রাজবাড়ী প্রতিনিধি: রাজবাড়ীতে নকশিকাঁথা মেইল ট্রেনের একটি বগি লাইনচ্যুত হওয়ার ১১ ঘণ্টা পর উদ্ধার করা হয়েছে। সোমবার রাত পৌনে ১টার দিকে ট্রেনটি উদ্ধার করা হয় বলে জানান রাজবাড়ী রেলওয়ে স্টেশন মাস্টার তন্ময় দত্ত। তিনি বলেন, খুলনাগামী নকশিকাঁথা মেইল ট্রেনটি সোমবার দুপুর ২টার দিকে গোয়ালন্দ উপজেলার দৌলতদিয়া থেকে ছেড়ে আসে। ট্রেনটি দৌলতদিয়া ইউনিয়ন পরিষদ এলাকায় পৌঁছালে একটি বগি লাইনচ্যুত হয়। এতে কোনো হতাহতের ঘটনা ঘটেনি। তবে দুর্ঘটনার পর থেকেই ওই রুটে ট্রন চলাচল বন্ধ হয়ে যায়। স্টেশন মাস্টার আরও জানান, ঘটনার পরপরই রেলকর্তৃপক্ষ উদ্ধারকারী ট্রেনকে খবর দেয়। পরে পাকশী থেকে উদ্ধারকারী ট্রেন এসে উদ্ধার কাজ শুরু করে। রাত পৌনে ১টার দিকে লাইনচ্যুত বগিটি উদ্ধার করা হয়। বগিটি উদ্ধারের পর থেকে এই রুটে ট্রেন চলাচল স্বাভাবিক রয়েছে বলে জানান রাজবাড়ী রেলওয়ে স্টেশন মাস্টার তন্ময়।
রাজবাড়ীতে ‘নকশিকাঁথা’ লাইনচ্যুত, ১১ ঘণ্টা পর উদ্ধার
জনপ্রিয় সংবাদ
























