ঢাকা ১২:০০ অপরাহ্ন, বুধবার, ২৩ জুলাই ২০২৫

রাজস্থানের নেতৃত্বে পারাগ, প্রথম তিন ম্যাচে ‘শুধুই ব্যাটসম্যান’ স্যামসন

  • আপডেট সময় : ০৪:৫৮:১১ অপরাহ্ন, বৃহস্পতিবার, ২০ মার্চ ২০২৫
  • ৭১ বার পড়া হয়েছে

ক্রীড়া ডেস্ক: সাঞ্জু স্যামসনের চোটে নাটকীয় পরিকল্পনার পথ বেছে নিয়েছে রাজস্থান রয়্যালস। মৌসুমের প্রথম তিন ম্যাচে স্রেফ ব্যাটসম্যান হিসেবে খেলানো হবে তাকে। কিপিং বা ফিল্ডিং করবেন না তিনি। নিয়মিত অধিনায়কের বোলিং ইনিংসে মাঠে থাকবেন না বলে এই তিন ম্যাচে দলকে নেতৃত্ব দেবেন রিয়ান পারাগ। আইপিএলে ‘ইম্প্যাক্ট প্লেয়ার’ নিয়ম থাকায় স্যামসনকে এভাবে কাজে লাগানোর সুযোগটা পেয়ে যাচ্ছে রাজস্থান।

তিনি পুরো ফিট হয়ে উঠলে নেতৃত্বও ফিরে পাবেন।গত মাসের শুরুতে ইংল্যান্ডের বিপক্ষে টি-টোয়েন্টি সিরিজের শেষ ম্যাচে জফ্রা আর্চারে বলে আঙুলে চোট পান স্যামসন। পরে অস্ত্রোপচার করানো হয় সেই আঙুলে। এরপর বেঙ্গালুরুতে সেন্টার অব এক্সিলেন্সে পুনর্বাসন প্রক্রিয়া চালিয়ে রাজস্থান দলে যোগ দেন তিনি। তবে কিপিং বা ফিল্ডিংয়ের ঝুঁকিটা রয়ে গেছে এখনও। পারাগ আইপিএলে নেতৃত্ব দেবেন প্রথমবার। গত আসরেও দলের সহ-অধিনায়ক ছিলেন তিনি। ২০১৯ সাল থেকে রাজস্থানেই খেলছেন এই ব্যাটসম্যান। গত আইপিলে অসাধারণ পারফরম্যান্সে ৫৭৩ রান করার পর তাকে এবার ১৪ কোটি রুপিতে ধরে রাখে ফ্র্যাঞ্চাইজিটি।

আইপিএলে প্রথমবার হলেও ঘরোয়া অন্য আসরে নেতৃত্বের অভিজ্ঞতা আছে পারাগের। টি-টোয়েন্টিতে আসামকে ১৭ ম্যাচে নেতৃত্ব দিয়েছেন ২৩ বছর বয়সী এই ক্রিকেটার, দল জিতেছে ১০টিতে। নেতৃত্বের এই ১৭ ম্যাচে তার ব্যাটিং পারফরম্যান্সও দারুণ। ৯ ফিফটিতে ৭৩৮ রান করেছেন তিনি ৬৭.০৯ গড় ও ১৬৭.৭২ স্ট্রাইক রেটে। স্যামসনের ফিট হতে তিন ম্যাচের বেশি সময় লাগলে পারাগের নেতৃত্বের পালাও বাড়বে। এই সময়টায় রাজস্থানের হয়ে কিপিং করবেন ধ্রুব জুরেল।

 

ট্যাগস :

