ঢাকা ১০:০৩ পূর্বাহ্ন, শনিবার, ০৯ অগাস্ট ২০২৫

রাশিয়ার দাবি পূরণ করা যাবে না: ন্যাটো

  • আপডেট সময় : ০১:২৯:৪৬ অপরাহ্ন, শনিবার, ১৯ ফেব্রুয়ারী ২০২২
  • ৯৩ বার পড়া হয়েছে

আন্তর্জাতিক ডেস্ক : ইউক্রেন সীমান্তে রাশিয়ার সৈন্য মোতায়েনের পর থেকেই উত্তেজনা যেন থামছেই না। যুক্তরাষ্ট্রসহ পশ্চিমারা বলে আসছে, ইউক্রেনে হামলা চালাতে রাশিয়া একটি অজুহাত খুঁজছে। এই সংকটের শুরু থেকেই রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন বলে আসছেন, ইউক্রেন যেন ন্যাটো সামরিক জোটে যোগ না দেয়। এ বিষয়ে পশ্চিমাদের থেকেও প্রতিশ্রুতি চেয়েছেন তিনি। ন্যাটো জোটের প্রধান স্পষ্ট জানিয়ে দিলেন, ক্রেমলিন জানে ন্যাটো কখনোই তাদের দাবি পূরণ করতে পারবে না। মিউনিখ সম্মেলনে ন্যাটোর প্রধান জেনস স্টলটেনবার্গ বলেন, ইউক্রেন সীমান্ত থেকে সৈন্য প্রত্যাহারের বিষয়ে রাশিয়ার কোনো লক্ষণ নেই। এই পরিস্থিতি সংঘাতের ঝুঁকি বাড়িয়ে দিচ্ছে।
আল-জাজিরার প্রতিবেদনে জানানো হয়, সম্প্রতি ইউক্রেন সীমান্ত থেকে রাশিয়া সৈন্য প্রত্যাহারের ঘোষণা দিয়েছে। এরপর থেকে ইউক্রেনের পূর্বাঞ্চলে রুশপন্থি বিচ্ছিনতাবাদীদের হামলার ঘটনা বেড়েই চলেছে। এরই মধ্যে ডোনেটস্ক ও লুহানস্কের নেতারা একটি পূর্ণ সামরিক সংহতি ঘোষণা করেছে।
এমন পরিস্থিতিতে পশ্চিমারা আশঙ্কা করছে, ইউক্রেনে হামলার জন্য রাশিয়া এসব ঘটনা অজুহাত হিসেবে ব্যবহার করতে পারে। রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন জানিয়েছেন, গতকাল শনিবার তিনি ইউক্রেন সীমান্তে রাশিয়ার সামরিক মহড়া তদারকি করবেন। এদিকে, চলমান ইস্যুতে সমর্থন পেতে ইউরোপ সফরে যাচ্ছেন ইউক্রেনের প্রেসিডেন্ট ভলোদিমির জেলেনস্কি।

ট্যাগস :

যোগাযোগ

সম্পাদক : ডা. মোঃ আহসানুল কবির, প্রকাশক : শেখ তানভীর আহমেদ কর্তৃক ন্যাশনাল প্রিন্টিং প্রেস, ১৬৭ ইনার সার্কুলার রোড, মতিঝিল থেকে মুদ্রিত ও ৫৬ এ এইচ টাওয়ার (৯ম তলা), রোড নং-২, সেক্টর নং-৩, উত্তরা মডেল টাউন, ঢাকা-১২৩০ থেকে প্রকাশিত। ফোন-৪৮৯৫৬৯৩০, ৪৮৯৫৬৯৩১, ফ্যাক্স : ৮৮-০২-৭৯১৪৩০৮, ই-মেইল : [email protected]
আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

রাশিয়ার দাবি পূরণ করা যাবে না: ন্যাটো

আপডেট সময় : ০১:২৯:৪৬ অপরাহ্ন, শনিবার, ১৯ ফেব্রুয়ারী ২০২২

আন্তর্জাতিক ডেস্ক : ইউক্রেন সীমান্তে রাশিয়ার সৈন্য মোতায়েনের পর থেকেই উত্তেজনা যেন থামছেই না। যুক্তরাষ্ট্রসহ পশ্চিমারা বলে আসছে, ইউক্রেনে হামলা চালাতে রাশিয়া একটি অজুহাত খুঁজছে। এই সংকটের শুরু থেকেই রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন বলে আসছেন, ইউক্রেন যেন ন্যাটো সামরিক জোটে যোগ না দেয়। এ বিষয়ে পশ্চিমাদের থেকেও প্রতিশ্রুতি চেয়েছেন তিনি। ন্যাটো জোটের প্রধান স্পষ্ট জানিয়ে দিলেন, ক্রেমলিন জানে ন্যাটো কখনোই তাদের দাবি পূরণ করতে পারবে না। মিউনিখ সম্মেলনে ন্যাটোর প্রধান জেনস স্টলটেনবার্গ বলেন, ইউক্রেন সীমান্ত থেকে সৈন্য প্রত্যাহারের বিষয়ে রাশিয়ার কোনো লক্ষণ নেই। এই পরিস্থিতি সংঘাতের ঝুঁকি বাড়িয়ে দিচ্ছে।
আল-জাজিরার প্রতিবেদনে জানানো হয়, সম্প্রতি ইউক্রেন সীমান্ত থেকে রাশিয়া সৈন্য প্রত্যাহারের ঘোষণা দিয়েছে। এরপর থেকে ইউক্রেনের পূর্বাঞ্চলে রুশপন্থি বিচ্ছিনতাবাদীদের হামলার ঘটনা বেড়েই চলেছে। এরই মধ্যে ডোনেটস্ক ও লুহানস্কের নেতারা একটি পূর্ণ সামরিক সংহতি ঘোষণা করেছে।
এমন পরিস্থিতিতে পশ্চিমারা আশঙ্কা করছে, ইউক্রেনে হামলার জন্য রাশিয়া এসব ঘটনা অজুহাত হিসেবে ব্যবহার করতে পারে। রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন জানিয়েছেন, গতকাল শনিবার তিনি ইউক্রেন সীমান্তে রাশিয়ার সামরিক মহড়া তদারকি করবেন। এদিকে, চলমান ইস্যুতে সমর্থন পেতে ইউরোপ সফরে যাচ্ছেন ইউক্রেনের প্রেসিডেন্ট ভলোদিমির জেলেনস্কি।