আন্তর্জাতিক ডেস্ক : বাড়ি বাড়ি গিয়ে তাদের জন্য খাবার বানাতে বাধ্য করছে তালেবান যোদ্ধারা। ওই খাবার খেতে খারাপ হলে নারীদের আগুনে পুড়িয়ে মারা হচ্ছে উত্তর আফগানিস্তানে। সম্প্রতি এক সাক্ষাৎকারে এমনটাই দাবি করলেন নাজলা আয়ুবি নামের সাবেক এক আফগান বিচারক। দীর্ঘ দিন ধরেই আফগানিস্তানে নারী অধিকার আন্দোলনের সঙ্গে যুক্ত নাজলা আয়ুবি। যার জন্য একাধিক বার তাকে খুনের হুমকিও দেওয়া হয়েছে। এক পর্যায়ে বাধ্য হয়ে দেশ ছেড়ে যুক্তরাষ্ট্রে আশ্রয় নেন তিনি। এই নারী বলেন, ‘বিগত কয়েক দিন ধরে আফগানিস্তানের প্রচুর মানুষের সঙ্গে কথা বলেছি। যা শুনছি, তা কল্পনার অতীত। জোর করে বাচ্চা মেয়েদের সঙ্গে তালেবান যোদ্ধাদের বিয়ে দেওয়া হচ্ছে। আফগান তরুণীদের যৌনদাসী বানিয়ে কফিনবন্দি করে প্রতিবেশী দেশে পাচার করা হচ্ছে গত কয়েক সপ্তাহ ধরে।’ সূত্র: আনন্দবাজার।