ঢাকা ১০:৪১ পূর্বাহ্ন, শনিবার, ১৭ মে ২০২৫

রাজবাড়ীতে ধর্ষণ মামলায় ইউ পি সদস্যের যাবজ্জীবন

  • আপডেট সময় : ১২:২২:১৩ অপরাহ্ন, বৃহস্পতিবার, ১৯ সেপ্টেম্বর ২০২৪
  • ৩৬ বার পড়া হয়েছে

রাজবাড়ী সংবাদদাতা : রাজবাড়ীর পাংশায় স্কুলছাত্রীকে অপহরণের পর ধর্ষণের দায়ে সাবেক মেম্বার (ইউপি সদস্য) জামরুল ইসলাম মন্ডলকে (৫২) যাবজ্জীবন কারাদণ্ড দিয়েছেন আদালত। একই সঙ্গে ২০ হাজার টাকা জরিমানা করা হয়েছে। মঙ্গলবার বিকালে রাজবাড়ী নারী ও শিশু নির্যাতন দমন আদালতের বিচারক মো. সাব্বির ফয়েজ এ রায় দেন। রাজবাড়ী নারী ও শিশু নির্যাতন দমন ট্রাইব্যুনালের অতিরিক্ত পাবলিক প্রসিকিউটর (এপিপি) অ্যাডভোকেট সাইফুল ইসলাম বিষয়টি নিশ্চিত করেছেন। দণ্ডপ্রাপ্ত জামরুল ইসলাম পাংশার বাহাদুরপুর ইউনিয়নের জয়কৃষ্ণপুর গ্রামের সিরাজুল ইসলাম মণ্ডলের ছেলে ও বাহাদুরপুর ইউনিয়নের ৮ নম্বর ওয়ার্ডের সাবেক সদস্য। মামলা সূত্রে জানা গেছে, পাংশা উপজেলার বাহাদুরপুর ইউনিয়নের এক ছাত্রী ২০২২ সালের ২৫ ফেব্রুয়ারি দিবাগত রাতে নিজ বাড়ি থেকে নিখোঁজ হয়। পরে এ ঘটনায় ওই ছাত্রীর বাবা বাদী হয়ে পাংশা মডেল থানায় অপহরণ মামলা করেন। পুলিশ অভিযান চালিয়ে ওই বছর ১ মার্চ নিজ বাড়ি থেকে জামরুল ইসলামকে গ্রেপ্তার করে এবং অপহৃতা স্কুল ছাত্রীকে উদ্ধার করে।

যোগাযোগ

সম্পাদক : ডা. মোঃ আহসানুল কবির, প্রকাশক : শেখ তানভীর আহমেদ কর্তৃক ন্যাশনাল প্রিন্টিং প্রেস, ১৬৭ ইনার সার্কুলার রোড, মতিঝিল থেকে মুদ্রিত ও ৫৬ এ এইচ টাওয়ার (৯ম তলা), রোড নং-২, সেক্টর নং-৩, উত্তরা মডেল টাউন, ঢাকা-১২৩০ থেকে প্রকাশিত। ফোন-৪৮৯৫৬৯৩০, ৪৮৯৫৬৯৩১, ফ্যাক্স : ৮৮-০২-৭৯১৪৩০৮, ই-মেইল : [email protected]
আপলোডকারীর তথ্য

রাজবাড়ীতে ধর্ষণ মামলায় ইউ পি সদস্যের যাবজ্জীবন

আপডেট সময় : ১২:২২:১৩ অপরাহ্ন, বৃহস্পতিবার, ১৯ সেপ্টেম্বর ২০২৪

রাজবাড়ী সংবাদদাতা : রাজবাড়ীর পাংশায় স্কুলছাত্রীকে অপহরণের পর ধর্ষণের দায়ে সাবেক মেম্বার (ইউপি সদস্য) জামরুল ইসলাম মন্ডলকে (৫২) যাবজ্জীবন কারাদণ্ড দিয়েছেন আদালত। একই সঙ্গে ২০ হাজার টাকা জরিমানা করা হয়েছে। মঙ্গলবার বিকালে রাজবাড়ী নারী ও শিশু নির্যাতন দমন আদালতের বিচারক মো. সাব্বির ফয়েজ এ রায় দেন। রাজবাড়ী নারী ও শিশু নির্যাতন দমন ট্রাইব্যুনালের অতিরিক্ত পাবলিক প্রসিকিউটর (এপিপি) অ্যাডভোকেট সাইফুল ইসলাম বিষয়টি নিশ্চিত করেছেন। দণ্ডপ্রাপ্ত জামরুল ইসলাম পাংশার বাহাদুরপুর ইউনিয়নের জয়কৃষ্ণপুর গ্রামের সিরাজুল ইসলাম মণ্ডলের ছেলে ও বাহাদুরপুর ইউনিয়নের ৮ নম্বর ওয়ার্ডের সাবেক সদস্য। মামলা সূত্রে জানা গেছে, পাংশা উপজেলার বাহাদুরপুর ইউনিয়নের এক ছাত্রী ২০২২ সালের ২৫ ফেব্রুয়ারি দিবাগত রাতে নিজ বাড়ি থেকে নিখোঁজ হয়। পরে এ ঘটনায় ওই ছাত্রীর বাবা বাদী হয়ে পাংশা মডেল থানায় অপহরণ মামলা করেন। পুলিশ অভিযান চালিয়ে ওই বছর ১ মার্চ নিজ বাড়ি থেকে জামরুল ইসলামকে গ্রেপ্তার করে এবং অপহৃতা স্কুল ছাত্রীকে উদ্ধার করে।