নিজস্ব প্রতিবেদক : চলতি ২০২১-২২ অর্থবছরে জাতীয় রাজস্ব বোর্ডের (এনবিআর) রাজস্ব আদায়ের লক্ষ্যমাত্রা ৩ লাখ ৩০ হাজার কোটি টাকা।সে হিসেবে এই অর্থ বছরের প্রথম আট মাসে (জুলাই-ফেব্রুয়ারি) শুল্ক-কর আদায় হয়েছে এক লাখ ৭৬ হাজার ৪৫৮ কোটি টাকা। আর বাকি এক লাখ ৫৩ হাজার ৫৪২ কোটি টাকা। অর্থ বছরের শেষ চার মাসে (মার্চ-জুন)এই রাজস্ব আদায় করতে হবে। লক্ষ্যমাত্রা পূরণে প্রতি মাসে গড়ে ৩৮ হাজার ৩৮৫ কোটি টাকার আমদানি শুল্ক, ভ্যাট, সম্পূরক শুল্ক, অগ্রিম করসহ অন্যান্য কর আদায় করতে হবে। এনবিআরের সর্বশেষ হালনাগাদ তথ্য বিশ্লেষণ করে এই চিত্র পাওয়া গেছে। এদিকে কাঙ্ক্ষিত রাজস্ব আদায় না হওয়ায় এনবিআরের লক্ষ্য কমানোর উদ্যোগ নেওয়া হয়েছে। এনবিআরের সংশোধিত লক্ষ্যমাত্রা হতে পারে ৩ লাখ ৫ হাজার কোটি টাকা। সে ক্ষেত্রে শেষ চার মাসে প্রতি মাসে গড়ে ৩২ হাজার কোটি টাকা আদায় করতে হবে। এক মাসের হিসাবে এনবিআর কখনো এত শুল্ক-কর আদায় করতে পারেনি। এনবিআরের একজন শীর্ষ কর্মকর্তা গণমাধ্যমকে বলেন, ‘বর্তমানে রাজস্ব আদায়ের ধারাবাহিকতা ঠিক থাকলে তিন লাখ কোটি টাকার মতো রাজস্ব আদায় হবে। কোভিডের প্রভাব কমে আসায় ব্যবসা-বাণিজ্য চাঙা হচ্ছে। আবার আমদানি পর্যায়ে অন্য বছরের তুলনায় শুল্ক-কর বেশি আদায় হচ্ছে।’ আমদানিসহ স্থানীয় পর্যায়ে বিভিন্ন ধরনের শুল্ক-কর আদায় করে এনবিআর। এ ছাড়া আয়করও এখন রাজস্বের বড় খাত।