ঢাকা ০৬:০৩ অপরাহ্ন, মঙ্গলবার, ১৬ সেপ্টেম্বর ২০২৫

রাশিয়ার হামলা বন্ধের দাবিতে ইউক্রেনে রাস্তায় বিক্ষোভ

  • আপডেট সময় : ০৯:২৫:৩৬ পূর্বাহ্ন, রবিবার, ৬ ফেব্রুয়ারী ২০২২
  • ১১১ বার পড়া হয়েছে

আন্তর্জাতিক ডেস্ক : ইউক্রেনের দ্বিতীয় বৃহত্তম শহর খারকিভের রাস্তায় কয়েক হাজার মানুষ বিক্ষোভ করেছেন। স্থানীয় সময় গতকাল শনিবার এই বিক্ষোভ হয়। বিক্ষোভকারীদের হাতে থাকা ব্যানারে লেখা ছিল ‘খারকিভ ইউক্রেন’ ও ‘রাশিয়ার হামলা বন্ধ কর’। খবর রয়টার্সের।
ইউক্রেন সীমান্তে রাশিয়া কয়েক হাজার সেনা মোতায়েন করেছে। নিরাপত্তার খাতিরে এই সেনা মোতায়েন করা হয়েছে বলে যুক্তি দিয়েছে রাশিয়া। তবে যুক্তরাষ্ট্রসহ পশ্চিমা বিশ্বের আশঙ্কা রাশিয়া যেকোনো সময় ইউক্রেনে হামলা চালাতে পারে। পশ্চিমা দেশ এবং মস্কোর মধ্যে কয়েক সপ্তাহ ধরে কূটনৈতিক আলোচনা চললেও কোনো সুফল আসেনি।
বিক্ষোভকারীরা ইউক্রেনের জাতীয় সংগীত গেয়ে ও হাতে দেশটির জাতীয় পতাকা নিয়ে বিক্ষোভ করেন
ইউক্রেনে হামলার পরিকল্পনা অস্বীকার করেছে মস্কো। তবে মস্কো নিজেদের নিরাপত্তা নিশ্চিত করার দাবি জানিয়েছে। ন্যাটো জোটে ইউক্রেন থাকুক, এমনটা চায় না মস্কো।
রাশিয়া সীমান্ত থেকে ৪২ কিলোমিটার দূরে খারকিভ শহর। এটি পূর্বাঞ্চলের শিল্পোন্নত হিসেবে পরিচিত। ইউক্রেনের প্রেসিডেন্ট ভলোদিমির জেলেনস্কি বলেন, রাশিয়ার সম্ভাব্য হামলার লক্ষ্যবস্তু হতে পারে খারকিভ। পরে তাঁর মুখপাত্র বলেন, প্রেসিডেন্ট এমনটা কেবল অনুমান করেছেন।
খারকিভের রাস্তায় বিক্ষোভকারীরা ইউক্রেনের জাতীয় সংগীত গেয়ে ও হাতে দেশটির জাতীয় পতাকা নিয়ে বিক্ষোভ করেন। বিক্ষোভকারীদের হাতে কিয়েভের মিত্রদেশগুলো, যেমন যুক্তরাষ্ট্র, যুক্তরাজ্য ও ইউরোপীয় ইউনিয়নের পতাকাও ছিল।
খারকিভের বাসিন্দা নিনা কেভিতকো বলেন, জনগণ রাস্তায় নেমে বিক্ষোভের মাধ্যমে প্রমাণ করেছেন যে খারকিভ ইউক্রেনের শহর। কোনো হামলার মুখে তাঁরা আত্মসমর্পণ করবেন নার্।
এদিকে রাশিয়া ইউক্রেনে হামলা চালাতে পারে, এমন আশঙ্কার মধ্যে পোল্যান্ডে বিপুল সামরিক সরঞ্জাম পাঠিয়েছে যুক্তরাষ্ট্র। এর আগে ইউক্রেনে সামরিক সহায়তা পাঠিয়েছিল দেশটি। ইউরোপে মস্কোর আগ্রাসন রুখতে যুক্তরাষ্ট্রের এই পদক্ষেপ বলে মনে করা হচ্ছে।

ট্যাগস :

