আন্তর্জাতিক ডেস্ক : পূর্ব ইউক্রেনে রাশিয়ার বিস্ফোরক শেলের আঘাতে একটি শতাব্দী প্রাচীন অর্থোডক্স মঠ ব্যাপকভাবে ক্ষতিগ্রস্ত হয়েছে। মঠটি সরাসরি আঘাত থেকে রক্ষা পেলেও ক্ষতি থেকে রক্ষা পায়নি। গির্জার এক বিবৃতিতে এ কথা জানানো হয়েছে। খবর বিবিসি।
গত শনিবার সন্ধ্যায় ডোনেটস্কের সোভিয়াতোহিরস্ক লাভরার একটি সেতুর কাছে একটি বায়বীয় বোমা বিস্ফোরিত হয়। এতে মঠের প্রায় সমস্ত জানালা ধ্বংস হয় এবং বেশ কয়েকটি ভবন ক্ষতিগ্রস্ত হয়। ভিক্ষু এবং ভিতরে আশ্রয় নেওয়া স্থানান্তরিত ব্যক্তিরাসহ একাধিক ব্যক্তি আহত হয়েছেন এবং তাদের হাসপাতালে নিয়ে যাওয়া হয়েছে। এ ঘটনায় কোনো মৃত্যুর খবর পাওয়া যায়নি। অনলাইন সংবাদপত্র উক্রাইনস্কা প্রাভদা অনুসারে, মঠের সেলারগুলি এখন প্রায় ৫২০০ শরণার্থীকে আবাসন দিচ্ছে। এর মধ্যে প্রায় ২০০ শিশু রয়েছে।
রাশিয়ার শেলের আঘাতে শতাব্দী প্রাচীন অর্থোডক্স মঠ ক্ষতিগ্রস্ত
ট্যাগস :
জনপ্রিয় সংবাদ