আন্তর্জাতিক ডেস্ক : সাইবেরিয়ার দক্ষিণ–পশ্চিমাঞ্চলে রাশিয়ার কেমেরোভো এলাকায় স্থানীয় সময় গতকাল শনিবার ছোট একটি উড়োজাহাজ বিধ্বস্ত হয়েছে। এতে চারজন নিহত ও চারজন আহত হয়েছেন। স্থানীয় জরুরি চিকিৎসাসেবা কর্তৃপক্ষ এ তথ্য জানিয়েছে। এর আগে তাস সংবাদ সংস্থা সাতজন নিহত হওয়ার তথ্য জানায়। তানায় বিমানঘাঁটির কাছে দুই ইঞ্জিনবিশিষ্ট এল-৪১০ উড়োজাহাজটি বিধ্বস্ত হয়। ওই বিমানঘাঁটিতে প্যারাস্যুটবিষয়ক প্রশিক্ষণ হয়। বিধ্বস্ত হওয়ার আগে ইঞ্জিন বিকল হয়ে যাওয়ার কথা জানিয়েছিল উড়োজাহাজের ক্রু।
চিকিৎসাসেবা সংস্থার মুখপাত্র রয়টার্সকে বলেন, আহত ব্যক্তিদের উড়োজাহাজে করে হাসপাতালে নেওয়া হয়েছে। উড়োজাহাজটি অনেক বেশি ক্ষতিগ্রস্ত হয়েছে। রাশিয়ার সিভিল এভিয়েশন এজেন্সির সাইবেরীয় শাখার মুখপাত্র জানান, ঘটনাস্থলে উদ্ধারকাজ চলছে।
রাশিয়ায় উড়োজাহাজ বিধ্বস্ত হয়ে নিহত ৪
ট্যাগস :
জনপ্রিয় সংবাদ