প্রত্যাশা ডেস্ক : দেশের তিন জেলায় সড়কে প্রাণ গেছে ৯ জনের। রাজবাড়ীতে তিন বাহনের ত্রিমুখী সংঘর্ষ, রংপুরে ট্রাকচাপায় আর খুলনায় বাসচাপায় তাদের মৃত্যু হয়। নিহতদের পাঁচজন একই পরিবারের সদস্য। গতকাল বুধবার সকালে এই দুর্ঘটনাগুলো ঘটে।
রাজবাড়ী-কুষ্টিয়া আঞ্চলিক মহাসড়কের কালুখালীর চাঁদপুর রেলগেটে সকাল সোয়া ৯টার দিকে ট্রাক-প্রাইভেটকার ও অটোরিকশার ত্রিমুখী সংঘর্ষ হয়। ঘটনাস্থলে তিন জন আর হাসপাতালে নেওয়ার পথে আরও তিনজনের মৃত্যু হয়। তিন নারী, দুই শিশু ও একজন পুরুষ নিহত হন। তাদের মধ্যে পাঁচজন একই পরিবারের সদস্য। আহত কয়েকজনকে কালুখালী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স ও রাজবাড়ী সদর হাসপাতালে চিকিৎসা দেওয়া হয়েছে।
জানা গেছে, কুষ্টিয়া থেকে ঢাকার দিকে যাচ্ছিল একটি প্রাইভেটকার। কালুখালীর চাঁদপুর রেলগেট এলাকায় পৌঁছালে গাড়িটির সামনে ছিল একটি অটোরিকশা। এসময় বিপরীত দিক থেকে আসা দ্রুতগতির একটি ট্রাক অটোরিকশাকে সামনে থেকে ধাক্কা দেয়। এতে অটোরিকশা একদম ভেঙে যায়। এসময় প্রাইভেটকারটির চালক ডান দিকে বের হওয়ার চেষ্টা করে। কিন্তু ট্রাকটি ডান দিকে চলে এলে কারের সামনের অংশ সেটির নিচে ঢুকে যায়।
দুর্ঘটনায় ছয়জন নিহতের তথ্য নিশ্চিত করে কালুখালী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) নাজমুল হাসান জানান, দুর্ঘটনাস্থলে তিনজন নিহত হয়েছে। আর হাসপাতালে নেওয়ার পর পথে আরও তিনজনের মৃত্যু হয়।
ওসি নাজমুল বলেন, ‘পুলিশ ও ফায়ার সার্ভিসের কর্মীরা উদ্ধার তৎপরতা চালিয়ে যাচ্ছে। ট্রাকটি জব্দ করা হলেও ট্রাকের চালক ও সহকারী পালিয়ে গেছে।’
রংপুর: গঙ্গাচড়ায় বেলা সোয়া ১১টার দিকে বড়াইবাড়ি বাজারের রাস্তার পাশে ট্রাকচাপায় বিথি বেগম নামে এক গৃহবধূ নিহত হন। এ ঘটনায় তার চার মাস বয়সী সন্তানসহ স্বামী শাহ রফিকুল ইসলাম গুরুতর আহত হন। তাদের হাসপাতালে ভর্তি করা হয়েছে।
গঙ্গাচড়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) দুলাল মিয়া জানান, রফিকুল তার স্ত্রী বিথি ও ছেলে রাইয়ানকে নিয়ে মোটরসাইকেলযোগে রংপুর যাচ্ছিলেন। পথিমধ্যে বড়াইবাড়ি বাজারের রাস্তার পাশে মোটরসাইকেল থামিয়ে কথা বলছিলেন। এসময় বিপরীত দিক থেকে আসা একটি ভুট্টাবোঝাই ট্রাক মোটরসাইকেলটিকে চাপা দিলে এতে ঘটনাস্থলে বিথী নিহত হন। ওসি দুলাল বলেন, ‘এ ঘটনায় গুরুতর আহত বিথীর ছেলে রাইয়ান আফসান ও স্বামী রফিকুলকে উদ্ধার করে হাসপাতালে ভর্তি করা হয়েছে। পুলিশ ট্রাকটি জব্দ করেছে।’
খুলনা: ডুমুরিয়ায় গুটুদিয়া এলাকায় বুধবার সকালে একটি যাত্রীবাহী বাস ভ্যান ও মোটরসাইকেলকে চাপা দিলে দুই জন নিহত হন। এসময় বাসটি খাদে গিয়ে পড়ে। এ ঘটনায় অন্তত ১১ জন আহত হয়েছেন। আহত ব্যক্তিদের উদ্ধার করে ডুমুরিয়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে এবং খুলনা মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে বলে জানিয়েছেন ডুমুরিয়া থানার ওসি শেখ কনি মিয়া। নিহতদের মধ্যে আলী ওসমানের বাড়ি সাতক্ষীরার তালা উপজেলার খলিশখালী গ্রামে আর অন্যজন আব্দুল খালেকের বাড়ি ডুমুরিয়ার গোলনা গ্রামে। আলী ওষুধ কোম্পানির বিক্রয় প্রতিনিধি এবং খালেক গাছ কাটা শ্রমিক ছিলেন বলে জানা গেছে।
রাজবাড়ী রংপুর খুলনায় সড়কে ঝরল ৯ প্রাণ
ট্যাগস :
জনপ্রিয় সংবাদ