ঢাকা ১১:৪৪ অপরাহ্ন, শুক্রবার, ০৯ মে ২০২৫

রাশিয়ায় আঘাত হানতে সক্ষম রকেট ইউক্রেইনে পাঠাবে না যুক্তরাষ্ট্র: বাইডেন

  • আপডেট সময় : ০১:০৭:১০ অপরাহ্ন, মঙ্গলবার, ৩১ মে ২০২২
  • ৭৪ বার পড়া হয়েছে

আন্তর্জাতিক ডেস্ক : যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট জো বাইডেন বলেছেন, রাশিয়ায় আঘাত হানতে পারে এমন রকেট সিস্টেম ইউক্রেইনে পাঠাবেন না তিনি। যুক্তরাষ্ট্র প্রশাসন রাশিয়ার বিরুদ্ধে লড়াইয়ের জন্য ইউক্রেইনে অত্যাধুনিক দূর-পাল্লার রকেট সিস্টেম পাঠানোর প্রস্তুতি নিচ্ছে- এমন খবর আসার পর সোমবার বাইডেন একথা বললেন। ডেলাওয়্যারে সাপ্তাহিক ছুটি কাটিয়ে সদ্য হোয়াইট হাউজে ফিরেছেন বাইডেন। সেখানেই সাংবাদিকদেরকে তিনি বলেন, “রাশিয়ার ভূখন্ডে পৌঁছতে সক্ষম রকেট সিস্টেম আমরা ইউক্রেইনে পাঠাচ্ছি না।” ইউক্রেইনের কর্মকর্তারা দূর-পাল্লার ‘মাল্টিপল লাঞ্চ রকেট সিস্টেম’ (এমএলআরএস) দেওয়ার অনুরোধ জানিয়েছিলেন। এর পরিপ্রেক্ষিতেই বাইডেন প্রশাসন ইউক্রেইনকে এমন রকেট ব্যবস্থা দেওয়ার চিন্তা-ভাবনা করছিল বলে খবর প্রকাশ করেছিল ‘দ্য ওয়াশিংটন পোস্ট’ পত্রিকা। এই রকেট সিস্টেম হাতে পেলে ইউক্রেইন একসঙ্গে অনেকগুলো রকেট শত শত মাইল দূরে নিক্ষেপ করতে সক্ষম হবে। ইউক্রেইনের পূর্বাঞ্চলে রাশিয়ার অগ্রযাত্রা ঠেকাতে এমন অস্ত্র প্রয়োজন বলেই জানিয়েছেন দেশটির কর্মকর্তারা। কিন্তু মার্কিন পররাষ্ট্রমন্ত্রণালয় বলছে, ইউক্রেইনকে এমএলআরএস দিলে তারা যদি রাশিয়ার ভূখন্ডে সেই রকেট ছুড়ে বসে তাহলে সংঘাত আরও বেড়ে যাবে বলে হোয়াইট হাউজ উদ্বিগ্ন। সিএনএন এবং ওয়াশিংটন পোস্ট গত শুক্রবারের প্রতিবেদনে জানিয়েছিল, বাইডেন প্রশাসন বড় ধরনের সামরিক সহায়তা প্যাকেজের আওতায় ইউক্রেইনকে এমএলআরএস-সহ আরেক ‘হাই মোবিলিটি আর্টিলারি রকেট সিস্টেম’ (এইচআইএমএআরএস) পাঠানোর চিন্তা-ভাবনা করছে। তবে সোমবার বাইডেন এ দুই রকেট সিস্টেমের মধ্যে ঠিক কোনটি ইউক্রেইনকে দেবেন না বলেছেন তা স্পষ্ট হয়নি। যুদ্ধের মোড় ঘুরিয়ে দিতে ইউক্রেইন সরকার পশ্চিমাদের কাছে দূর-পাল্লার আরও অনেক অস্ত্র দেওয়ার অনুরোধ জানিয়েছে।

ট্যাগস :

