আন্তর্জাতিক ডেস্ক : রাশিয়ার রাজধানী মস্কোতে বাস দুর্ঘটনায় পাঁচজন নিহত হয়েছেন। এ দুর্ঘটনায় আহত হয়েছেন আরো ২১ জন। গতকাল রোববার ভোরে এ দুর্ঘটনা ঘটে। কত্রিপক্ষের বরাত দিয়ে এমনটি জানিয়েছে বার্তা সংস্থা এএফপি।
রাশিয়ার ফেডারেল রোড ট্রাফিক পরিদর্শন সংস্থা জানিয়েছে, স্থানীয় সময় ভোর ৫টা ৪৫ মিনিটে রায়জান অঞ্চলে দুর্ঘটনাটি ঘটে। টেলিগ্রামে দেওয়া বার্তায় সংস্থাটি জানায়, সড়ক দুর্ঘটনায় পাঁচজন নিহত ও ২১ জন আহত হয়েছে। আহতদের মধ্যে দুজন শিশু রয়েছে। সংস্থাটি আরও জানায়, রেল সেতুর একটি পিলারে ধাক্কা লাগে বাসটির। সেখানে ৪৯ জন যাত্রী ছিল। পুলিশের পক্ষ থেকে বলা হয়েছে, বাসটি ট্রাফিক আইন না মানায় এরই মধ্যে একটি মামলা দায়ের করা হয়েছে।
রাশিয়ায় বাস দুর্ঘটনায় নিহত ৫, আহত ২১
ট্যাগস :
রাশিয়ায় বাস দুর্ঘটনায় নিহত ৫
জনপ্রিয় সংবাদ