কালীগঞ্জ (ঝিনাইদহ) সংবাদদাতা: ঝিনাইদহের কালীগঞ্জ উপজেলার রায়গ্রাম ইউনিয়ন পরিষদের (ইউপি) ২০২৫-২৬ অর্থবছরের বাজেট ঘোষণা করা হয়েছে। শনিবার (২৪ মে) সকালে পরিষদের সম্মেলন কক্ষে বাজেট ঘোষণা করেন পরিষদের প্যানেল চেয়ারম্যান আবু তাহের।
এবারের বাজেটে আয় ও ব্যয় সমান রেখে ১ কোটি ৪৯ লাখ ৭১ হাজার ৯০৫ টাকার বাজেট ঘোষণা করা হয়।
রায়গ্রাম ইউনিয়ন পরিষদের প্রশাসনিক কর্মকর্তা জুলফিকার আলীর সঞ্চালনায় বাজেট ঘোষণার অনুষ্ঠানে উপস্থিত ছিলেন ইউপি সদস্য রিজিয়া খাতুন, ঝর্ণা খাতুন, আকলিমা খাতুন, ইসমাঈল হোসেন, আলমগীর খাঁ, আব্দুল কুদ্দুস, হযরত আলী, জসিম উদ্দিন, আশানুর রহমান , আ. গনিসহ গনমাধ্যম কর্মী ও স্থানীয় গণ্যমান্য
ব্যক্তিরা।
বাজেট ঘোষণা শেষে বাজেট বাস্তবায়নে সবার সহযোগিতা কামনা করেন রায়গ্রাম ইউনিয়ন পরিষদের প্যানেল চেয়ারম্যান আবু তাহের ।
আজকের প্রত্যাশা/কেএমএএ