ঢাকা ০১:৫২ পূর্বাহ্ন, শনিবার, ১৭ মে ২০২৫

রাশিয়ার বিরুদ্ধে নিষেধাজ্ঞা দিলো দ.কোরিয়া ও সিঙ্গাপুর

  • আপডেট সময় : ১২:০৮:৩১ অপরাহ্ন, সোমবার, ২৮ ফেব্রুয়ারী ২০২২
  • ৬৯ বার পড়া হয়েছে

আন্তর্জাতিক ডেস্ক : ইউক্রেনে রাশিয়ার হামলার প্রতিক্রিয়া হিসেবে মস্কোর ওপর নিষেধাজ্ঞা আরোপ করেছে এশিয়ার দেশ দক্ষিণ কোরিয়া ও সিঙ্গাপুর। সোমবার (২৮ ফেব্রুয়ারি) এ নিষেধাজ্ঞা জারি করে সংঘাতকে এড়িয়ে চলা এ দুটি দেশ। দক্ষিণ কোরিয়ার পররাষ্ট্র মন্ত্রণালয়ের দেওয়া এক বিবৃতিতে বলা হয়েছে, সিউল কৌশলগত পণ্য রপ্তানি নিষিদ্ধ করবে। তারা সুইফট আন্তর্জাতিক পেমেন্ট সিস্টেম থেকে রাশিয়ার কিছু ব্যাংককে আটকানোর জন্য অন্য দেশগুলোর সঙ্গে যোগ দেবে। একই সঙ্গে যুদ্ধ বিধ্বস্ত ইউক্রেনকে সহায়তার পরিমাণ বাড়াবে। জানা গেছে, যেসব পণ্য রপ্তানি নিষিদ্ধ করতে যাচ্ছে দক্ষিণ কোরিয়া তার মধ্যে রয়েছে ইলেকট্রনিক্স, সেমিকন্ডাক্টর, কম্পিউটার, তথ্য ও যোগাযোগ ব্যবস্থা, সেন্সর ও লেজার, নেভিগেশন ও অ্যাভিওনিক্স এবং সামুদ্রিক ও মহাকাশ সরঞ্জাম। বিবৃতিতে আরো বলা হয়, দক্ষিণ কোরিয়া সরকার ইউক্রেনে রাশিয়ার চালানো হামলার নিন্দা জানাচ্ছে। পরিস্থিতির শান্তিপূর্ণ সমাধানের জন্য রাশিয়ার ওপর অর্থনৈতিক নিষেধাজ্ঞা জারি করা হয়েছে। আন্তর্জাতিক সম্প্রদায়ের সঙ্গে দক্ষিণ কোরিয়া সংহতি প্রকাশ করেছে।
যুক্তরাষ্ট্রের ঘনিষ্ঠ মিত্র দক্ষিণ কোরিয় আগে ঘোষণা করেছিল তারা একতরফা পদক্ষেপ না নিয়ে মস্কোর বিরুদ্ধে পশ্চিমা নেতৃত্বাধীন নিষেধাজ্ঞাগুলো সমর্থন করবে। এদিকে সিঙ্গাপুর সরকার জনায়, ইউক্রেনের জনগণের বিরুদ্ধে অস্ত্র হিসাবে ব্যবহার করা হতে পারে এমন পণ্যের ওপর উপযুক্ত নিষেধাজ্ঞা আরোপ করবে তারা। এশিয়ার অর্থনৈতিক হাব হিসেবে পরিচিত সিঙ্গাপুর সব সময় জাতিসংঘের বিধি-নিষেধ মেনে চলতেই পছন্দ করে। এ দেশটির পক্ষ থেকে অন্য কোনো দেশের ওপর নিষেধাজ্ঞা জারির ঘটনা খুবই বিরল। রাশিয়া ইউক্রেনে হামলা শুরু করলে দক্ষিণ-পূর্ব এশিয়ার দেশ হিসেবে সিঙ্গাপুর ও ইন্দোনেশিয়া মস্কোর তীব্র নিন্দা করে।

ট্যাগস :

