ঢাকা ০৭:৫২ অপরাহ্ন, মঙ্গলবার, ২৬ নভেম্বর ২০২৪, ১২ অগ্রহায়ণ ১৪৩১ বঙ্গাব্দ

রাবিতে পোস্টার প্রেজেন্টেশন প্রতিযোগিতার রেজিস্ট্রেশন শুরু

  • আপডেট সময় : ০৪:৫৪:৪৯ অপরাহ্ন, মঙ্গলবার, ২৬ নভেম্বর ২০২৪
  • ১ বার পড়া হয়েছে

ক্যাম্পাস ও ক্যারিয়ার ডেস্ক: সোমবার (২৫ নভেম্বর) থেকে ক্রিয়েটিভ স্পোর্টস ব্র্যান্ড ওয়্যারিক্স এর পৃষ্ঠপোষকতায় শুরু হওয়া প্রতিযোগিতার রেজিস্ট্রেশন চলবে ৬ ডিসেম্বর পর্যন্ত। এছাড়া পোস্টার জমা দেওয়ার শেষ তারিখ আগামী ৯ ডিসেম্বর এবং বিচারকদের ফলাফলে নির্বাচিত পোস্টারগুলোর তালিকা আগামী ১২ ডিসেম্বর প্রকাশ করা হবে। আগামী ১৫ ডিসেম্বর চূড়ান্ত উপস্থাপনার মাধ্যমে প্রতিযোগিতা শেষ হবে এবং বিজয়ীদের নাম ঘোষণা করা হবে। প্রতিযোগিতায় অংশগ্রহণের জন্য নিবন্ধন ফি নির্ধারণ করা হয়েছে মাত্র ১০০ টাকা। আয়োজকরা জানিয়েছেন, এ প্রতিযোগিতায় শিক্ষার্থী ও গবেষকরা তাদের গবেষণা ও সৃজনশীল কাজ উপস্থাপন করতে পারবেন। শিক্ষার্থীদের মধ্যে গবেষণার আগ্রহ সৃষ্টি এবং বিভিন্ন সামাজিক, পরিবেশগত, বৈজ্ঞানিক ও মানবিক সমস্যার উদ্ভাবনী সমাধান খুঁজে বের করাই এ প্রতিযোগিতার মূল উদ্দেশ্য।
পোস্টারের বিষয় হিসেবে প্রতিযোগিতায় অ্যাকাডেমিক গবেষণার জন্য কলা, সমাজবিজ্ঞান, ব্যবসায় এবং বিজ্ঞান ও প্রকৌশল অন্তর্ভুক্ত করা হয়েছে। এছাড়াও সাধারণ থিমের মধ্যে রয়েছে- পরিবেশগত চ্যালেঞ্জ, সামাজিক সমস্যা, বৈশ্বিক সমস্যা, কমিউনিটি ও সাংস্কৃতিক উন্নয়ন, প্রযুক্তিগত উদ্ভাবন ও নৈতিকতা এবং মানবাধিকার ও সামাজিক ন্যায়বিচার। এ প্রতিযোগিতার প্রতিটি ক্যাটাগরির বিজয়ীদের মধ্যে চ্যাম্পিয়নকে ২,৫০০ টাকা, প্রথম রানার আপকে ১,৫০০ টাকা এবং দ্বিতীয় রানার আপকে ১,০০০ টাকা পুরস্কার দেওয়া হবে। এতে মিডিয়া পার্টনার হিসেবে থাকছে বণিক বার্তা, দ্য বিজনেস স্ট্যান্ডার্ড ও জাগোনিউজ২৪.কম। এছাড়া আউটরিচ পার্টনার হিসেবে রয়েছে অপর্চুনিটি পয়েন্ট, ইয়ুথ এনগেজমেন্ট পার্টনার টিবিএস গ্র্যাজুয়েটস এবং সোশ্যাল মিডিয়া পার্টনার হিসেবে রয়েছে আরইউ ইনসাইডার্স।

 

