আন্তর্জাতিক ডেস্ক : রাশিয়ার বিরুদ্ধে ডিনিপ্রোপেট্রোভস্ক অঞ্চলের একটি জ্বালানি ডিপোতে হামলার অভিযোগ করেছে ইউক্রেন। টেলিগ্রামে দেওয়া এক পোস্টে স্থানীয় গভর্নর ভ্যালেন্টিন রেজনিচেঙ্কো এমন অভিযোগ করেছেন। বুধবার এক প্রতিবেদনে এ খবর জানিয়েছে কাতারভিত্তিক সংবাদমাধ্যম আল জাজিরা। ভ্যালেন্টিন রেজনিচেঙ্কো বলেন, রাশিয়ান বাহিনী রাতভর ইউক্রেনের ডিনিপ্রোপেট্রোভস্ক অঞ্চলে একটি জ্বালানি ডিপো এবং একটি কারখানায় হামলা চালিয়েছে। তিনি বলেন, ‘রাতটি ছিল উদ্বেগজনক ও কঠিন। শত্রুরা আকাশ থেকে আমাদের এলাকায় আক্রমণ চালিয়েছে। তেলের ডিপো এবং একটি প্ল্যাটে হামলা চালানো হয়েছে। জ্বালানিসহ তেলের ডিপো ধ্বংস হয়ে গেছে।’ এ ঘটনায় হতাহতের সংখ্যা সম্পর্কে তাৎক্ষণিকভাবে কিছু জানা যায়নি।