আন্তর্জাতিক ডেস্ক : ইউক্রেনের প্রতিরক্ষামন্ত্রী ওলেক্সি রেজনিকোভ বলেছেন: রাশিয়া আবার ইউক্রেনে বড় ধরনের হামলার পরিকল্পনা করছে। বৃহস্পতিবার ২ ফেব্রুয়ারি সকালে বিবিসির প্রকাশিত এক প্রতিবেদনে এ তথ্য জানা যায়। প্রতিমন্ত্রী বলেন, মস্কো হাজার হাজার সৈন্য সংগ্রহ করছে, তারা গত বছর এ দিনেই ইউক্রেন আক্রমণ শুরু করে। এখন তারা গত বছরের হামলার বর্ষপূর্তি উপলক্ষে ‘কিছু করার চেষ্টা করবে’। যদিও নিয়মিতই একের পর এক ইউক্রেনে হামলা চালাচ্ছে রাশিয়া। সর্বশেষ ইউক্রেনের ক্রামতোর্স্ক শহরে এক হামলায় তিনজন নিহত হয়েছেন। এ ছাড়াও প্রাদেশিক গভর্নর বলেন, রাশিয়ান ক্ষেপণাস্ত্র দোনেৎস্ক অঞ্চলের একটি আবাসিক ভবনে আঘাত হানলে আরও আটজন আহত হয়। এ হামলার পর সামাজিক যোগাযোগমাধ্যমে এক পোস্টে ইউক্রেনের প্রেসিডেন্ট জেলেনস্কি বলেন, ‘রাশিয়ার সন্ত্রাস বন্ধের একমাত্র উপায় তাদের পরাজিত করা। ট্যাংক, যুদ্ধবিমান ও দূরপাল্লার ক্ষেপণাস্ত্র দিয়েই তাদের হারাতে হবে।’যুক্তরাষ্ট্রভিত্তিক যুদ্ধবিষয়ক সংস্থা ইনস্টিটিউট ফর দ্য স্টাডি অব ওয়ার (আইএসডব্লিউ) সাম্প্রতিক সময়ে জানিয়েছে, ‘রাশিয়া বড় সিদ্ধান্ত নিতে পারে’ এবং ইউক্রেনের পূর্ব দিকে ‘বড় হামলা’ চালাতে পারে।