ঢাকা ০২:২০ পূর্বাহ্ন, শুক্রবার, ১২ সেপ্টেম্বর ২০২৫

রামুতে পাহাড়ধসে একই পরিবারের ৪ জনের মৃত্যু

  • আপডেট সময় : ০২:২৩:৩৯ অপরাহ্ন, বৃহস্পতিবার, ৮ ডিসেম্বর ২০২২
  • ৯৭ বার পড়া হয়েছে

কক্সবাজার প্রতিনিধি : কক্সবাজারের রামু উপজেলায় পাহাড় ধসে দম্পতিসহ একই পরিবারের চারজনের মৃত্যু হয়েছে। বুধবার (৭ ডিসেম্বর) রাত সাড়ে ৭টার দিকে উপজেলার কাউয়ারখোপ ইউনিয়নের লট উখিয়ারঘোনা এলাকায় এ দুর্ঘটনা ঘটে। নিহতরা হলেন- ওই এলাকার আজিজুর রহমান (৫৫), তার স্ত্রী রহিমা খাতুন (৪৫), শাশুড়ি দিল ফুরুস বেগম (৭০) ও পুত্রবধূ নাছিমা আকতার (২৫)। রামু উপজেলা নির্বাহী অফিসার (ইউএনও) ফাহমিদা মোস্তফা জানান, রাতে খাবার খেতে বসলে পাহাড় ধসে একই পরিবারের চারজনের মৃত্যু হয়। পরিবারটি সেখানে ঝুঁকিপূর্ণ অবস্থায় বসবাস করছিল। যে কারণে এ দুর্ঘটনা ঘটেছে। তিনি বলেন, প্রাথমিকভাবে তাদের দাফন-কাফনের জন্য উপজেলা প্রশাসনের পক্ষ থেকে সহায়তা দেওয়া হয়েছে। বৃহস্পতিবার উপজেলা ও জেলা প্রশাসন থেকে আরও সহায়তা দেওয়া হবে। স্থানীয় বাসিন্দা মো. ওসমান গনি জানান, আজিজুর রহমান কক্সবাজার প্রধানমন্ত্রীর জনসভায় গিয়েছিলেন। সেখান থেকে এসে পরিবারের সবার সঙ্গে রান্না ঘরে খাবার খেতে বসেন। এ সময় মাটি চাপা পড়ে তার স্ত্রীসহ চারজনের মৃত্যু হয়।
রামু ফায়ার সার্ভিসের স্টেশন কর্মকর্তা সৌমেন বড়ুয়া জানান, দুর্ঘটনার পরই খবর পেয়ে রামু ফায়ার সার্ভিসের একটি ইউনিট ঘটনাস্থলে পৌঁছে মাটি চাপা অবস্থা থেকে চারজনের মরদেহ উদ্ধার করেছে। মাটির নিচে আর কেউ আছেন কিনা, তার জন্য উদ্ধার কাজ চলছে।

ট্যাগস :

যোগাযোগ

সম্পাদক : ডা. মোঃ আহসানুল কবির, প্রকাশক : শেখ তানভীর আহমেদ কর্তৃক ন্যাশনাল প্রিন্টিং প্রেস, ১৬৭ ইনার সার্কুলার রোড, মতিঝিল থেকে মুদ্রিত ও ৫৬ এ এইচ টাওয়ার (৯ম তলা), রোড নং-২, সেক্টর নং-৩, উত্তরা মডেল টাউন, ঢাকা-১২৩০ থেকে প্রকাশিত। ফোন-৪৮৯৫৬৯৩০, ৪৮৯৫৬৯৩১, ফ্যাক্স : ৮৮-০২-৭৯১৪৩০৮, ই-মেইল : [email protected]
আপলোডকারীর তথ্য

রামুতে পাহাড়ধসে একই পরিবারের ৪ জনের মৃত্যু

আপডেট সময় : ০২:২৩:৩৯ অপরাহ্ন, বৃহস্পতিবার, ৮ ডিসেম্বর ২০২২

কক্সবাজার প্রতিনিধি : কক্সবাজারের রামু উপজেলায় পাহাড় ধসে দম্পতিসহ একই পরিবারের চারজনের মৃত্যু হয়েছে। বুধবার (৭ ডিসেম্বর) রাত সাড়ে ৭টার দিকে উপজেলার কাউয়ারখোপ ইউনিয়নের লট উখিয়ারঘোনা এলাকায় এ দুর্ঘটনা ঘটে। নিহতরা হলেন- ওই এলাকার আজিজুর রহমান (৫৫), তার স্ত্রী রহিমা খাতুন (৪৫), শাশুড়ি দিল ফুরুস বেগম (৭০) ও পুত্রবধূ নাছিমা আকতার (২৫)। রামু উপজেলা নির্বাহী অফিসার (ইউএনও) ফাহমিদা মোস্তফা জানান, রাতে খাবার খেতে বসলে পাহাড় ধসে একই পরিবারের চারজনের মৃত্যু হয়। পরিবারটি সেখানে ঝুঁকিপূর্ণ অবস্থায় বসবাস করছিল। যে কারণে এ দুর্ঘটনা ঘটেছে। তিনি বলেন, প্রাথমিকভাবে তাদের দাফন-কাফনের জন্য উপজেলা প্রশাসনের পক্ষ থেকে সহায়তা দেওয়া হয়েছে। বৃহস্পতিবার উপজেলা ও জেলা প্রশাসন থেকে আরও সহায়তা দেওয়া হবে। স্থানীয় বাসিন্দা মো. ওসমান গনি জানান, আজিজুর রহমান কক্সবাজার প্রধানমন্ত্রীর জনসভায় গিয়েছিলেন। সেখান থেকে এসে পরিবারের সবার সঙ্গে রান্না ঘরে খাবার খেতে বসেন। এ সময় মাটি চাপা পড়ে তার স্ত্রীসহ চারজনের মৃত্যু হয়।
রামু ফায়ার সার্ভিসের স্টেশন কর্মকর্তা সৌমেন বড়ুয়া জানান, দুর্ঘটনার পরই খবর পেয়ে রামু ফায়ার সার্ভিসের একটি ইউনিট ঘটনাস্থলে পৌঁছে মাটি চাপা অবস্থা থেকে চারজনের মরদেহ উদ্ধার করেছে। মাটির নিচে আর কেউ আছেন কিনা, তার জন্য উদ্ধার কাজ চলছে।