ঢাকা ০৪:৫৮ অপরাহ্ন, বৃহস্পতিবার, ২২ মে ২০২৫

রাজনৈতিক প্রতিহিংসায় খালেদাকে বিদেশে যেতে বাধা: ফখরুল

  • আপডেট সময় : ০১:৫৫:৪০ অপরাহ্ন, সোমবার, ১৩ ডিসেম্বর ২০২১
  • ৭৮ বার পড়া হয়েছে

নিজস্ব প্রতিবেদক : রাজনৈতিক প্রতিহিংসার কারণে খালেদা জিয়াকে চিকিৎসা নিতে বিদেশে যেতে দেওয়া হচ্ছে না বলে দাবি করেছেন বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। আন্দোলনের মাধ্যমে খালেদা জিয়ার বিদেশে চিকিৎসার অধিকার আদায় করা হবে বলে ঘোষণা দিয়েছেন তিনি।
গতকাল সোমবার দুপুরে জাতীয় প্রেসক্লাবের সামনে এক সমাবেশে ফখরুল এই দাবি করেন। সম্মিলিত পেশাজীবী পরিষদের উদ্যোগে এই সমাবেশের আয়োজন করা হয়। খালেদা জিয়ার শারীরিক অবস্থার কথা জানিয়ে ফখরুল বলেন, ‘চিকিৎসকরা জানিয়েছেন খালেদা জিয়া জীবন-মৃত্যুর সন্ধিক্ষণে আছেন। তার সুচিকিৎসা প্রয়োজন, যা দেশে সম্ভব নয়।’
শর্তসাপেক্ষে খালেদা জিয়াকে বাড়িতে থেকে চিকিৎসা করতে বলা হয়েছে উল্লেখ করে তিনি বলেন, ‘এটি সম্পূর্ণভাবে একটা রাজনৈতিক প্রতিহিংসা। বেগম খালেদা জিয়াকে তাদের যে ভয়, তিনি যদি সুস্থ হয়ে বের হয়ে আসেন, তা হলে তাদের তখতে তাউশ ভেঙে খানখান হয়ে যাবে। সেই কারণে তারা তাকে বাইরে চিকিৎসার জন্য দেন না।’
আন্দোলনের মাধ্যমে খালেদা জিয়াকে বিএনপি মুক্ত করবে জানিয়ে ফখরুল বলেন, ‘শুধুদেশনেত্রী বেগম খালেদা জিয়ার জন্য আন্দোলন নয়, আন্দোলন হবে জাতির মুক্তির জন্যও। আমাদের গণতন্ত্র ধ্বংস হয়ে গেছে। আমাদের স্বপ্নগুলো ধ্বংস করা হয়েছে।’
বিএনপি মহাসচিব বলেন, ‘সেই কারণে জনগণকে সঙ্গে নিয়ে সব রাজনৈতিক দলে মধ্যে ঐক্য তৈরি করে একটি দুর্বার আন্দোলন গড়তে হবে। যার মধ্য দিয়ে এই ফ্যাসিস্ট, ভয়াবহ ও দানবীয় আওয়ামী লীগ সরকারকে পরাজিত করতে করা হবে।’
সংগঠনের ভারপ্রাপ্ত আহ্বায়ক শওকত মাহমুদের সভাপতিত্বে সমাবেশে আরও বক্তব্য দেন নাগরিক ঐক্যের সভাপতি মাহমুদুর রহমান মান্না, বিএনপি নেতা আহমেদ আযম খান, আমানউল্লাহ আমান, আবদুস সালাম, বীরমুক্তি সাদেক খান, ড. এবিএম ওবায়দুল ইসলাম, শামীমুর রহমান শামীম, জাতীয় প্রেসক্লাবের সাধারণ সম্পাদক ইলিয়াস খান, সাংবাদিক নেতা এম আবদুল্লাহ, কাদের গনি চৌধুরী, জাহাঙ্গীর আলম প্রধান প্রমুখ।

ট্যাগস :

