প্রযুক্তি ডেস্ক : নিজস্ব প্ল্যাটফর্মে রাশিয়ার সরকারি সংবাদমাধ্যমগুলোর বিজ্ঞাপন আর আয়ের পথ বন্ধ করে দিচ্ছে ইউটিউব। ইউক্রেইনে রাশিয়ার চলমান আগ্রাসনের মধ্যে দেশটির বেশ কিছু চ্যানেলের আয়ের সক্ষমতা “স্থগিত” করা হচ্ছে বলে নিশ্চিত করেছে শীর্ষ ভিডিও শেয়ারিং প্ল্যাটফর্মটি।
সম্প্রতি রাশিয়ার উপর আরোপিত নিষেধাজ্ঞার সঙ্গে সামঞ্জস্য রেখে “একাধিক রাশিয়ান চ্যানেলের” আয়ের পথ বন্ধ করে দেওয়া হচ্ছে বলে রয়টার্সকে নিশ্চিত করেছে ইউটিউব।
রাশিয়ার সরকার পরিচালিত চ্যানেলগুলো সাধারণ ব্যবহারকারীদের সামনে আরো কম উপস্থাপন করা হবে বলে রয়টার্সকে জানিয়েছেন ইউটিউব মুখপাত্র ফার্শাদ শাদলু। এ ছাড়াও “সরকারি অনুরোধে” রাশিয়ার সংবাদমাধ্যম ‘আরটি’সহ বেশ কিছু চ্যানেলের প্রচার ইউক্রেইনে বন্ধ রাখা হচ্ছে। ২০১৮ সাল থেকেই সরকার সমর্থিত প্রতিষ্ঠানের ভিডিওতে ‘লেবেল’ জুড়ে দেওয়া শুরু করেছে ইউটিউব।
‘আরটি’র ইউটিউব চ্যানেলের বিজ্ঞাপন থেকে আয়ের পথ বন্ধ করার বিষয়ে নিশ্চিত করলেও আর কোন কোন চ্যানেলের আয়ের পথ অস্থায়ীভাবে বন্ধ করা হচ্ছে সে বিষয়ে কিছু বলেনি ইউটিউব। ইউটিউবের কাছে আয়ের পথ বন্ধ করে দেওয়া চ্যানেলগুলোর তালিকা চাইলেও প্রতিষ্ঠানটির কাছ থেকে তাৎক্ষণিক কোনো উত্তর পায়নি প্রযুক্তিবিষয়ক সাইট ভার্জ। রাশিয়ার সরকার সমর্থিত সংবাদমাধ্যমের কনটেন্টে বিজ্ঞাপন দেওয়া ইতোমধ্যেই বন্ধ করে দিয়েছে ফেইসবুক। রাশিয়া ও ইউক্রেইন উভয় দেশে বিজ্ঞাপন দেওয়া বন্ধ করে দিয়েছে টুইটার। তারপর থেকে নিজ ভূখ-ে ফেইসবুক ও টুইটারকে ‘আংশিক’ ব্লক করেছে রাশিয়া। এখনো ইউটিউবকে এখনো ব্লক করেনি রাশিয়া। কিন্তু, গেল বছরের অক্টোবরেই আরটি নিয়ন্ত্রিত দুটি চ্যানেল বন্ধ করে দেওয়ার প্রতিবাদে নিজ ভূখ-ে ইউটিউবের পুরো প্ল্যাটফর্ম ব্লক করার হুমকি দিয়েছিল রাশিয়া কর্তৃপক্ষ।
রাশিয়ার সরকারি চ্যানেলের আয়ের পথ বন্ধ করছে ইউটিউব
ট্যাগস :
জনপ্রিয় সংবাদ