আন্তর্জাতিক ডেস্ক: রাশিয়ার সাইবেরিয়া অঞ্চলের দ্বিতীয় বৃহত্তম শহর ইয়েকাতেরিনবুর্গে ছুরি হামলার এক ঘটনায় অন্তত তিন জন নিহত হয়েছেন।
গতকাল সোমবার শহরটির একটি রেল স্টেশনের কাছে হামলার এ ঘটনা ঘটে বলে আইন-শৃঙ্খলা রক্ষাবাহিনীর বরাত দিয়ে জানিয়েছে বার্তা সংস্থা টিএএসএস।
যে ব্যক্তি ছুরি নিয়ে লোকজনের ওপর হামলা চালিয়েছে তাকে আটক করা হয়েছে, টিএএসএসের প্রতিবেদনের বরাতে জানিয়েছে বার্তা সংস্থা রয়টার্স। প্রতিবেদনটিতে আইন প্রয়োগকারী সংস্থার উদ্ধৃতি দিয়ে বলা হয়েছে, অ্যালহকোহল নিয়ে বাদানুবাদের মধ্যে ছুরি হামলার এ ঘটনাটি ঘটে
ইয়েকাতেরিনবুর্গের অর্থনীতির আকার, সংস্কৃতি, পরিবহন ব্যবস্থা ও পর্যটনের জন্য উরাল ফেডারেল ডিস্ট্রিক্টের এই প্রধান শহরটিকে রাশিয়ার ‘তৃতীয় রাজধানী’ বলা হয়।
রাশিয়ার ইয়েকাতেরিনবুর্গে ছুরি হামলায় নিহত ৩
ট্যাগস :
জনপ্রিয় সংবাদ