ঢাকা ০১:০৯ পূর্বাহ্ন, বুধবার, ২১ জানুয়ারী ২০২৬

রাফির ২ রেকর্ড, রোমানার ১টি

  • আপডেট সময় : ০৭:৪৮:২৪ অপরাহ্ন, রবিবার, ১০ নভেম্বর ২০২৪
  • ১০৮ বার পড়া হয়েছে

ক্রীড়া প্রতিবেদক: জাতীয় সাঁতার প্রতিযোগিতায় আলো ছড়িয়ে চলেছেন রোমানা আক্তার। দ্বিতীয় দিনে ২০০ মিটার ব্রেস্টস্ট্রোকে রেকর্ড গড়ে সেরা হয়েছেন জাতিসংঘ মিশন শেষ করে লম্বা সময় পর সুইমিংপুলে নামা বাংলাদেশ সেনাবাহিনীর এই সাঁতারু। এদিন হওয়া তিন রেকর্ডের বাকি দুটি গড়েছেন সামিউল ইসলাম রাফি। ২০০ মিটার ইনডিভিজ্যুয়াল মিডলে ও ব্যাকস্ট্রোকে সেরা হওয়ার পথে নতুন রেকর্ড গড়েছেন বাংলাদেশ নৌবাহিনীর এই সাঁতারু। মিরপুরের সৈয়দ নজরুল ইসলাম সুইমিং কমপ্লেক্সে রোববার ২০০ মিটার ইনডিভিজ্যুয়াল মিডলেতে ২ মিনিট ৯ দশমিক ৯৯ সেকেন্ড সময় নিয়ে গত বছর কাজল মিয়ার গড়া ২ মিনিট ১০ দশমিক ৭৭ সেকেন্ডের রেকর্ড ভাঙেন রাফি। ২০০ মিটার ব্যাকস্ট্রোকে রাফি ভাঙেন গত বছর এই ইভেন্টে নিজের গড়া ২ মিনিট ১১ দশমিক ৮৬ সেকেন্ড টাইমিংয়ের রেকর্ড। এবার তিনি সাঁতার শেষ করেছেন ২ মিনিট ১০ দশমিক ৮৭ সেকেন্ডে। চলতি আসরে এ নিয়ে রাফি তিন ইভেন্টে রেকর্ড গড়ে সেরা হলেন। প্রথম দিনে ৫০ মিটার ব্যাকস্ট্রোকের রেকর্ড গড়েছিলেন তিনি।
১০০ মিটার ব্রেস্টস্ট্রোকে রেকর্ড গড়ে সোনা জিতে আসর শুরু করা রোমানা ২০০ মিটার ব্রেস্টস্ট্রোকেও বাজিমাত করেছেন। ২০১৬ সালে নিজের গড়া ২ মিনিট ৫১ দশমিক ৯০ সেকেন্ড টাইমিংকে এবার তিনি পেছনে ফেলেছেন ২ মিনিট ৫১ দশমিক ৩৫ সেকেন্ড সময় নিয়ে। দ্বিতীয় দিন পর্যন্ত বাংলাদেশ নৌবাহিনী ১৭টি সোনা, ১৩টি রুপা ও ৬টি ব্রোঞ্জ নিয়ে পদকতালিকায় শীর্ষে রয়েছে। বাংলাদেশ সেনাবাহিনী ৪টি সোনা, ৮টি রুপা ও ও ১২টি ব্রোঞ্জ নিয়ে দ্বিতীয় এবং বাংলাদেশ ক্রীড়া শিক্ষা প্রতিষ্ঠান বিকেএসপি ৩টি ব্রোঞ্জ পদক নিয়ে আছে তৃতীয় স্থানে।

 