যোগাযোগ

সম্পাদক : ডা. মোঃ আহসানুল কবির, প্রকাশক : শেখ তানভীর আহমেদ কর্তৃক ন্যাশনাল প্রিন্টিং প্রেস, ১৬৭ ইনার সার্কুলার রোড, মতিঝিল থেকে মুদ্রিত ও ৫৬ এ এইচ টাওয়ার (৯ম তলা), রোড নং-২, সেক্টর নং-৩, উত্তরা মডেল টাউন, ঢাকা-১২৩০ থেকে প্রকাশিত। ফোন-৪৮৯৫৬৯৩০, ৪৮৯৫৬৯৩১, ফ্যাক্স : ৮৮-০২-৭৯১৪৩০৮, ই-মেইল : [email protected]
আপলোডকারীর তথ্য

রাশিয়ায় আঘাত হানতে সক্ষম রকেট ইউক্রেইনে পাঠাবে না যুক্তরাষ্ট্র: বাইডেন

আপডেট সময় : ০১:০৭:১০ অপরাহ্ন, মঙ্গলবার, ৩১ মে ২০২২

আন্তর্জাতিক ডেস্ক : যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট জো বাইডেন বলেছেন, রাশিয়ায় আঘাত হানতে পারে এমন রকেট সিস্টেম ইউক্রেইনে পাঠাবেন না তিনি। যুক্তরাষ্ট্র প্রশাসন রাশিয়ার বিরুদ্ধে লড়াইয়ের জন্য ইউক্রেইনে অত্যাধুনিক দূর-পাল্লার রকেট সিস্টেম পাঠানোর প্রস্তুতি নিচ্ছে- এমন খবর আসার পর সোমবার বাইডেন একথা বললেন। ডেলাওয়্যারে সাপ্তাহিক ছুটি কাটিয়ে সদ্য হোয়াইট হাউজে ফিরেছেন বাইডেন। সেখানেই সাংবাদিকদেরকে তিনি বলেন, “রাশিয়ার ভূখন্ডে পৌঁছতে সক্ষম রকেট সিস্টেম আমরা ইউক্রেইনে পাঠাচ্ছি না।” ইউক্রেইনের কর্মকর্তারা দূর-পাল্লার ‘মাল্টিপল লাঞ্চ রকেট সিস্টেম’ (এমএলআরএস) দেওয়ার অনুরোধ জানিয়েছিলেন। এর পরিপ্রেক্ষিতেই বাইডেন প্রশাসন ইউক্রেইনকে এমন রকেট ব্যবস্থা দেওয়ার চিন্তা-ভাবনা করছিল বলে খবর প্রকাশ করেছিল ‘দ্য ওয়াশিংটন পোস্ট’ পত্রিকা। এই রকেট সিস্টেম হাতে পেলে ইউক্রেইন একসঙ্গে অনেকগুলো রকেট শত শত মাইল দূরে নিক্ষেপ করতে সক্ষম হবে। ইউক্রেইনের পূর্বাঞ্চলে রাশিয়ার অগ্রযাত্রা ঠেকাতে এমন অস্ত্র প্রয়োজন বলেই জানিয়েছেন দেশটির কর্মকর্তারা। কিন্তু মার্কিন পররাষ্ট্রমন্ত্রণালয় বলছে, ইউক্রেইনকে এমএলআরএস দিলে তারা যদি রাশিয়ার ভূখন্ডে সেই রকেট ছুড়ে বসে তাহলে সংঘাত আরও বেড়ে যাবে বলে হোয়াইট হাউজ উদ্বিগ্ন। সিএনএন এবং ওয়াশিংটন পোস্ট গত শুক্রবারের প্রতিবেদনে জানিয়েছিল, বাইডেন প্রশাসন বড় ধরনের সামরিক সহায়তা প্যাকেজের আওতায় ইউক্রেইনকে এমএলআরএস-সহ আরেক ‘হাই মোবিলিটি আর্টিলারি রকেট সিস্টেম’ (এইচআইএমএআরএস) পাঠানোর চিন্তা-ভাবনা করছে। তবে সোমবার বাইডেন এ দুই রকেট সিস্টেমের মধ্যে ঠিক কোনটি ইউক্রেইনকে দেবেন না বলেছেন তা স্পষ্ট হয়নি। যুদ্ধের মোড় ঘুরিয়ে দিতে ইউক্রেইন সরকার পশ্চিমাদের কাছে দূর-পাল্লার আরও অনেক অস্ত্র দেওয়ার অনুরোধ জানিয়েছে।