ঢাকা ০২:১৭ পূর্বাহ্ন, সোমবার, ১৯ মে ২০২৫

রামপুরায় অবৈধভাবে রেজিস্ট্রেশনকৃত ১৫০ সিমকার্ডসহ দুইজন আটক

  • আপডেট সময় : ১২:০২:৪২ অপরাহ্ন, শনিবার, ২৪ জুন ২০২৩
  • ১২৫ বার পড়া হয়েছে

নিজস্ব প্রতিবেদক : রাজধানীর রামপুরা এলাকায় অভিযান পরিচালনা করে অবৈধভাবে রেজিস্ট্রেশনকৃত সিমকার্ড বিক্রয়ের অভিযোগে দুইজনকে আটক করেছে র‌্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন (র‌্যাব)। তারা হলেন- জোবায়ের হাছান রাতুল (২০) ও সহযোগী ফাহিম হোসেন রানা (১৯)।
গত শুক্রবার (২৩ জুন) র‌্যাব-৩ এর একটি দল গোপন তথ্যের ভিত্তিতে দিবাগত রাতে তাদের আটক করে। এসময় তাদের কাছ থেকে ১৫০টি অবৈধভাবে রেজিস্ট্রেশনকৃত সিমকার্ড ও একটি মোটরসাইকেল জব্দ করা হয়। র‌্যাব-৩ এর স্টাফ অফিসার (মিডিয়া) সিনিয়র সহকারী পুলিশ সুপার ফারজানা হক জানান, প্রাথমিক জিজ্ঞাসাবাদে জানা যায়, তারা যোগসাজশে দীর্ঘদিন ধরে রাজধানীসহ দেশের বিভিন্ন এলাকায় সহজ সরল মানুষের নিকট হতে প্রতারণামূলকভাবে তথ্য হাতিয়ে এসব অবৈধ রেজিস্ট্রেশনকৃত সিমকার্ড সংগ্রহপূর্বক ক্রয়-বিক্রয় করে আসছেন। তিনি জানান, এসব সিমকার্ড ব্যবহার করে বিভিন্ন অপরাধী চক্র তাদের বিভিন্ন অপরাধমূলক কর্মকা- চালিয়ে থাকেন। এ সুযোগকে কাজে লাগিয়ে অপরাধী চক্র আইন-শৃঙ্খলা বাহিনীর কাছে নিজেদের গোপন রাখতে এ সিমকার্ড ব্যবহার করেন। আটকদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হয়েছে।

 

যোগাযোগ

সম্পাদক : ডা. মোঃ আহসানুল কবির, প্রকাশক : শেখ তানভীর আহমেদ কর্তৃক ন্যাশনাল প্রিন্টিং প্রেস, ১৬৭ ইনার সার্কুলার রোড, মতিঝিল থেকে মুদ্রিত ও ৫৬ এ এইচ টাওয়ার (৯ম তলা), রোড নং-২, সেক্টর নং-৩, উত্তরা মডেল টাউন, ঢাকা-১২৩০ থেকে প্রকাশিত। ফোন-৪৮৯৫৬৯৩০, ৪৮৯৫৬৯৩১, ফ্যাক্স : ৮৮-০২-৭৯১৪৩০৮, ই-মেইল : [email protected]
আপলোডকারীর তথ্য

রামপুরায় অবৈধভাবে রেজিস্ট্রেশনকৃত ১৫০ সিমকার্ডসহ দুইজন আটক

আপডেট সময় : ১২:০২:৪২ অপরাহ্ন, শনিবার, ২৪ জুন ২০২৩

নিজস্ব প্রতিবেদক : রাজধানীর রামপুরা এলাকায় অভিযান পরিচালনা করে অবৈধভাবে রেজিস্ট্রেশনকৃত সিমকার্ড বিক্রয়ের অভিযোগে দুইজনকে আটক করেছে র‌্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন (র‌্যাব)। তারা হলেন- জোবায়ের হাছান রাতুল (২০) ও সহযোগী ফাহিম হোসেন রানা (১৯)।
গত শুক্রবার (২৩ জুন) র‌্যাব-৩ এর একটি দল গোপন তথ্যের ভিত্তিতে দিবাগত রাতে তাদের আটক করে। এসময় তাদের কাছ থেকে ১৫০টি অবৈধভাবে রেজিস্ট্রেশনকৃত সিমকার্ড ও একটি মোটরসাইকেল জব্দ করা হয়। র‌্যাব-৩ এর স্টাফ অফিসার (মিডিয়া) সিনিয়র সহকারী পুলিশ সুপার ফারজানা হক জানান, প্রাথমিক জিজ্ঞাসাবাদে জানা যায়, তারা যোগসাজশে দীর্ঘদিন ধরে রাজধানীসহ দেশের বিভিন্ন এলাকায় সহজ সরল মানুষের নিকট হতে প্রতারণামূলকভাবে তথ্য হাতিয়ে এসব অবৈধ রেজিস্ট্রেশনকৃত সিমকার্ড সংগ্রহপূর্বক ক্রয়-বিক্রয় করে আসছেন। তিনি জানান, এসব সিমকার্ড ব্যবহার করে বিভিন্ন অপরাধী চক্র তাদের বিভিন্ন অপরাধমূলক কর্মকা- চালিয়ে থাকেন। এ সুযোগকে কাজে লাগিয়ে অপরাধী চক্র আইন-শৃঙ্খলা বাহিনীর কাছে নিজেদের গোপন রাখতে এ সিমকার্ড ব্যবহার করেন। আটকদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হয়েছে।