ঢাকা ০৯:৫৬ অপরাহ্ন, মঙ্গলবার, ১৫ জুলাই ২০২৫

রাশিয়ার আগ্রাসনে ইউক্রেইনে ইন্টারনেট সংযোগ ব্যাহত

  • আপডেট সময় : ১০:২১:১২ পূর্বাহ্ন, সোমবার, ২৮ ফেব্রুয়ারী ২০২২
  • ৯১ বার পড়া হয়েছে

প্রযুক্তি ডেস্ক : রাশিয়ার আগ্রাসনে ক্ষতিগ্রস্ত হচ্ছে ইউক্রেইনের ইন্টারনেট সংযোগ ব্যবস্থা। বিশেষ করে দেশটির পূর্বাঞ্চল ও দক্ষিণাঞ্চলে সংঘর্ষের তীব্রতা বাড়ার সঙ্গে সঙ্গে বেড়েছে ইন্টারনেট বিভ্রাট।
শনিবার ইউক্রেইনের দক্ষিণ-পূর্বাঞ্চলের শহর ‘মেলিতোপোল’এর দখল নিয়েছে রাশিয়ার সামরিক বাহিনী। রাশিয়ার সংবাদমাধ্যমগুলোর খবর বলছে, কিয়েভসহ ইউক্রেইনের কয়েকটি শহরে সমন্বিত ক্রুজ মিসাইল ও অন্যান্য ক্ষেপণাস্ত্র হামলা চালাচ্ছে মস্কো।
রয়টার্সের প্রতিবেদন বলছে, রাশিয়ার হামলার মুখে ইউক্রেইনের বৃহত্তম ইন্টারনেট সেবাদাতা ‘গিগাট্র্যান্স’-এর সংযোগ ২০ শতাংশের নিচে নেমে এসেছিল। ইন্টারনেট সংযোগ পর্যবেক্ষক প্রতিষ্ঠান নেটব্লক্সের দেওয়া তথ্য বলছে, সংযোগ ব্যবস্থায় অবনতি হলেও শুক্রবার দিনের শুরুর দিকে আবার আগের অবস্থায় ফেলা শুরু করে ইউক্রেইনের ইন্টারনেট সংযোগ।
“আমরা বর্তমানে জাতীয় পর্যায়ে ইন্টারনেট সংযোগ স্বাভাবিক হারের ৮৭ শতাংশে দেখছি। এই সংখ্যাটি সংযোগে প্রতিবন্ধকতা এবং ২৪ তারিখ সকাল থেকে বাসা-বাড়ি ও ব্যবসা প্রতিষ্ঠান বন্ধ করে নাগরিকদের পালিয়ে যাওয়ার ঘটনার প্রতিফলন,” রয়টার্সের কাছে মন্তব্য করেছেন নেটব্লক্স পরিচালক আল্প টোকার।
“যদিও জাতীয় পর্যায়ে ব্ল্যাকআউটের কোনো ঘটনা ঘটেনি, সবচেয়ে ক্ষতিগ্রস্ত অঞ্চল থেকে খুব কম খবর শোনা যাচ্ছে। আর বাকিদের মধ্যে যে কোনো সময়ে সংযোগ বন্ধ হয়ে পরিবার ও বন্ধুদের থেকে বিচ্ছিন্ন হওয়ার সদা ভয় কাজ করছে।”–যোগ করেন টোকার।
অস্ট্রেলিয়ার ‘মোনাশ আইপি অবসার্ভেটরি’ বলছে, এখন পর্যন্ত কেবল কিয়েভের ‘অবোলোনস্কি’ জেলা এবং ইউক্রেইনের পূর্বাঞ্চলে অবস্থিত ‘খারকিভ’-এর কেন্দ্রীয় অংশে ইন্টারনেট সংযোগ বিচ্ছিন্ন হওয়ার পরিষ্কার ইঙ্গিত পাওয়া গেছে।
অন্যদিকে, বেলারুশের একদল হ্যাকার কিয়েভের সামরিক বাহিনীর ইমেইল অ্যাকাউন্ট হ্যাকিংয়ের চেষ্টা করছে বলে জানিয়েছেন ইউক্রেইনের কর্মকর্তারা। এক ফেইসবুক পোস্টে ইউক্রেইনের ‘কম্পিউটার ইমার্জেন্সি রেসপন্স টিম’ জানিয়েছে, হ্যাকাররা শুধু ইউক্রেইনের নাগরিকদেরই টার্গেট করছে না, ভুক্তভোগী হচ্ছেন পোল্যান্ড, রাশিয়া এবং বেলারুশের নাগরিকরাও। বেলারুশের কয়েকটি সংবাদমাধ্যমও সাইবার আক্রমণের শিকার হয়েছে।

ট্যাগস :

