ঢাকা ০১:০২ পূর্বাহ্ন, বুধবার, ২১ মে ২০২৫

রাণীনগরে রক্তদহ বিলে নৌকাডুবি, নিহত দুই

  • আপডেট সময় : ১২:৪৩:৩৭ অপরাহ্ন, রবিবার, ১১ অগাস্ট ২০২৪
  • ৫৩ বার পড়া হয়েছে

নওগাঁ প্রতিনিধি: নওগাঁর রাণীনগর উপজেলার রক্তদহ বিলে ঘুরতে গিয়ে নৌকাডুবির ঘটনায় দুইজন নিহত হয়েছেন। গতকাল রোববার (১১ আগস্ট) দুপুর সাড়ে ১২টার দিকে এ ঘটনা ঘটে। নিহতরা হলো- রাণীনগর উপজেলা সদরের উত্তর রাজাপুর গ্রামের এমদাদুলের মেয়ে তামান্না (১২) ও নওগাঁ সদর উপজেলার ভোঁপাড়া চন্ডিপুর গ্রামের হেলালের ছেলে রিফাত (১৭)। এ ঘটনায় উপজেলার উত্তর রাজাপুর গ্রামের মিদুল (২৬) ও আদমদিঘী উপজেলার দমদমা গ্রামের দুলালী (৩৫) আহত হয়েছে। তাদের রাণীনগর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়েছে। স্থানীয় ও প্রত্যক্ষদর্শীরা জানান, উপজেলা সদরের উত্তর রাজাপুর গ্রামের কাজিম মণ্ডলের বাড়িতে বিভিন্ন এলাকা থেকে তাদের আত্মীয়-স্বজন বেড়াতে আসেন। এরপর রোববার সকালে বিভিন্ন বয়সী ১৩ জন ছোট দুটি ঠেলা নৌকা নিয়ে রক্তদহ বিলে ঘুরতে যান। দুপুর আনুমানিক সাড়ে ১২টার দিকে বিলে তাদের দুটি নৌকাই ডুবে যায় এবং নৌকায় থাকা সবাই বিলে পানিতে পড়ে যান। এসময় কয়েকজন সাঁতার কেটে পাড়ে উঠে চিৎকার শুরু করলে স্থানীয়রা অন্যদের উদ্ধার করেন। এ সময় তাদের উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিলে চিকিৎসক তামান্না ও রিফাতকে মৃত ঘোষণা করেন। রাণীনগর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে জরুরি বিভাগের চিকিৎসক আতাউর রহমান বলেন, নৌকাডুবির ঘটনায় চারজনকে হাসপাতালে নিয়ে আসা হয়। এর মধ্যে দুইজন মারা গেছে। আর দুইজন হাসপাতালে ভর্তি আছেন।

যোগাযোগ

সম্পাদক : ডা. মোঃ আহসানুল কবির, প্রকাশক : শেখ তানভীর আহমেদ কর্তৃক ন্যাশনাল প্রিন্টিং প্রেস, ১৬৭ ইনার সার্কুলার রোড, মতিঝিল থেকে মুদ্রিত ও ৫৬ এ এইচ টাওয়ার (৯ম তলা), রোড নং-২, সেক্টর নং-৩, উত্তরা মডেল টাউন, ঢাকা-১২৩০ থেকে প্রকাশিত। ফোন-৪৮৯৫৬৯৩০, ৪৮৯৫৬৯৩১, ফ্যাক্স : ৮৮-০২-৭৯১৪৩০৮, ই-মেইল : [email protected]
আপলোডকারীর তথ্য

রাণীনগরে রক্তদহ বিলে নৌকাডুবি, নিহত দুই

আপডেট সময় : ১২:৪৩:৩৭ অপরাহ্ন, রবিবার, ১১ অগাস্ট ২০২৪

নওগাঁ প্রতিনিধি: নওগাঁর রাণীনগর উপজেলার রক্তদহ বিলে ঘুরতে গিয়ে নৌকাডুবির ঘটনায় দুইজন নিহত হয়েছেন। গতকাল রোববার (১১ আগস্ট) দুপুর সাড়ে ১২টার দিকে এ ঘটনা ঘটে। নিহতরা হলো- রাণীনগর উপজেলা সদরের উত্তর রাজাপুর গ্রামের এমদাদুলের মেয়ে তামান্না (১২) ও নওগাঁ সদর উপজেলার ভোঁপাড়া চন্ডিপুর গ্রামের হেলালের ছেলে রিফাত (১৭)। এ ঘটনায় উপজেলার উত্তর রাজাপুর গ্রামের মিদুল (২৬) ও আদমদিঘী উপজেলার দমদমা গ্রামের দুলালী (৩৫) আহত হয়েছে। তাদের রাণীনগর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়েছে। স্থানীয় ও প্রত্যক্ষদর্শীরা জানান, উপজেলা সদরের উত্তর রাজাপুর গ্রামের কাজিম মণ্ডলের বাড়িতে বিভিন্ন এলাকা থেকে তাদের আত্মীয়-স্বজন বেড়াতে আসেন। এরপর রোববার সকালে বিভিন্ন বয়সী ১৩ জন ছোট দুটি ঠেলা নৌকা নিয়ে রক্তদহ বিলে ঘুরতে যান। দুপুর আনুমানিক সাড়ে ১২টার দিকে বিলে তাদের দুটি নৌকাই ডুবে যায় এবং নৌকায় থাকা সবাই বিলে পানিতে পড়ে যান। এসময় কয়েকজন সাঁতার কেটে পাড়ে উঠে চিৎকার শুরু করলে স্থানীয়রা অন্যদের উদ্ধার করেন। এ সময় তাদের উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিলে চিকিৎসক তামান্না ও রিফাতকে মৃত ঘোষণা করেন। রাণীনগর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে জরুরি বিভাগের চিকিৎসক আতাউর রহমান বলেন, নৌকাডুবির ঘটনায় চারজনকে হাসপাতালে নিয়ে আসা হয়। এর মধ্যে দুইজন মারা গেছে। আর দুইজন হাসপাতালে ভর্তি আছেন।