নিজস্ব প্রতিবেদক :শ্বাসরুদ্ধকর পরিস্থিতি থেকে বেরিয়ে আসতে গণআন্দোলন ও গণসংগ্রাম জোরদার করার আহ্বান জানিয়েছে বাম গণতান্ত্রিক জোট। একইসঙ্গে জোটের নেতারা আন্দোলন বিকশিত করতে সব বাম প্রগতিশীল ও গণতান্ত্রিক শক্তির রাজপথের কার্যকর ঐক্য গড়ে তোলারও আহ্বান জানান।
গতকাল মঙ্গলবার রাজধানীর সেগুনবাগিচায় বাম গণতান্ত্রিক জোটের কেন্দ্রীয় পরিচালনা পরিষদের সভায় নেতারা এ দাবি জানান। বাম জোটের সমন্বয়ক বিপ্লবী ওয়ার্কার্স পার্টির সাধারণ সম্পাদক সাইফুল হকের সভাপতিত্বে অনুষ্ঠিত এই সভায় বক্তব্য রাখেন— জোটের কেন্দ্রীয় নেতা খালেকুজ্জামান, আবদুল্লাহ কাফি রতন, মোশাররফ হোসেন নান্নু,মোশরেফা মিশু প্রমুখ।
রাজপথের কার্যকর ঐক্য গড়ে তোলার আহ্বান বামজোটের
ট্যাগস :
জনপ্রিয় সংবাদ