যোগাযোগ

সম্পাদক : ডা. মোঃ আহসানুল কবির, প্রকাশক : শেখ তানভীর আহমেদ কর্তৃক ন্যাশনাল প্রিন্টিং প্রেস, ১৬৭ ইনার সার্কুলার রোড, মতিঝিল থেকে মুদ্রিত ও ৫৬ এ এইচ টাওয়ার (৯ম তলা), রোড নং-২, সেক্টর নং-৩, উত্তরা মডেল টাউন, ঢাকা-১২৩০ থেকে প্রকাশিত। ফোন-৪৮৯৫৬৯৩০, ৪৮৯৫৬৯৩১, ফ্যাক্স : ৮৮-০২-৭৯১৪৩০৮, ই-মেইল : prottashasmf@yahoo.com
আপলোডকারীর তথ্য

রাফির ২ রেকর্ড, রোমানার ১টি

আপডেট সময় : ০৭:৪৮:২৪ অপরাহ্ন, রবিবার, ১০ নভেম্বর ২০২৪

ক্রীড়া প্রতিবেদক: জাতীয় সাঁতার প্রতিযোগিতায় আলো ছড়িয়ে চলেছেন রোমানা আক্তার। দ্বিতীয় দিনে ২০০ মিটার ব্রেস্টস্ট্রোকে রেকর্ড গড়ে সেরা হয়েছেন জাতিসংঘ মিশন শেষ করে লম্বা সময় পর সুইমিংপুলে নামা বাংলাদেশ সেনাবাহিনীর এই সাঁতারু। এদিন হওয়া তিন রেকর্ডের বাকি দুটি গড়েছেন সামিউল ইসলাম রাফি। ২০০ মিটার ইনডিভিজ্যুয়াল মিডলে ও ব্যাকস্ট্রোকে সেরা হওয়ার পথে নতুন রেকর্ড গড়েছেন বাংলাদেশ নৌবাহিনীর এই সাঁতারু। মিরপুরের সৈয়দ নজরুল ইসলাম সুইমিং কমপ্লেক্সে রোববার ২০০ মিটার ইনডিভিজ্যুয়াল মিডলেতে ২ মিনিট ৯ দশমিক ৯৯ সেকেন্ড সময় নিয়ে গত বছর কাজল মিয়ার গড়া ২ মিনিট ১০ দশমিক ৭৭ সেকেন্ডের রেকর্ড ভাঙেন রাফি। ২০০ মিটার ব্যাকস্ট্রোকে রাফি ভাঙেন গত বছর এই ইভেন্টে নিজের গড়া ২ মিনিট ১১ দশমিক ৮৬ সেকেন্ড টাইমিংয়ের রেকর্ড। এবার তিনি সাঁতার শেষ করেছেন ২ মিনিট ১০ দশমিক ৮৭ সেকেন্ডে। চলতি আসরে এ নিয়ে রাফি তিন ইভেন্টে রেকর্ড গড়ে সেরা হলেন। প্রথম দিনে ৫০ মিটার ব্যাকস্ট্রোকের রেকর্ড গড়েছিলেন তিনি।
১০০ মিটার ব্রেস্টস্ট্রোকে রেকর্ড গড়ে সোনা জিতে আসর শুরু করা রোমানা ২০০ মিটার ব্রেস্টস্ট্রোকেও বাজিমাত করেছেন। ২০১৬ সালে নিজের গড়া ২ মিনিট ৫১ দশমিক ৯০ সেকেন্ড টাইমিংকে এবার তিনি পেছনে ফেলেছেন ২ মিনিট ৫১ দশমিক ৩৫ সেকেন্ড সময় নিয়ে। দ্বিতীয় দিন পর্যন্ত বাংলাদেশ নৌবাহিনী ১৭টি সোনা, ১৩টি রুপা ও ৬টি ব্রোঞ্জ নিয়ে পদকতালিকায় শীর্ষে রয়েছে। বাংলাদেশ সেনাবাহিনী ৪টি সোনা, ৮টি রুপা ও ও ১২টি ব্রোঞ্জ নিয়ে দ্বিতীয় এবং বাংলাদেশ ক্রীড়া শিক্ষা প্রতিষ্ঠান বিকেএসপি ৩টি ব্রোঞ্জ পদক নিয়ে আছে তৃতীয় স্থানে।