প্রযুক্তি ডেস্ক : রাজনৈতিক এবং বিভিন্ন সামাজিক ইস্যু নিয়ে বিজ্ঞাপন নির্মাতাদের সুবিধার্থে পাবলিক ডাটাবেজকে আরও সমৃদ্ধ করতে যাচ্ছে ফেসবুকের মূল প্রতিষ্ঠান মেটা। মেটা জানায়, এটা ছাড়াও তারা ফেসবুক ওপেন রিসার্চ অ্যান্ড ট্রান্সপারেন্সি ডাটাবেজে সেই সব ব্যক্তিদের বিস্তারিত টার্গেটিং ইনফরমেশনও যুক্ত করবে। যার একটি পাইলট প্রোগ্রাম ছাড়া হয় গত বছর।
মেটার বিজনেস ইন্টিগ্রিটির ভাইস প্রেসিডেন্ট জেফ কিং বলেন, ‘কীভাবে ফেসবুক বিজ্ঞাপন ছাড়ে এটা বিশ্লেষণের বদলে একজন বিজ্ঞাপন নির্মাতা কী করতে চাচ্ছেন, তার কৌশলকেই অনুসরণ করবে।’
রয়টার্স জানায়, সম্প্রতি স্বচ্ছতা এবং টার্গেটেড বিজ্ঞাপনের বিষয়ে মেটাকে বিভিন্নভাবে চাপ দেওয়া হচ্ছিল। ২০১৮ সালে প্রতিষ্ঠানটি পাবলিক অ্যাড লাইব্রেরি চালু করে। যদিও কিছু গবেষক এখানে ত্রুটি আছে বলে এর সমালোচনা করে। মেটা জানায়, খুব শিগগিরই এই অ্যাড লাইব্রেরি বিভিন্ন সামাজিক ঘটনার টার্গেটিং ইনফরমেশনের তালিকা প্রকাশ করবে। প্রতিষ্ঠানটি স্বচ্ছতা প্রকাশের জন্য বিভিন্ন রকমের কার্যক্রম পরিচালনা করছে। সূত্র- রয়টার্স।