যোগাযোগ

সম্পাদক : ডা. মোঃ আহসানুল কবির, প্রকাশক : শেখ তানভীর আহমেদ কর্তৃক ন্যাশনাল প্রিন্টিং প্রেস, ১৬৭ ইনার সার্কুলার রোড, মতিঝিল থেকে মুদ্রিত ও ৫৬ এ এইচ টাওয়ার (৯ম তলা), রোড নং-২, সেক্টর নং-৩, উত্তরা মডেল টাউন, ঢাকা-১২৩০ থেকে প্রকাশিত। ফোন-৪৮৯৫৬৯৩০, ৪৮৯৫৬৯৩১, ফ্যাক্স : ৮৮-০২-৭৯১৪৩০৮, ই-মেইল : [email protected]
আপলোডকারীর তথ্য

জনবহুল এলাকায় যুদ্ধবিমানের প্রশিক্ষণ নিয়ে প্রশ্ন

রাজস্থানের নেতৃত্বে পারাগ, প্রথম তিন ম্যাচে ‘শুধুই ব্যাটসম্যান’ স্যামসন

আপডেট সময় : ০৪:৫৮:১১ অপরাহ্ন, বৃহস্পতিবার, ২০ মার্চ ২০২৫

ক্রীড়া ডেস্ক: সাঞ্জু স্যামসনের চোটে নাটকীয় পরিকল্পনার পথ বেছে নিয়েছে রাজস্থান রয়্যালস। মৌসুমের প্রথম তিন ম্যাচে স্রেফ ব্যাটসম্যান হিসেবে খেলানো হবে তাকে। কিপিং বা ফিল্ডিং করবেন না তিনি। নিয়মিত অধিনায়কের বোলিং ইনিংসে মাঠে থাকবেন না বলে এই তিন ম্যাচে দলকে নেতৃত্ব দেবেন রিয়ান পারাগ। আইপিএলে ‘ইম্প্যাক্ট প্লেয়ার’ নিয়ম থাকায় স্যামসনকে এভাবে কাজে লাগানোর সুযোগটা পেয়ে যাচ্ছে রাজস্থান।

তিনি পুরো ফিট হয়ে উঠলে নেতৃত্বও ফিরে পাবেন।গত মাসের শুরুতে ইংল্যান্ডের বিপক্ষে টি-টোয়েন্টি সিরিজের শেষ ম্যাচে জফ্রা আর্চারে বলে আঙুলে চোট পান স্যামসন। পরে অস্ত্রোপচার করানো হয় সেই আঙুলে। এরপর বেঙ্গালুরুতে সেন্টার অব এক্সিলেন্সে পুনর্বাসন প্রক্রিয়া চালিয়ে রাজস্থান দলে যোগ দেন তিনি। তবে কিপিং বা ফিল্ডিংয়ের ঝুঁকিটা রয়ে গেছে এখনও। পারাগ আইপিএলে নেতৃত্ব দেবেন প্রথমবার। গত আসরেও দলের সহ-অধিনায়ক ছিলেন তিনি। ২০১৯ সাল থেকে রাজস্থানেই খেলছেন এই ব্যাটসম্যান। গত আইপিলে অসাধারণ পারফরম্যান্সে ৫৭৩ রান করার পর তাকে এবার ১৪ কোটি রুপিতে ধরে রাখে ফ্র্যাঞ্চাইজিটি।

আইপিএলে প্রথমবার হলেও ঘরোয়া অন্য আসরে নেতৃত্বের অভিজ্ঞতা আছে পারাগের। টি-টোয়েন্টিতে আসামকে ১৭ ম্যাচে নেতৃত্ব দিয়েছেন ২৩ বছর বয়সী এই ক্রিকেটার, দল জিতেছে ১০টিতে। নেতৃত্বের এই ১৭ ম্যাচে তার ব্যাটিং পারফরম্যান্সও দারুণ। ৯ ফিফটিতে ৭৩৮ রান করেছেন তিনি ৬৭.০৯ গড় ও ১৬৭.৭২ স্ট্রাইক রেটে। স্যামসনের ফিট হতে তিন ম্যাচের বেশি সময় লাগলে পারাগের নেতৃত্বের পালাও বাড়বে। এই সময়টায় রাজস্থানের হয়ে কিপিং করবেন ধ্রুব জুরেল।