ঢাকা ১১:১৮ পূর্বাহ্ন, বুধবার, ২০ অগাস্ট ২০২৫

রাশিয়ার রিয়াজান অঞ্চলে গানপাউডার কারখানায় বিস্ফোরণ, নিহত ২০

  • আপডেট সময় : ০২:৪৬:১৫ অপরাহ্ন, সোমবার, ১৮ অগাস্ট ২০২৫
  • ১২ বার পড়া হয়েছে

ছবি সংগৃহীত

আন্তর্জাতিক ডেস্ক: রাশিয়ার রাজধানী মস্কোর উপকণ্ঠে রিয়াজান অঞ্চলের একটি গানপাউডার উৎপাদন কারখানায় ভয়াবহ বিস্ফোরণে মৃত্যুর সংখ্যা বেড়ে দাঁড়িয়েছে ২০ জনে। আহত হয়েছেন আরো ১৩৪ জন। সোমবার (১৮ আগস্ট) স্থানীয় জরুরি সেবা জানিয়েছে, গত শনিবার স্থানীয় সময় সকালে এ বিস্ফোরণ ঘটে। বিস্ফোরণের পরপরই কারখানার বড় অংশ ধসে পড়ে এবং আশপাশে ব্যাপক ক্ষয়ক্ষতি হয়। ব্রিটিশ বার্তা সংস্থা রয়টার্স এ খবর জানিয়েছে।

রিয়াজান অঞ্চলের গভর্নর পাভেল মালকভ বলেছিলেন যে ঘটনাটি ওই কারখানার একটি ওয়ার্কশপে আগুন লাগা থেকে শুরু হয়েছিল। ওই কারখানাটি মস্কোর ঠিক দক্ষিণ-পূর্বে অবস্থিত।

স্থানীয় গণমাধ্যমগুলো জানিয়েছে, কারখানাটিতে বন্দুকের গুলি ও গানপাউডার উৎপাদন হতো। কিন্তু গণমাধ্যমের প্রতিবেদন থেকে স্পষ্ট নয় যে আগুনের কারণ কী ছিল অথবা কারখানাটি আসলে কী উৎপাদন করছিল।

কারণ বিস্ফোরণের কারণ এখনো স্পষ্ট নয়। প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে,কারখানার ভেতরে দাহ্য পদার্থের সংস্পর্শে আগুন লেগে এ বিস্ফোরণ ঘটে থাকতে পারে। এ ঘটনায় তদন্ত শুরু করেছে রাশিয়ার কর্তৃপক্ষ।

সরকারি সূত্রগুলো আহতদের খুঁজে বের করা ও চিকিৎসার প্রচেষ্টা ছাড়া অন্য কোনো বিস্তারিত তথ্য দেয়নি।

স্থানীয় জরুরি সেবা সদর দফতর টেলিগ্রামে এক পোস্টে বলেছে, ১৮ আগস্ট পর্যন্ত জরুরি ঘটনার ফলে ২০ জন মারা গেছেন। ১৩৪ জন আহত হয়েছেন। এর মধ্যে ৩১ জন রোগী রিয়াজান ও মস্কোর হাসপাতালে ভর্তি রয়েছেন। আর ১০৩ জন বহির্বিভাগে চিকিৎসা নিচ্ছেন।

জরুরি সেবা বিভাগের কর্মকর্তারা জানিয়েছেন,ধ্বংসস্তূপের ভেতর আটকে পড়া লোকজনকে উদ্ধারের জন্য টানা অভিযান চলছে। আহতদের স্থানীয় বিভিন্ন হাসপাতালে ভর্তি করা হয়েছে। সামাজিক যোগাযোগমাধ্যমে প্রকাশিত ছবিতে দেখা গেছে, পুরো ভবন ধসে ধ্বংসস্তূপে পরিণত হয়েছে।

দেশটির জরুরি ব্যবস্থাপনা মন্ত্রণালয় এক বিবৃতিতে জানিয়েছে, ঘটনাস্থলে উদ্ধার অভিযান অব্যাহত রয়েছে। নিহতদের পরিবারের প্রতি গভীর শোক প্রকাশ করেছে মন্ত্রণালয়।

এসি/

ট্যাগস :

