নিজস্ব প্রতিবেদক : বৃহস্পতিবার সন্ধ্যায় প্রতিষ্ঠানটির প্রধান কার্যালয়ে পর্দা সরিয়ে দিয়ে নতুন লোগো উন্মোচন করেন রূপায়ণ গ্রুপের শেয়ারহোল্ডার ডিরেক্টর রোকেয়া বেগম নাসিমা, রূপায়ণ গ্রুপের ভাইস চেয়ারম্যান মাহির আলি খান রাতুল, রাতুল প্রোপার্টিজ এর ম্যানেজিং ডিরেক্টর এবং রূপায়ণ গ্রুপের শেয়ার হোল্ডার ডিরেক্টর নওরীন জাহান মিতুল এবং ডেপুটি ম্যানেজিং ডিরেক্টর মো. আলীনুর রহমান। এরপর জেনারেল ম্যানেজার (অপারেশন) মো. মোজাম্মেল হক আকন্দ দোয়া ও মোনাজাত পরিচালনা করেন। পরবর্তী সময়ে রাতুল প্রোপার্টিজের সকল কর্মকর্তা ও কর্মচারীকে নিয়ে কেক কাটেন রাতুল প্রোপার্টিজের ম্যানেজিং ডিরেক্টর এবং রূপায়ণ গ্রুপের শেয়ার হোল্ডার ডিরেক্টর নওরীন জাহান মিতুল। এ সময় উপস্থিত ছিলেন রূপায়ণ সিটি উত্তরার ডিরেক্টর (মার্কেটিং) অমিত চক্রবর্তী, রাতুল প্রোপার্টিজের এজিএম (মার্কেটিং) উজ্জ্বল আহমেদ এবং রূপায়ণ গ্রুপের মিডিয়া কো-অর্ডিনেটর মেহেদী হাসানসহ প্রতিষ্ঠানটির কর্মকর্তারা। উল্লেখ্য, রাতুল প্রোপার্টিজ লিমিটেড দীর্ঘদিন ধরে সুনামের সঙ্গে রিয়েল স্টেট সেক্টরের সেকেন্ডারি মার্কেটে ব্যবসা পরিচালনা করে আসছে।