ঢাকা ১০:৩১ অপরাহ্ন, শুক্রবার, ১৮ জুলাই ২০২৫

রাশিয়ার বিরুদ্ধে লড়াইয়ে যোগ দিতে বিশ্ববাসীর প্রতি আহ্বান জেলেনস্কির

  • আপডেট সময় : ০১:৫৫:২১ অপরাহ্ন, রবিবার, ২৭ ফেব্রুয়ারী ২০২২
  • ৮৯ বার পড়া হয়েছে

প্রত্যাশা ডেস্ক : রাশিয়ার বিরুদ্ধে লড়াইয়ে যোগ পুরো দুনিয়ার মানুষের প্রতি আহ্বান জানিয়েছে ইউক্রেন। গতকাল রোববার এক বিবৃতিতে ইউক্রেনের প্রেসিডেন্ট ভলোদিমির জেলেনস্কি এ আহ্বান জানান। এক প্রতিবেদনে এ খবর জানিয়েছে যুক্তরাষ্ট্রভিত্তিক সংবাদমাধ্যম সিএনএন।
ভলোদিমির জেলেনস্কি বলেন, বেসামরিক মানুষকে হত্যা করছে রুশ বাহিনী। তবে নিজেদের আত্মরক্ষায় ইউক্রেনের মানুষ যে সাহস দেখিয়েছে সেটি প্রশংসার দাবিদার। তিনি বলেন, ‘ইউক্রেনীয়রা তাদের মাতৃভূমিকে রক্ষা এবং রাশিয়ার আক্রমণ থেকে ইউরোপ এবং এর মূল্যবোধকে রক্ষার সাহস দেখিয়েছে। এটি কেবল ইউক্রেনে রাশিয়ার আক্রমণ নয়। এটি ইউরোপ, ইউরোপীয় কাঠামো, গণতন্ত্র, মৌলিক মানবাধিকার এবং শান্তিপূর্ণ সহাবস্থানের বিরুদ্ধে যুদ্ধের সূচনা।’
‘দুনিয়ার সব নাগরিক, ইউক্রেন এবং শান্তি ও গণতন্ত্রের বন্ধুদের উদ্দেশে’ জেলেনস্কি বলেন, ‘ইউক্রেন, ইউরোপ এবং বিশ্বের প্রতিরক্ষায় যোগদানে আগ্রহী যে কেউ এসে রাশিয়ার যুদ্ধাপরাধীদের বিরুদ্ধে ইউক্রেনীয়দের কাঁধে কাঁধ রেখে লড়াই করতে পারেন।’
বিবৃতিতে ইউক্রেনের লড়াইয়ে যোগদানে আগ্রহীদের নিজ নিজ দেশের ইউক্রেন দূতাবাসের প্রতিরক্ষা অ্যাটাশে যোগাযোগ করার পরামর্শ দেওয়া হয়েছে।
বেলারুশে আলোচনার প্রস্তাব প্রত্যাখ্যান : ইউক্রেনের সঙ্গে আলোচনার জন্য রাশিয়ার একটি প্রতিনিধি দল বেলারুশে পৌঁছেছে বলে মস্কো জানানোর পর ভলোদিমির জেলেনস্কি বলেছেন, যে দেশের ভূখ- ব্যবহার করে আক্রমণ হয়েছে, সেখানে কোনো বৈঠকে তারা যাবেন না। তবে অন্য কোনো স্থানে রাশিয়ার সঙ্গে আলোচনায় বসতে আপত্তি নেই তার, বলেছেন তিনি। “আপনাদের ভূখ- থেকে যদি কোনো আগ্রাসন না হতো, তাহলে আমরা মিনস্কে আলোচনায় বসতে পারতাম। এখন আলোচনাস্থল হিসেবে অন্য কোনো শহর ব্যবহার করা যেতে পারে,” ইউক্রেনের প্রেসিডেন্ট এমনটাই বলেছেন বলে জানিয়েছে বিবিসি। রাশিয়ার সঙ্গে আলোচনায় বসতে ৫টি শহরের নামও বলেছেন তিনি।
“অবশ্যই আমরা শান্তি চাই, বসতে চাই, যুদ্ধের অবসান চাই। ওয়ারশ, বাতিস্লাভা, বুদাপেস্ট, ইস্তাম্বুল, বাকু-এসব শহরের কথা আমরা রাশিয়ানদের বলেছি। “যে ভূখ- থেকে আমাদের দিকে ক্ষেপণাস্ত্র ছোড়া হয়নি এমন যে কোনো দেশের যে কোনো শহর হলেও হবে। এটাই একমাত্র উপায়, যাতে আলোচনা সৎ হতে পারে ও সত্যিই যুদ্ধের অবসান ঘটাতে পারে,” বলেছেন জেলেনস্কি।

ট্যাগস :