যোগাযোগ

সম্পাদক : ডা. মোঃ আহসানুল কবির, প্রকাশক : শেখ তানভীর আহমেদ কর্তৃক ন্যাশনাল প্রিন্টিং প্রেস, ১৬৭ ইনার সার্কুলার রোড, মতিঝিল থেকে মুদ্রিত ও ৫৬ এ এইচ টাওয়ার (৯ম তলা), রোড নং-২, সেক্টর নং-৩, উত্তরা মডেল টাউন, ঢাকা-১২৩০ থেকে প্রকাশিত। ফোন-৪৮৯৫৬৯৩০, ৪৮৯৫৬৯৩১, ফ্যাক্স : ৮৮-০২-৭৯১৪৩০৮, ই-মেইল : [email protected]
আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

রাশিয়ার রিয়াজান অঞ্চলে গানপাউডার কারখানায় বিস্ফোরণ, নিহত ২০

আপডেট সময় : ০২:৪৬:১৫ অপরাহ্ন, সোমবার, ১৮ অগাস্ট ২০২৫

আন্তর্জাতিক ডেস্ক: রাশিয়ার রাজধানী মস্কোর উপকণ্ঠে রিয়াজান অঞ্চলের একটি গানপাউডার উৎপাদন কারখানায় ভয়াবহ বিস্ফোরণে মৃত্যুর সংখ্যা বেড়ে দাঁড়িয়েছে ২০ জনে। আহত হয়েছেন আরো ১৩৪ জন। সোমবার (১৮ আগস্ট) স্থানীয় জরুরি সেবা জানিয়েছে, গত শনিবার স্থানীয় সময় সকালে এ বিস্ফোরণ ঘটে। বিস্ফোরণের পরপরই কারখানার বড় অংশ ধসে পড়ে এবং আশপাশে ব্যাপক ক্ষয়ক্ষতি হয়। ব্রিটিশ বার্তা সংস্থা রয়টার্স এ খবর জানিয়েছে।

রিয়াজান অঞ্চলের গভর্নর পাভেল মালকভ বলেছিলেন যে ঘটনাটি ওই কারখানার একটি ওয়ার্কশপে আগুন লাগা থেকে শুরু হয়েছিল। ওই কারখানাটি মস্কোর ঠিক দক্ষিণ-পূর্বে অবস্থিত।

স্থানীয় গণমাধ্যমগুলো জানিয়েছে, কারখানাটিতে বন্দুকের গুলি ও গানপাউডার উৎপাদন হতো। কিন্তু গণমাধ্যমের প্রতিবেদন থেকে স্পষ্ট নয় যে আগুনের কারণ কী ছিল অথবা কারখানাটি আসলে কী উৎপাদন করছিল।

কারণ বিস্ফোরণের কারণ এখনো স্পষ্ট নয়। প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে,কারখানার ভেতরে দাহ্য পদার্থের সংস্পর্শে আগুন লেগে এ বিস্ফোরণ ঘটে থাকতে পারে। এ ঘটনায় তদন্ত শুরু করেছে রাশিয়ার কর্তৃপক্ষ।

সরকারি সূত্রগুলো আহতদের খুঁজে বের করা ও চিকিৎসার প্রচেষ্টা ছাড়া অন্য কোনো বিস্তারিত তথ্য দেয়নি।

স্থানীয় জরুরি সেবা সদর দফতর টেলিগ্রামে এক পোস্টে বলেছে, ১৮ আগস্ট পর্যন্ত জরুরি ঘটনার ফলে ২০ জন মারা গেছেন। ১৩৪ জন আহত হয়েছেন। এর মধ্যে ৩১ জন রোগী রিয়াজান ও মস্কোর হাসপাতালে ভর্তি রয়েছেন। আর ১০৩ জন বহির্বিভাগে চিকিৎসা নিচ্ছেন।

জরুরি সেবা বিভাগের কর্মকর্তারা জানিয়েছেন,ধ্বংসস্তূপের ভেতর আটকে পড়া লোকজনকে উদ্ধারের জন্য টানা অভিযান চলছে। আহতদের স্থানীয় বিভিন্ন হাসপাতালে ভর্তি করা হয়েছে। সামাজিক যোগাযোগমাধ্যমে প্রকাশিত ছবিতে দেখা গেছে, পুরো ভবন ধসে ধ্বংসস্তূপে পরিণত হয়েছে।

দেশটির জরুরি ব্যবস্থাপনা মন্ত্রণালয় এক বিবৃতিতে জানিয়েছে, ঘটনাস্থলে উদ্ধার অভিযান অব্যাহত রয়েছে। নিহতদের পরিবারের প্রতি গভীর শোক প্রকাশ করেছে মন্ত্রণালয়।

এসি/