যোগাযোগ

সম্পাদক : ডা. মোঃ আহসানুল কবির, প্রকাশক : শেখ তানভীর আহমেদ কর্তৃক ন্যাশনাল প্রিন্টিং প্রেস, ১৬৭ ইনার সার্কুলার রোড, মতিঝিল থেকে মুদ্রিত ও ৫৬ এ এইচ টাওয়ার (৯ম তলা), রোড নং-২, সেক্টর নং-৩, উত্তরা মডেল টাউন, ঢাকা-১২৩০ থেকে প্রকাশিত। ফোন-৪৮৯৫৬৯৩০, ৪৮৯৫৬৯৩১, ফ্যাক্স : ৮৮-০২-৭৯১৪৩০৮, ই-মেইল : [email protected]
আপলোডকারীর তথ্য

রাশিয়ার হামলা বন্ধের দাবিতে ইউক্রেনে রাস্তায় বিক্ষোভ

আপডেট সময় : ০৯:২৫:৩৬ পূর্বাহ্ন, রবিবার, ৬ ফেব্রুয়ারী ২০২২

আন্তর্জাতিক ডেস্ক : ইউক্রেনের দ্বিতীয় বৃহত্তম শহর খারকিভের রাস্তায় কয়েক হাজার মানুষ বিক্ষোভ করেছেন। স্থানীয় সময় গতকাল শনিবার এই বিক্ষোভ হয়। বিক্ষোভকারীদের হাতে থাকা ব্যানারে লেখা ছিল ‘খারকিভ ইউক্রেন’ ও ‘রাশিয়ার হামলা বন্ধ কর’। খবর রয়টার্সের।
ইউক্রেন সীমান্তে রাশিয়া কয়েক হাজার সেনা মোতায়েন করেছে। নিরাপত্তার খাতিরে এই সেনা মোতায়েন করা হয়েছে বলে যুক্তি দিয়েছে রাশিয়া। তবে যুক্তরাষ্ট্রসহ পশ্চিমা বিশ্বের আশঙ্কা রাশিয়া যেকোনো সময় ইউক্রেনে হামলা চালাতে পারে। পশ্চিমা দেশ এবং মস্কোর মধ্যে কয়েক সপ্তাহ ধরে কূটনৈতিক আলোচনা চললেও কোনো সুফল আসেনি।
বিক্ষোভকারীরা ইউক্রেনের জাতীয় সংগীত গেয়ে ও হাতে দেশটির জাতীয় পতাকা নিয়ে বিক্ষোভ করেন
ইউক্রেনে হামলার পরিকল্পনা অস্বীকার করেছে মস্কো। তবে মস্কো নিজেদের নিরাপত্তা নিশ্চিত করার দাবি জানিয়েছে। ন্যাটো জোটে ইউক্রেন থাকুক, এমনটা চায় না মস্কো।
রাশিয়া সীমান্ত থেকে ৪২ কিলোমিটার দূরে খারকিভ শহর। এটি পূর্বাঞ্চলের শিল্পোন্নত হিসেবে পরিচিত। ইউক্রেনের প্রেসিডেন্ট ভলোদিমির জেলেনস্কি বলেন, রাশিয়ার সম্ভাব্য হামলার লক্ষ্যবস্তু হতে পারে খারকিভ। পরে তাঁর মুখপাত্র বলেন, প্রেসিডেন্ট এমনটা কেবল অনুমান করেছেন।
খারকিভের রাস্তায় বিক্ষোভকারীরা ইউক্রেনের জাতীয় সংগীত গেয়ে ও হাতে দেশটির জাতীয় পতাকা নিয়ে বিক্ষোভ করেন। বিক্ষোভকারীদের হাতে কিয়েভের মিত্রদেশগুলো, যেমন যুক্তরাষ্ট্র, যুক্তরাজ্য ও ইউরোপীয় ইউনিয়নের পতাকাও ছিল।
খারকিভের বাসিন্দা নিনা কেভিতকো বলেন, জনগণ রাস্তায় নেমে বিক্ষোভের মাধ্যমে প্রমাণ করেছেন যে খারকিভ ইউক্রেনের শহর। কোনো হামলার মুখে তাঁরা আত্মসমর্পণ করবেন নার্।
এদিকে রাশিয়া ইউক্রেনে হামলা চালাতে পারে, এমন আশঙ্কার মধ্যে পোল্যান্ডে বিপুল সামরিক সরঞ্জাম পাঠিয়েছে যুক্তরাষ্ট্র। এর আগে ইউক্রেনে সামরিক সহায়তা পাঠিয়েছিল দেশটি। ইউরোপে মস্কোর আগ্রাসন রুখতে যুক্তরাষ্ট্রের এই পদক্ষেপ বলে মনে করা হচ্ছে।