যোগাযোগ

সম্পাদক : ডা. মোঃ আহসানুল কবির, প্রকাশক : শেখ তানভীর আহমেদ কর্তৃক ন্যাশনাল প্রিন্টিং প্রেস, ১৬৭ ইনার সার্কুলার রোড, মতিঝিল থেকে মুদ্রিত ও ৫৬ এ এইচ টাওয়ার (৯ম তলা), রোড নং-২, সেক্টর নং-৩, উত্তরা মডেল টাউন, ঢাকা-১২৩০ থেকে প্রকাশিত। ফোন-৪৮৯৫৬৯৩০, ৪৮৯৫৬৯৩১, ফ্যাক্স : ৮৮-০২-৭৯১৪৩০৮, ই-মেইল : [email protected]
আপলোডকারীর তথ্য

রাজনৈতিক প্রতিহিংসায় খালেদাকে বিদেশে যেতে বাধা: ফখরুল

আপডেট সময় : ০১:৫৫:৪০ অপরাহ্ন, সোমবার, ১৩ ডিসেম্বর ২০২১

নিজস্ব প্রতিবেদক : রাজনৈতিক প্রতিহিংসার কারণে খালেদা জিয়াকে চিকিৎসা নিতে বিদেশে যেতে দেওয়া হচ্ছে না বলে দাবি করেছেন বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। আন্দোলনের মাধ্যমে খালেদা জিয়ার বিদেশে চিকিৎসার অধিকার আদায় করা হবে বলে ঘোষণা দিয়েছেন তিনি।
গতকাল সোমবার দুপুরে জাতীয় প্রেসক্লাবের সামনে এক সমাবেশে ফখরুল এই দাবি করেন। সম্মিলিত পেশাজীবী পরিষদের উদ্যোগে এই সমাবেশের আয়োজন করা হয়। খালেদা জিয়ার শারীরিক অবস্থার কথা জানিয়ে ফখরুল বলেন, ‘চিকিৎসকরা জানিয়েছেন খালেদা জিয়া জীবন-মৃত্যুর সন্ধিক্ষণে আছেন। তার সুচিকিৎসা প্রয়োজন, যা দেশে সম্ভব নয়।’
শর্তসাপেক্ষে খালেদা জিয়াকে বাড়িতে থেকে চিকিৎসা করতে বলা হয়েছে উল্লেখ করে তিনি বলেন, ‘এটি সম্পূর্ণভাবে একটা রাজনৈতিক প্রতিহিংসা। বেগম খালেদা জিয়াকে তাদের যে ভয়, তিনি যদি সুস্থ হয়ে বের হয়ে আসেন, তা হলে তাদের তখতে তাউশ ভেঙে খানখান হয়ে যাবে। সেই কারণে তারা তাকে বাইরে চিকিৎসার জন্য দেন না।’
আন্দোলনের মাধ্যমে খালেদা জিয়াকে বিএনপি মুক্ত করবে জানিয়ে ফখরুল বলেন, ‘শুধুদেশনেত্রী বেগম খালেদা জিয়ার জন্য আন্দোলন নয়, আন্দোলন হবে জাতির মুক্তির জন্যও। আমাদের গণতন্ত্র ধ্বংস হয়ে গেছে। আমাদের স্বপ্নগুলো ধ্বংস করা হয়েছে।’
বিএনপি মহাসচিব বলেন, ‘সেই কারণে জনগণকে সঙ্গে নিয়ে সব রাজনৈতিক দলে মধ্যে ঐক্য তৈরি করে একটি দুর্বার আন্দোলন গড়তে হবে। যার মধ্য দিয়ে এই ফ্যাসিস্ট, ভয়াবহ ও দানবীয় আওয়ামী লীগ সরকারকে পরাজিত করতে করা হবে।’
সংগঠনের ভারপ্রাপ্ত আহ্বায়ক শওকত মাহমুদের সভাপতিত্বে সমাবেশে আরও বক্তব্য দেন নাগরিক ঐক্যের সভাপতি মাহমুদুর রহমান মান্না, বিএনপি নেতা আহমেদ আযম খান, আমানউল্লাহ আমান, আবদুস সালাম, বীরমুক্তি সাদেক খান, ড. এবিএম ওবায়দুল ইসলাম, শামীমুর রহমান শামীম, জাতীয় প্রেসক্লাবের সাধারণ সম্পাদক ইলিয়াস খান, সাংবাদিক নেতা এম আবদুল্লাহ, কাদের গনি চৌধুরী, জাহাঙ্গীর আলম প্রধান প্রমুখ।