ঢাকা ১০:০৬ পূর্বাহ্ন, বুধবার, ০৫ ফেব্রুয়ারী ২০২৫

রাজশাহী বিশ্ববিদ্যালয়ে শুরু হচ্ছে বইমেলা

  • আপডেট সময় : ০৫:৪৩:৩৯ অপরাহ্ন, মঙ্গলবার, ৪ ফেব্রুয়ারী ২০২৫
  • ৯ বার পড়া হয়েছে

ক্যাম্পাস ও ক্যারিয়ার ডেস্ক: প্রথমবারের মতো রাজশাহী বিশ্ববিদ্যালয় (রাবি) প্রশাসনের উদ্যোগে শুরু হতে যাচ্ছে একুশে বইমেলা। ২০-২৪ ফেব্রুয়ারি পর্যন্ত বিশ্ববিদ্যালয়ের বুদ্ধিজীবী চত্বরে সামনে এ মেলা হবে। মঙ্গলবার (৪ ফেব্রুয়ারি) বিশ্ববিদ্যালয়ের জনসংযোগ দপ্তরের প্রশাসক অধ্যাপক মো. আখতার হোসেন মজুমদার বিষয়টি নিশ্চিত করেছেন। তিনি বলেন, ২০ ফেব্রুয়ারি থেকে রাজশাহী বিশ্ববিদ্যালয় প্রশাসনের উদ্যোগে বইমেলা শুরু হবে। এটি বিশ্ববিদ্যালয়ের বুদ্ধিজীবী চত্বরে হবে। মেলায় ঢাকা, রাজশাহীসহ দেশের স্বনামধন্য বিভিন্ন প্রকাশনী অংশগ্রহণ করবে।

এর আগে রাজশাহী বিশ্ববিদ্যালয়ের সমন্বয়ক মেহেদী সজিব ‘রাজশাহী বিশ্ববিদ্যালয় সংসদ’ নামে এক ফেসবুক গ্রুপে বইমেলা আয়োজনের প্রস্তাব দেন। তিনি উল্লেখ করেন, পরিবর্তিত সময়ে বিশ্ববিদ্যালয়ে বুদ্ধিবৃত্তিক চর্চা বেড়েছে, এবারের ফেব্রুয়ারি বেশ প্রাণবন্ত, চারদিকে বইমেলার আমেজ ছড়িয়ে পড়েছে। তবে প্রশাসনের পরিকল্পিত উদ্যোগ থাকলে ফেব্রুয়ারিকে আরও সুন্দরভাবে সাজানো সম্ভব হতো, অন্তত একটি বইমেলা আয়োজন করা যেত।

প্রশাসনের দৃষ্টি আকর্ষণ করে এ সমন্বয়ক বলেন, প্রতিবছর শিক্ষক-শিক্ষার্থীদের একাধিক বই প্রকাশিত হয়, একুশে বইমেলাকে কেন্দ্র করেও নতুন বই আসছে। প্রশাসন যদি তাদের অনুপ্রাণিত করে, তাহলে ভবিষ্যতে ভালো লেখক ও পাঠক তৈরি সম্ভব।

ট্যাগস :

যোগাযোগ

সম্পাদক : ডা. মোঃ আহসানুল কবির, প্রকাশক : শেখ তানভীর আহমেদ কর্তৃক ন্যাশনাল প্রিন্টিং প্রেস, ১৬৭ ইনার সার্কুলার রোড, মতিঝিল থেকে মুদ্রিত ও ৫৬ এ এইচ টাওয়ার (৯ম তলা), রোড নং-২, সেক্টর নং-৩, উত্তরা মডেল টাউন, ঢাকা-১২৩০ থেকে প্রকাশিত। ফোন-৪৮৯৫৬৯৩০, ৪৮৯৫৬৯৩১, ফ্যাক্স : ৮৮-০২-৭৯১৪৩০৮, ই-মেইল : [email protected]
আপলোডকারীর তথ্য

ঢাকায় কাউন্টার থেকে চলবে ২১ কোম্পানির গোলাপী বাস

রাজশাহী বিশ্ববিদ্যালয়ে শুরু হচ্ছে বইমেলা

আপডেট সময় : ০৫:৪৩:৩৯ অপরাহ্ন, মঙ্গলবার, ৪ ফেব্রুয়ারী ২০২৫

ক্যাম্পাস ও ক্যারিয়ার ডেস্ক: প্রথমবারের মতো রাজশাহী বিশ্ববিদ্যালয় (রাবি) প্রশাসনের উদ্যোগে শুরু হতে যাচ্ছে একুশে বইমেলা। ২০-২৪ ফেব্রুয়ারি পর্যন্ত বিশ্ববিদ্যালয়ের বুদ্ধিজীবী চত্বরে সামনে এ মেলা হবে। মঙ্গলবার (৪ ফেব্রুয়ারি) বিশ্ববিদ্যালয়ের জনসংযোগ দপ্তরের প্রশাসক অধ্যাপক মো. আখতার হোসেন মজুমদার বিষয়টি নিশ্চিত করেছেন। তিনি বলেন, ২০ ফেব্রুয়ারি থেকে রাজশাহী বিশ্ববিদ্যালয় প্রশাসনের উদ্যোগে বইমেলা শুরু হবে। এটি বিশ্ববিদ্যালয়ের বুদ্ধিজীবী চত্বরে হবে। মেলায় ঢাকা, রাজশাহীসহ দেশের স্বনামধন্য বিভিন্ন প্রকাশনী অংশগ্রহণ করবে।

এর আগে রাজশাহী বিশ্ববিদ্যালয়ের সমন্বয়ক মেহেদী সজিব ‘রাজশাহী বিশ্ববিদ্যালয় সংসদ’ নামে এক ফেসবুক গ্রুপে বইমেলা আয়োজনের প্রস্তাব দেন। তিনি উল্লেখ করেন, পরিবর্তিত সময়ে বিশ্ববিদ্যালয়ে বুদ্ধিবৃত্তিক চর্চা বেড়েছে, এবারের ফেব্রুয়ারি বেশ প্রাণবন্ত, চারদিকে বইমেলার আমেজ ছড়িয়ে পড়েছে। তবে প্রশাসনের পরিকল্পিত উদ্যোগ থাকলে ফেব্রুয়ারিকে আরও সুন্দরভাবে সাজানো সম্ভব হতো, অন্তত একটি বইমেলা আয়োজন করা যেত।

প্রশাসনের দৃষ্টি আকর্ষণ করে এ সমন্বয়ক বলেন, প্রতিবছর শিক্ষক-শিক্ষার্থীদের একাধিক বই প্রকাশিত হয়, একুশে বইমেলাকে কেন্দ্র করেও নতুন বই আসছে। প্রশাসন যদি তাদের অনুপ্রাণিত করে, তাহলে ভবিষ্যতে ভালো লেখক ও পাঠক তৈরি সম্ভব।