবে দখল করা ক্রিমিয়া উপদ্বীপ রাশিয়ার অধীনে রাখার পক্ষে। তবে ইউক্রেনের প্রেসিডেন্ট জেলেনস্কি এই প্রস্তাব সরাসরি প্রত্যাখ্যান করেছেন। উল্লেখ্য, ২০২২ সালে রাশিয়া ইউক্রেনের বিরুদ্ধে পূর্ণ মাত্রার সামরিক অভিযান শুরু করে এবং বর্তমানে মস্কো ইউক্রেনের প্রায় ২০ শতাংশ ভূখণ্ড নিয়ন্ত্রণ করছে।

ভ্যাটিকানে ট্রাম্প-জেলেনস্কির একান্তে বৈঠক
এদিকে পোপ ফ্রান্সিসের শেষকৃত্যানুষ্ঠানের আগে ভ্যাটিকানের সেন্ট পিটার্স বাসিলিকায় ইউক্রেনের প্রেসিডেন্ট ভলোদিমির জেলেনস্কির সঙ্গে একান্তে বৈঠক করেছেন যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। হোয়াইট হাউস জানিয়েছে, দুই নেতা ব্যক্তিগতভাবে সাক্ষাৎ করেছেন এবং এই বৈঠকে ‘খুবই ফলপ্রসূ’ আলোচনা হয়েছে। প্রায় ১৫ মিনিটের এই বৈঠকের আরও বিস্তারিত তথ্য পরে জানানো হবে বলেও হোয়াইট হাউস জানিয়েছে। ইতালির রাই টিভি জানিয়েছে, বৈঠকটি প্রত্যাশিতভাবে মার্কিন দূতাবাসে নয়, বরং সেন্ট পিটার্স বাসিলিকার ভেতরে অনুষ্ঠিত হয় যেখানে তারা পোপের প্রতি শ্রদ্ধা নিবেদন করতে এসেছিলেন। গত ফেব্রুয়ারির শেষে ওভাল অফিসে হওয়া ‘উত্তপ্ত’ বৈঠকের পর এটাই তাদের প্রথম মুখোমুখি সাক্ষাৎ।

সেই সময় জেলেনস্কির বিরুদ্ধে অভিযোগ উঠেছিল যে তিনি ইউক্রেনে মার্কিন সহায়তার জন্য যথেষ্ট কৃতজ্ঞতা প্রকাশ করেননি। চলতি সপ্তাহেই ট্রাম্প বলেছিলেন, রাশিয়ার সঙ্গে শান্তি চুক্তিতে জেলেনস্কির “খেলার মতো কোনো কার্ড নেই”। ইউক্রেনের একজন মুখপাত্র বলেছেন, ডোনাল্ড ট্রাম্প এবং ভলোদিমির জেলেনস্কি দ্বিতীয়বারের মতো বৈঠক করবেন। এই বৈঠকের তথ্য সামনে আসার পর আরেকটিছবি পাওয়া গেছে যা শেষকৃত্যের আগে ধারণ করা হয়েছে, যেখানে দেখা যাচ্ছে ব্রিটিশ প্রধানমন্ত্রী স্যার কিয়ের স্টারমার, মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প, ইউক্রেনের প্রেসিডেন্ট ভলোদিমির জেলেনস্কি এবং ফরাসি প্রেসিডেন্ট ইমানুয়েল ম্যাক্রঁ একে অপরকে আলিঙ্গন করছেন। সূত্র: বিবিসি