আন্তর্জাতিক ডেস্ক : রাশিয়ার একটি সামরিক প্রশিক্ষণ কেন্দ্রে এলোপাতাড়ি গুলি চালিয়ে ১১ জনকে হত্যা করেছে দুই ব্যক্তি। আহত হন আরও ১৫ জন। হামলাকারীরা ইউক্রেনে স্বেচ্ছায় যুদ্ধ করতে এসেছিলেন। শনিবার ইউক্রেন সীমান্তবর্তী রাশিয়ার বেলগোরোড অঞ্চলে ঘটনাটি ঘটে। পাল্টা হামলায় তারা দুজনও নিহত হয়েছেন। গতকাল রোববার বিবিসি তাদের প্রতিবেদনে জানিয়েছে, আগ্নেয়াস্ত্র প্রশিক্ষণের সময় ওই দুই স্বেচ্ছাসেবক একটি দলের ওপর গুলি চালায়।বিস্তারিত না উল্লেখ করে রাশিয়ার প্রতিরক্ষা মন্ত্রণালয় জানিয়েছে, হামলাকারীরা সাবেক সোভিয়েত প্রজাতন্ত্রের ছিলেন। আহতদের উদ্ধার করে হাসপাতালে নেওয়া হয়েছে। কয়েকজনের অবস্থা গুরুতর বলে জানা গেছে। গত মাসে ইউক্রেন যুদ্ধের জন্য আরও ৩ লাখ সেনা সমাবেশের ঘোষণা দিয়েছিলেন রুশ প্রেসিডেন্ট ভøাদিমির পুতিন। তার এ পদক্ষেপের বিরুদ্ধে রাশিয়ার মস্কোসহ বড় শহরগুলোতে বড় ধরনের বিক্ষোভ হয়। ইউক্রেন যুদ্ধ অংশ না নিতে অনেকে দেশ ছেড়ে যান। উল্লেখ্য, পুতিনের নির্দেশে গত ২৪ ফেব্রুয়ারি ইউক্রেনে সামরিক অভিযান শুরু করেছে রুশ বাহিনী। দিন দিন ইউক্রেনীয় ভূখ-ে ক্ষেপণাস্ত্র হামলা বৃদ্ধি করে যাচ্ছে রাশিয়া। তবে পশ্চিমা সামরিক সহায়তায় প্রতিরোধ আরও জোরদার করেছে ইউক্রেনীয় বাহিনী।