যোগাযোগ

সম্পাদক : ডা. মোঃ আহসানুল কবির, প্রকাশক : শেখ তানভীর আহমেদ কর্তৃক ন্যাশনাল প্রিন্টিং প্রেস, ১৬৭ ইনার সার্কুলার রোড, মতিঝিল থেকে মুদ্রিত ও ৫৬ এ এইচ টাওয়ার (৯ম তলা), রোড নং-২, সেক্টর নং-৩, উত্তরা মডেল টাউন, ঢাকা-১২৩০ থেকে প্রকাশিত। ফোন-৪৮৯৫৬৯৩০, ৪৮৯৫৬৯৩১, ফ্যাক্স : ৮৮-০২-৭৯১৪৩০৮, ই-মেইল : [email protected]
আপলোডকারীর তথ্য

রাশিয়ার বিরুদ্ধে লড়াইয়ে যোগ দিতে বিশ্ববাসীর প্রতি আহ্বান জেলেনস্কির

আপডেট সময় : ০১:৫৫:২১ অপরাহ্ন, রবিবার, ২৭ ফেব্রুয়ারী ২০২২

প্রত্যাশা ডেস্ক : রাশিয়ার বিরুদ্ধে লড়াইয়ে যোগ পুরো দুনিয়ার মানুষের প্রতি আহ্বান জানিয়েছে ইউক্রেন। গতকাল রোববার এক বিবৃতিতে ইউক্রেনের প্রেসিডেন্ট ভলোদিমির জেলেনস্কি এ আহ্বান জানান। এক প্রতিবেদনে এ খবর জানিয়েছে যুক্তরাষ্ট্রভিত্তিক সংবাদমাধ্যম সিএনএন।
ভলোদিমির জেলেনস্কি বলেন, বেসামরিক মানুষকে হত্যা করছে রুশ বাহিনী। তবে নিজেদের আত্মরক্ষায় ইউক্রেনের মানুষ যে সাহস দেখিয়েছে সেটি প্রশংসার দাবিদার। তিনি বলেন, ‘ইউক্রেনীয়রা তাদের মাতৃভূমিকে রক্ষা এবং রাশিয়ার আক্রমণ থেকে ইউরোপ এবং এর মূল্যবোধকে রক্ষার সাহস দেখিয়েছে। এটি কেবল ইউক্রেনে রাশিয়ার আক্রমণ নয়। এটি ইউরোপ, ইউরোপীয় কাঠামো, গণতন্ত্র, মৌলিক মানবাধিকার এবং শান্তিপূর্ণ সহাবস্থানের বিরুদ্ধে যুদ্ধের সূচনা।’
‘দুনিয়ার সব নাগরিক, ইউক্রেন এবং শান্তি ও গণতন্ত্রের বন্ধুদের উদ্দেশে’ জেলেনস্কি বলেন, ‘ইউক্রেন, ইউরোপ এবং বিশ্বের প্রতিরক্ষায় যোগদানে আগ্রহী যে কেউ এসে রাশিয়ার যুদ্ধাপরাধীদের বিরুদ্ধে ইউক্রেনীয়দের কাঁধে কাঁধ রেখে লড়াই করতে পারেন।’
বিবৃতিতে ইউক্রেনের লড়াইয়ে যোগদানে আগ্রহীদের নিজ নিজ দেশের ইউক্রেন দূতাবাসের প্রতিরক্ষা অ্যাটাশে যোগাযোগ করার পরামর্শ দেওয়া হয়েছে।
বেলারুশে আলোচনার প্রস্তাব প্রত্যাখ্যান : ইউক্রেনের সঙ্গে আলোচনার জন্য রাশিয়ার একটি প্রতিনিধি দল বেলারুশে পৌঁছেছে বলে মস্কো জানানোর পর ভলোদিমির জেলেনস্কি বলেছেন, যে দেশের ভূখ- ব্যবহার করে আক্রমণ হয়েছে, সেখানে কোনো বৈঠকে তারা যাবেন না। তবে অন্য কোনো স্থানে রাশিয়ার সঙ্গে আলোচনায় বসতে আপত্তি নেই তার, বলেছেন তিনি। “আপনাদের ভূখ- থেকে যদি কোনো আগ্রাসন না হতো, তাহলে আমরা মিনস্কে আলোচনায় বসতে পারতাম। এখন আলোচনাস্থল হিসেবে অন্য কোনো শহর ব্যবহার করা যেতে পারে,” ইউক্রেনের প্রেসিডেন্ট এমনটাই বলেছেন বলে জানিয়েছে বিবিসি। রাশিয়ার সঙ্গে আলোচনায় বসতে ৫টি শহরের নামও বলেছেন তিনি।
“অবশ্যই আমরা শান্তি চাই, বসতে চাই, যুদ্ধের অবসান চাই। ওয়ারশ, বাতিস্লাভা, বুদাপেস্ট, ইস্তাম্বুল, বাকু-এসব শহরের কথা আমরা রাশিয়ানদের বলেছি। “যে ভূখ- থেকে আমাদের দিকে ক্ষেপণাস্ত্র ছোড়া হয়নি এমন যে কোনো দেশের যে কোনো শহর হলেও হবে। এটাই একমাত্র উপায়, যাতে আলোচনা সৎ হতে পারে ও সত্যিই যুদ্ধের অবসান ঘটাতে পারে,” বলেছেন জেলেনস্কি।