যোগাযোগ

সম্পাদক : ডা. মোঃ আহসানুল কবির, প্রকাশক : শেখ তানভীর আহমেদ কর্তৃক ন্যাশনাল প্রিন্টিং প্রেস, ১৬৭ ইনার সার্কুলার রোড, মতিঝিল থেকে মুদ্রিত ও ৫৬ এ এইচ টাওয়ার (৯ম তলা), রোড নং-২, সেক্টর নং-৩, উত্তরা মডেল টাউন, ঢাকা-১২৩০ থেকে প্রকাশিত। ফোন-৪৮৯৫৬৯৩০, ৪৮৯৫৬৯৩১, ফ্যাক্স : ৮৮-০২-৭৯১৪৩০৮, ই-মেইল : [email protected]
আপলোডকারীর তথ্য

লুটের টাকায় গুজব তৈরি, ব্যবহার করছে ফ্যাসিস্ট সরকার

রাবিতে পোস্টার প্রেজেন্টেশন প্রতিযোগিতার রেজিস্ট্রেশন শুরু

আপডেট সময় : ০৪:৫৪:৪৯ অপরাহ্ন, মঙ্গলবার, ২৬ নভেম্বর ২০২৪

ক্যাম্পাস ও ক্যারিয়ার ডেস্ক: সোমবার (২৫ নভেম্বর) থেকে ক্রিয়েটিভ স্পোর্টস ব্র্যান্ড ওয়্যারিক্স এর পৃষ্ঠপোষকতায় শুরু হওয়া প্রতিযোগিতার রেজিস্ট্রেশন চলবে ৬ ডিসেম্বর পর্যন্ত। এছাড়া পোস্টার জমা দেওয়ার শেষ তারিখ আগামী ৯ ডিসেম্বর এবং বিচারকদের ফলাফলে নির্বাচিত পোস্টারগুলোর তালিকা আগামী ১২ ডিসেম্বর প্রকাশ করা হবে। আগামী ১৫ ডিসেম্বর চূড়ান্ত উপস্থাপনার মাধ্যমে প্রতিযোগিতা শেষ হবে এবং বিজয়ীদের নাম ঘোষণা করা হবে। প্রতিযোগিতায় অংশগ্রহণের জন্য নিবন্ধন ফি নির্ধারণ করা হয়েছে মাত্র ১০০ টাকা। আয়োজকরা জানিয়েছেন, এ প্রতিযোগিতায় শিক্ষার্থী ও গবেষকরা তাদের গবেষণা ও সৃজনশীল কাজ উপস্থাপন করতে পারবেন। শিক্ষার্থীদের মধ্যে গবেষণার আগ্রহ সৃষ্টি এবং বিভিন্ন সামাজিক, পরিবেশগত, বৈজ্ঞানিক ও মানবিক সমস্যার উদ্ভাবনী সমাধান খুঁজে বের করাই এ প্রতিযোগিতার মূল উদ্দেশ্য।
পোস্টারের বিষয় হিসেবে প্রতিযোগিতায় অ্যাকাডেমিক গবেষণার জন্য কলা, সমাজবিজ্ঞান, ব্যবসায় এবং বিজ্ঞান ও প্রকৌশল অন্তর্ভুক্ত করা হয়েছে। এছাড়াও সাধারণ থিমের মধ্যে রয়েছে- পরিবেশগত চ্যালেঞ্জ, সামাজিক সমস্যা, বৈশ্বিক সমস্যা, কমিউনিটি ও সাংস্কৃতিক উন্নয়ন, প্রযুক্তিগত উদ্ভাবন ও নৈতিকতা এবং মানবাধিকার ও সামাজিক ন্যায়বিচার। এ প্রতিযোগিতার প্রতিটি ক্যাটাগরির বিজয়ীদের মধ্যে চ্যাম্পিয়নকে ২,৫০০ টাকা, প্রথম রানার আপকে ১,৫০০ টাকা এবং দ্বিতীয় রানার আপকে ১,০০০ টাকা পুরস্কার দেওয়া হবে। এতে মিডিয়া পার্টনার হিসেবে থাকছে বণিক বার্তা, দ্য বিজনেস স্ট্যান্ডার্ড ও জাগোনিউজ২৪.কম। এছাড়া আউটরিচ পার্টনার হিসেবে রয়েছে অপর্চুনিটি পয়েন্ট, ইয়ুথ এনগেজমেন্ট পার্টনার টিবিএস গ্র্যাজুয়েটস এবং সোশ্যাল মিডিয়া পার্টনার হিসেবে রয়েছে আরইউ ইনসাইডার্স।