যোগাযোগ

সম্পাদক : ডা. মোঃ আহসানুল কবির, প্রকাশক : শেখ তানভীর আহমেদ কর্তৃক ন্যাশনাল প্রিন্টিং প্রেস, ১৬৭ ইনার সার্কুলার রোড, মতিঝিল থেকে মুদ্রিত ও ৫৬ এ এইচ টাওয়ার (৯ম তলা), রোড নং-২, সেক্টর নং-৩, উত্তরা মডেল টাউন, ঢাকা-১২৩০ থেকে প্রকাশিত। ফোন-৪৮৯৫৬৯৩০, ৪৮৯৫৬৯৩১, ফ্যাক্স : ৮৮-০২-৭৯১৪৩০৮, ই-মেইল : [email protected]
আপলোডকারীর তথ্য

আবু সাঈদের নৃশংস হত্যাকাণ্ডে গণঅভ্যুত্থানের সূচনা

রাশিয়ার আগ্রাসনে ইউক্রেইনে ইন্টারনেট সংযোগ ব্যাহত

আপডেট সময় : ১০:২১:১২ পূর্বাহ্ন, সোমবার, ২৮ ফেব্রুয়ারী ২০২২

প্রযুক্তি ডেস্ক : রাশিয়ার আগ্রাসনে ক্ষতিগ্রস্ত হচ্ছে ইউক্রেইনের ইন্টারনেট সংযোগ ব্যবস্থা। বিশেষ করে দেশটির পূর্বাঞ্চল ও দক্ষিণাঞ্চলে সংঘর্ষের তীব্রতা বাড়ার সঙ্গে সঙ্গে বেড়েছে ইন্টারনেট বিভ্রাট।
শনিবার ইউক্রেইনের দক্ষিণ-পূর্বাঞ্চলের শহর ‘মেলিতোপোল’এর দখল নিয়েছে রাশিয়ার সামরিক বাহিনী। রাশিয়ার সংবাদমাধ্যমগুলোর খবর বলছে, কিয়েভসহ ইউক্রেইনের কয়েকটি শহরে সমন্বিত ক্রুজ মিসাইল ও অন্যান্য ক্ষেপণাস্ত্র হামলা চালাচ্ছে মস্কো।
রয়টার্সের প্রতিবেদন বলছে, রাশিয়ার হামলার মুখে ইউক্রেইনের বৃহত্তম ইন্টারনেট সেবাদাতা ‘গিগাট্র্যান্স’-এর সংযোগ ২০ শতাংশের নিচে নেমে এসেছিল। ইন্টারনেট সংযোগ পর্যবেক্ষক প্রতিষ্ঠান নেটব্লক্সের দেওয়া তথ্য বলছে, সংযোগ ব্যবস্থায় অবনতি হলেও শুক্রবার দিনের শুরুর দিকে আবার আগের অবস্থায় ফেলা শুরু করে ইউক্রেইনের ইন্টারনেট সংযোগ।
“আমরা বর্তমানে জাতীয় পর্যায়ে ইন্টারনেট সংযোগ স্বাভাবিক হারের ৮৭ শতাংশে দেখছি। এই সংখ্যাটি সংযোগে প্রতিবন্ধকতা এবং ২৪ তারিখ সকাল থেকে বাসা-বাড়ি ও ব্যবসা প্রতিষ্ঠান বন্ধ করে নাগরিকদের পালিয়ে যাওয়ার ঘটনার প্রতিফলন,” রয়টার্সের কাছে মন্তব্য করেছেন নেটব্লক্স পরিচালক আল্প টোকার।
“যদিও জাতীয় পর্যায়ে ব্ল্যাকআউটের কোনো ঘটনা ঘটেনি, সবচেয়ে ক্ষতিগ্রস্ত অঞ্চল থেকে খুব কম খবর শোনা যাচ্ছে। আর বাকিদের মধ্যে যে কোনো সময়ে সংযোগ বন্ধ হয়ে পরিবার ও বন্ধুদের থেকে বিচ্ছিন্ন হওয়ার সদা ভয় কাজ করছে।”–যোগ করেন টোকার।
অস্ট্রেলিয়ার ‘মোনাশ আইপি অবসার্ভেটরি’ বলছে, এখন পর্যন্ত কেবল কিয়েভের ‘অবোলোনস্কি’ জেলা এবং ইউক্রেইনের পূর্বাঞ্চলে অবস্থিত ‘খারকিভ’-এর কেন্দ্রীয় অংশে ইন্টারনেট সংযোগ বিচ্ছিন্ন হওয়ার পরিষ্কার ইঙ্গিত পাওয়া গেছে।
অন্যদিকে, বেলারুশের একদল হ্যাকার কিয়েভের সামরিক বাহিনীর ইমেইল অ্যাকাউন্ট হ্যাকিংয়ের চেষ্টা করছে বলে জানিয়েছেন ইউক্রেইনের কর্মকর্তারা। এক ফেইসবুক পোস্টে ইউক্রেইনের ‘কম্পিউটার ইমার্জেন্সি রেসপন্স টিম’ জানিয়েছে, হ্যাকাররা শুধু ইউক্রেইনের নাগরিকদেরই টার্গেট করছে না, ভুক্তভোগী হচ্ছেন পোল্যান্ড, রাশিয়া এবং বেলারুশের নাগরিকরাও। বেলারুশের কয়েকটি সংবাদমাধ্যমও সাইবার আক্রমণের শিকার হয়েছে।