নিজস্ব প্রতিবেদক : দেশে রাজস্ব আহরণে কোন ইতিবাচক খবর পাওয়া যাচ্ছে না। নেতিবাচক ধারা থেকে বের হতে পারছে না জাতীয় রাজস্ব বোর্ড (এনবিআর)। চলতি অর্থবছরের (২০২৪-২৫) প্রথম পাঁচ মাসে রাজস্ব ঘাটতি আরও বেড়েছে। নভেম্বর পর্যন্ত ঘাটতি বেড়ে দাঁড়িয়েছে ৪২ হাজার কোটি টাকা। জাতীয় রাজস্ব বোর্ড (এনবিআর) সূত্রে এ তথ্য জানা গেছে।
তথ্যমতে, সর্বশেষ নভেম্বর পর্যন্ত পাঁচ মাসে রাজস্ব ঘাটতি আগের মাসের চেয়ে আরও ১০ হাজার কোটি টাকা বেড়ে ৪২ হাজার কোটি টাকায় দাঁড়িয়েছে। সূত্র জানায়, গত অক্টোবর পর্যন্ত অর্থবছরের প্রথম চার মাসে লক্ষ্যমাত্রার চেয়ে রাজস্ব আদায়ে ঘাটতি ছিল প্রায় ৩১ হজার কোটি টাকা— যা নভেম্বর পর্যন্ত পাঁচ মাসে এসে দাঁড়িয়েছে ৪২ হাজার ২৩০ কোটি টাকা। প্রথম পাঁচ মাসের মধ্যে তিন মাসেই গত অর্থবছরের একই সময়ের তুলনায় রাজস্ব আদায় কমেছে। জানা গেছে, অন্তর্বর্তী সরকার ক্ষমতায় আসার পর বেশ কিছু নিত্যপণ্যের কর ছাড় দেওয়া হয়। রাজস্ব আদায়ে এর প্রভাব পড়েছে। সেই প্রভাবই এখন দেখা যাচ্ছে। এছাড়া কোটা সংষ্কার আন্দোলনে আওয়ামী সরকারের পতন ও পরিবর্তিত রাজনৈতিক পরিস্থিতির প্রভাবও পড়েছে রাজস্ব আহরণে। উৎপাদন বন্ধ রয়েছে অনেক কারখানার।
রাজস্ব আয়ে সেই প্রভাবও দেখা যাচ্ছে। জানা গেছে, রাজস্ব আহরণ কমে যাওয়ায় উদ্বিগ্ন হয়ে উঠেছে এনবিআরও। বিষয়টি গেল ৩১ ডিসেম্বর মাঠ পর্যায়ের সিনিয়র কর্মকর্তাদের সঙ্গে রাজস্ব আদায় বাড়ানোর উপায় নিয়ে বৈঠক করেছেন এনবিআর চেয়ারম্যান আব্দুর রহমান খান। এর আগে অপর এক সংবাদ সম্মেলনে, রাজস্ব কমে যাওয়ার কারণ হিসাবে কর ছাড়ের কারণ উল্লেখ করেন এনবিআর চেয়ারম্যান।