যোগাযোগ

সম্পাদক : ডা. মোঃ আহসানুল কবির, প্রকাশক : শেখ তানভীর আহমেদ কর্তৃক ন্যাশনাল প্রিন্টিং প্রেস, ১৬৭ ইনার সার্কুলার রোড, মতিঝিল থেকে মুদ্রিত ও ৫৬ এ এইচ টাওয়ার (৯ম তলা), রোড নং-২, সেক্টর নং-৩, উত্তরা মডেল টাউন, ঢাকা-১২৩০ থেকে প্রকাশিত। ফোন-৪৮৯৫৬৯৩০, ৪৮৯৫৬৯৩১, ফ্যাক্স : ৮৮-০২-৭৯১৪৩০৮, ই-মেইল : [email protected]
আপলোডকারীর তথ্য

রাশিয়ার বিরুদ্ধে নিষেধাজ্ঞা দিলো দ.কোরিয়া ও সিঙ্গাপুর

আপডেট সময় : ১২:০৮:৩১ অপরাহ্ন, সোমবার, ২৮ ফেব্রুয়ারী ২০২২

আন্তর্জাতিক ডেস্ক : ইউক্রেনে রাশিয়ার হামলার প্রতিক্রিয়া হিসেবে মস্কোর ওপর নিষেধাজ্ঞা আরোপ করেছে এশিয়ার দেশ দক্ষিণ কোরিয়া ও সিঙ্গাপুর। সোমবার (২৮ ফেব্রুয়ারি) এ নিষেধাজ্ঞা জারি করে সংঘাতকে এড়িয়ে চলা এ দুটি দেশ। দক্ষিণ কোরিয়ার পররাষ্ট্র মন্ত্রণালয়ের দেওয়া এক বিবৃতিতে বলা হয়েছে, সিউল কৌশলগত পণ্য রপ্তানি নিষিদ্ধ করবে। তারা সুইফট আন্তর্জাতিক পেমেন্ট সিস্টেম থেকে রাশিয়ার কিছু ব্যাংককে আটকানোর জন্য অন্য দেশগুলোর সঙ্গে যোগ দেবে। একই সঙ্গে যুদ্ধ বিধ্বস্ত ইউক্রেনকে সহায়তার পরিমাণ বাড়াবে। জানা গেছে, যেসব পণ্য রপ্তানি নিষিদ্ধ করতে যাচ্ছে দক্ষিণ কোরিয়া তার মধ্যে রয়েছে ইলেকট্রনিক্স, সেমিকন্ডাক্টর, কম্পিউটার, তথ্য ও যোগাযোগ ব্যবস্থা, সেন্সর ও লেজার, নেভিগেশন ও অ্যাভিওনিক্স এবং সামুদ্রিক ও মহাকাশ সরঞ্জাম। বিবৃতিতে আরো বলা হয়, দক্ষিণ কোরিয়া সরকার ইউক্রেনে রাশিয়ার চালানো হামলার নিন্দা জানাচ্ছে। পরিস্থিতির শান্তিপূর্ণ সমাধানের জন্য রাশিয়ার ওপর অর্থনৈতিক নিষেধাজ্ঞা জারি করা হয়েছে। আন্তর্জাতিক সম্প্রদায়ের সঙ্গে দক্ষিণ কোরিয়া সংহতি প্রকাশ করেছে।
যুক্তরাষ্ট্রের ঘনিষ্ঠ মিত্র দক্ষিণ কোরিয় আগে ঘোষণা করেছিল তারা একতরফা পদক্ষেপ না নিয়ে মস্কোর বিরুদ্ধে পশ্চিমা নেতৃত্বাধীন নিষেধাজ্ঞাগুলো সমর্থন করবে। এদিকে সিঙ্গাপুর সরকার জনায়, ইউক্রেনের জনগণের বিরুদ্ধে অস্ত্র হিসাবে ব্যবহার করা হতে পারে এমন পণ্যের ওপর উপযুক্ত নিষেধাজ্ঞা আরোপ করবে তারা। এশিয়ার অর্থনৈতিক হাব হিসেবে পরিচিত সিঙ্গাপুর সব সময় জাতিসংঘের বিধি-নিষেধ মেনে চলতেই পছন্দ করে। এ দেশটির পক্ষ থেকে অন্য কোনো দেশের ওপর নিষেধাজ্ঞা জারির ঘটনা খুবই বিরল। রাশিয়া ইউক্রেনে হামলা শুরু করলে দক্ষিণ-পূর্ব এশিয়ার দেশ হিসেবে সিঙ্গাপুর ও ইন্দোনেশিয়া মস্কোর তীব্র নিন্দা করে।