ঢাকা ০৪:৪৬ অপরাহ্ন, বুধবার, ২৭ অগাস্ট ২০২৫

রাশিয়া আলোচনার বিষয়ে ‘সিরিয়াস’ না: সিআইএ

  • আপডেট সময় : ০১:৪০:২১ অপরাহ্ন, শনিবার, ১৭ ডিসেম্বর ২০২২
  • ৮৮ বার পড়া হয়েছে

আন্তর্জাতিক ডেস্ক : যুক্তরাষ্ট্রের কেন্দ্রীয় গোয়েন্দা সংস্থার (সিআইএ) পরিচালক উইলিয়াম বার্নস শুক্রবার বলেছেন, ‘ইউক্রেনের বেসামরিক অবকাঠামোর ওপর রাশিয়ার ধারবাহিক হামলা অব্যাহত থাকবে’। তবে শীতের তীব্রতা যতই বাড়বে উভয় বাহিনীর লড়াইয়ের গতি কমে আসবে বলে ধারণা করছে সংস্থাটি।এক সাক্ষাৎকারে বার্নস বলেন, এই সংঘাত অবসানে সিআইএ তাৎক্ষণিক কোনও আলোচনার পথ দেখছেন না। রাশিয়া সত্যিকারের আলোচনা বসতে সিরিয়াস না।তার আগে একাধিক মার্কিন কর্মকর্তা আভাস দিয়েছিলেন যে, শীতে বাড়ার সঙ্গে সঙ্গে রাশিয়া ইউক্রেনের জ্বালানি অবকাঠামোয় লাগাতার হামলা চালিয়ে অন্ধকারে ডুবিয়ে দিতে পারে দেশটিকে। পশ্চিমা নেতাদের মতে, ইউক্রেন ভূখণ্ডে বিপর্যয়ে পড়ে বেপোরোয়া হয়ে এমন হামলা চালাচ্ছে মস্কো।এরই অংশ হিসেবে শুক্রবারও একাধিক স্থানে ক্ষেপণাস্ত্র হামলা চালায় রুশ বাহিনী। আসছে বছরের শুরুতে রাশিয়া নতুন সর্বাত্মক আক্রমণের প্রস্তুতি নিচ্ছে বলে ইউক্রেনীয় কর্মকর্তারা হুঁশিয়ারি জানানোর পর শুক্রবার ক্ষেপণাস্ত্র হামলা চালালো রুশ সেনারা। ২৪ ফেব্রুয়ারি আক্রমণ শুরুর পর ইউক্রেনকে বিধ্বস্ত করলেও খুব বেশি ভূখণ্ড নিজেদের নিয়ন্ত্রণে নিতে পারেনি রাশিয়া। দক্ষিণাঞ্চলীয় ইউক্রেনের মাইকোলাইভের গভর্নর ভিটালি কিম বলেছেন, ইউক্রেন লক্ষ্য করে ছোড়া রাশিয়ার প্রায় ৬০ রুশ ক্ষেপণাস্ত্র চিহ্নিত করা হয়েছে।

ট্যাগস :

যোগাযোগ

সম্পাদক : ডা. মোঃ আহসানুল কবির, প্রকাশক : শেখ তানভীর আহমেদ কর্তৃক ন্যাশনাল প্রিন্টিং প্রেস, ১৬৭ ইনার সার্কুলার রোড, মতিঝিল থেকে মুদ্রিত ও ৫৬ এ এইচ টাওয়ার (৯ম তলা), রোড নং-২, সেক্টর নং-৩, উত্তরা মডেল টাউন, ঢাকা-১২৩০ থেকে প্রকাশিত। ফোন-৪৮৯৫৬৯৩০, ৪৮৯৫৬৯৩১, ফ্যাক্স : ৮৮-০২-৭৯১৪৩০৮, ই-মেইল : [email protected]
আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

রাশিয়া আলোচনার বিষয়ে ‘সিরিয়াস’ না: সিআইএ

আপডেট সময় : ০১:৪০:২১ অপরাহ্ন, শনিবার, ১৭ ডিসেম্বর ২০২২

আন্তর্জাতিক ডেস্ক : যুক্তরাষ্ট্রের কেন্দ্রীয় গোয়েন্দা সংস্থার (সিআইএ) পরিচালক উইলিয়াম বার্নস শুক্রবার বলেছেন, ‘ইউক্রেনের বেসামরিক অবকাঠামোর ওপর রাশিয়ার ধারবাহিক হামলা অব্যাহত থাকবে’। তবে শীতের তীব্রতা যতই বাড়বে উভয় বাহিনীর লড়াইয়ের গতি কমে আসবে বলে ধারণা করছে সংস্থাটি।এক সাক্ষাৎকারে বার্নস বলেন, এই সংঘাত অবসানে সিআইএ তাৎক্ষণিক কোনও আলোচনার পথ দেখছেন না। রাশিয়া সত্যিকারের আলোচনা বসতে সিরিয়াস না।তার আগে একাধিক মার্কিন কর্মকর্তা আভাস দিয়েছিলেন যে, শীতে বাড়ার সঙ্গে সঙ্গে রাশিয়া ইউক্রেনের জ্বালানি অবকাঠামোয় লাগাতার হামলা চালিয়ে অন্ধকারে ডুবিয়ে দিতে পারে দেশটিকে। পশ্চিমা নেতাদের মতে, ইউক্রেন ভূখণ্ডে বিপর্যয়ে পড়ে বেপোরোয়া হয়ে এমন হামলা চালাচ্ছে মস্কো।এরই অংশ হিসেবে শুক্রবারও একাধিক স্থানে ক্ষেপণাস্ত্র হামলা চালায় রুশ বাহিনী। আসছে বছরের শুরুতে রাশিয়া নতুন সর্বাত্মক আক্রমণের প্রস্তুতি নিচ্ছে বলে ইউক্রেনীয় কর্মকর্তারা হুঁশিয়ারি জানানোর পর শুক্রবার ক্ষেপণাস্ত্র হামলা চালালো রুশ সেনারা। ২৪ ফেব্রুয়ারি আক্রমণ শুরুর পর ইউক্রেনকে বিধ্বস্ত করলেও খুব বেশি ভূখণ্ড নিজেদের নিয়ন্ত্রণে নিতে পারেনি রাশিয়া। দক্ষিণাঞ্চলীয় ইউক্রেনের মাইকোলাইভের গভর্নর ভিটালি কিম বলেছেন, ইউক্রেন লক্ষ্য করে ছোড়া রাশিয়ার প্রায় ৬০ রুশ ক্ষেপণাস্ত্র চিহ্নিত করা হয়েছে।